বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন
নিরাপত্তার চাদরে এফডিসি, ভোটারের চেয়ে পুলিশ-র্যাব বেশি
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনশুক্রবার ২৫ অক্টোবর সকাল ৯টা থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২০২১ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। এবারের শিল্পী সমিতির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৪৯ জন।
সরজমিনে এফডিসি ঘুরে দেখা গেছে, সকাল থেকে এখনও পর্যন্ত ভোটার উপস্থিত খুবই কম। তবে এফডিসি গেট থেকে ভেতরের সব জায়গায় কয়েক শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিত লক্ষ্য করা গেছে। মোতায়েন করা হয়েছে পুলিশ ও র্যাব। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এফডিসিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে ভোটার ও সাংবাদিকদের।
এতে বেশ বিরক্ত ভোটারসহ সাংবাদিকরা। শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এমন কড়াকড়িকে অনেকেই এই প্রতিবেদককে কাছে ভোটারের চেয়ে পুলিশ-র্যাব বেশি বলে মন্তব্য করেছেন।
আরও পড়ুন: পছন্দের তারকাকে দেখতে এফডিসির গেটে জনতার ভিড়
এমন পরিস্থিতিতে ভোট দিতে এসে চিত্রনায়ক সোহেল রানা সাংবাদিকদের কাছে প্রশ্ন রেখেছেন, ‘এফডিসিকে তো পুলিশ ক্যাম্প মনে হচ্ছে। এটি নির্বাচন মনে হচ্ছে না। শিল্পীদের নির্বাচনে এত পুলিশ থাকবে কেন?’
জানা গেছে, শিল্পী সমিতির এই নির্বাচনের ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।