হৃতিকের দাদা আর নেই

  • বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দাদা জে ওম প্রকাশের সঙ্গে হৃতিক রোশন

দাদা জে ওম প্রকাশের সঙ্গে হৃতিক রোশন

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি, এরইমধ্যে আরও এক নক্ষত্রপতন ঘটল বলিউডে। না ফেরার দেশে পাড়ি জমালেন হৃতিক রোশনের দাদা প্রযোজক-পরিচালক জে ওম প্রকাশ। বুধবার (৭ আগস্ট) সকাল ৮টায় মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/07/1565173471582.jpgএকই দিন দুপুরে মুম্বাইয়ের ভিলে পার্লে শ্মশানে সম্পন্ন হয়েছে জে ওম প্রকাশের শেষকৃত্য। যেখানে জনপ্রিয় এই পরিচালক-অভিনেতাকে শেষবার শ্রদ্ধা জানাতে এসেছিলেন বলিউড ইন্ডাস্ট্রির নামি-দামি তারকারা।

জয় ওম প্রকাশের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে অভিনয়শিল্পী দীপক পারাসার প্রথম টুইট করে লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে ঘণ্টাখানেক আগে মিস্টার ওম প্রকাশ মারা গেছেন। তিনিও আমাদের ছেড়ে আমার মামাজি মিস্টার মোহন কুমারের সঙ্গে স্বর্গে যোগ দিলেন। ভারতীয় চলচ্চিত্রে তার অবদান অনস্বীকার্য।’

দাদার মৃত্যুর খবর জানিয়ে হৃতিক টুইটারে লেখেন, “আমার সুপারটিচার, যাকে আদর করে আমি ‘ডেডা’ বলে ডাকতাম। জীবনের প্রত্যেকটা পদক্ষেপে তিনি আমাকে যা শিখিয়েছেন সেসব আমি এখন আমার সন্তানদের শেখানোর চেষ্টা করি। তিনি আমার কাছে স্পিচ থেরাপিস্ট ডা. ওজা, যিনি কিনা আমার দুর্বলতা নিয়েই আমায় চলতে শিখিয়েছেন।”

১৯২৭ সালের ২৪ জানুয়ারি ব্রিটিশ ভারতের পাঞ্জাবে জন্মেছিলেন প্রযোজক-পরিচালক জে ওম প্রকাশ। ‘আপ কি কসম’, ‘আখির কৌন’, ‘আপনাপান’, ‘আশা’, ‘অর্পণ’, ‘আদমি খিলোনা হ্যায়’-এর মতো অসংখ্য ছবি নির্মাণ করেছেন তিনি। তার প্রযোজিত ‘আই মিলন কি বেলা’, ‘আয়ে দিন বাহার কে’, ‘আখোঁ আখোঁ মে’, ‘আয়া সাওয়ান ঝুম কে’, ‘আখির কিউ’ বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/07/1565172599089.jpg

১৯৯৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ভারতীয় ফিল্ম ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেন।