সেনাবাহিনীর জন্য রুটি বানালেন ভিকি
বছরের শুরুতে মুক্তি পেয়েছিল ভিকি কৌশল অভিনীত ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। বক্স অফিসে বাজিমাত করে প্রায় সাড়ে ৩শ’ কোটি রুপি আয় করে নেয় ছবিটি।
চমকপ্রদ তথ্য হল- বছরের মাঝামাঝি সময়ে এসেও ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর রেশ এখনও কাটেনি। তাইতো ‘কারগিল বিজয় দিবস’ উপলক্ষে ৫০০ প্রেক্ষাগৃহে দেখানো হয়েছিল ছবিটি।
আর ছবিটির অভিনেতা ভিকি কৌশল ভারতীয় সেনাদের দৈনন্দিন জীবন-যাপন দেখতে পৌঁছে গিয়েছেন অরুণাচল প্রদেশে। সেখানে গিয়ে সেনাদের জন্য বনে গিয়েছিলেন শেফ।
ইন্দো-চিন সীমান্ত, ১৪ হাজার ফুট উচ্চতায় তাওয়াং প্রদেশে কখনও জওয়ানদের সঙ্গে বৃষ্টিভেজা দুপুরে ভলিবলে মেতে উঠেছেন, তো কখনও তাদের সঙ্গে হাতে হাতে রুটি বানাতে দেখা গেছে বলিউডের এই অভিনেতাকে।
সোশ্যাল মিডিয়ায় জওয়ানদের সঙ্গে ছবি পোস্ট করে ভিকি লিখেছেন, “১৪ হাজার ফুট উচ্চতায় অবস্থিত অরুণাচল প্রদেশের তাওয়াং ইন্দো-চিন সীমানা। সেখানকার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। তাদের সঙ্গে কিছুদিন কাটানোর সুযোগ পেয়ে আমি গর্বিত।”
আরও পড়ুন: ভিকি এবার ফিল্ড মার্শাল
ভিকি এখন ব্যস্ত রয়েছেন ভারতের প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশ এর জীবনী নিয়ে নির্মিত একটি ছবির কাজ নিয়ে।