সত্যি সত্যি নামাজ পড়েও সমালোচিত সিয়াম

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সিনেমাটির দৃশ্যে সিয়াম

সিনেমাটির দৃশ্যে সিয়াম

গেল ২৫ নভেম্বর থেকে সিলেটে শুরু হয়েছে পরিচালক রায়হান রাফির ‘ইত্তেফাক’ সিনেমার শুটিং। সিলেটে শুটিং চলবে ২০ দিন। এরই মধ্যে সিনেমাটির জন্য সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে একটি দৃশ্য ধারণ করা হয়েছে। সেই দৃশ্যে দেখা যাচ্ছে সিনেমাটির নায়ক সিয়াম আহমেদ নামাজ আদায় করছেন আর কিছুটা দুরে দাঁড়িয়ে আছেন নায়িকা বিদ্যা সিনহা মিম।

এই দৃশ্যের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় সমালোচনা। ফেসবুকে প্রচার করা হয়, পবিত্র এই ঈদ্গাহকে মাজার বানিয়ে সেখানে নাচ-গানের শুটিং হয়েছে।

বিজ্ঞাপন
নামাজের সেই দৃশ্যে সিয়াম

তবে সিনেমাটির পরিচালক ফেসবুকে জানলেন ভিন্ন তথ্য। এক ফেসবুক স্ট্যাটাসে এই নির্মাতা জানিয়েছেন, ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে একটি দৃশ্যে অংশ নিয়েছেন সিনেমাটির প্রধান অভিনেতা সিয়াম আহমেদ। তবে তা কোন নাচ-গানের দৃশ্য নয়, এটি একটি নামাজের দৃশ্য। সিয়াম দৃশ্যটির জন্য সত্যি সত্যি নামাজ পড়েছেন।

এমবি ফিল্মস প্রযোজিত ‘ইত্তেফাক’ সিনেমায় প্রথমবারের মত জুটি বেঁধেছেন সিয়াম ও মিম। এছাড়া আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, খাইরুল বাসারসহ অনেকেই।

বিজ্ঞাপন