ইউনিসেফের মানবতার পুরস্কার পেলেন প্রিয়াঙ্কা
আরও একটি পুরস্কার যুক্ত হলো প্রিয়াঙ্কা চোপড়ার ঝুলিতে। ইউনিসেফের মানবতার পুরস্কার পেলেন বলিউডের এই অভিনেত্রী। গত ৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইউনিসেফ স্নোফ্লেক বলে সাবেক এই সুন্দরীর হাতে ড্যানি কেই হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। এসময় ৩৬ বছর বয়সী এই তারকার সঙ্গে আরও উপস্থিত ছিলেন তার মা মধু চোপড়া।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়ায় অ্যাওয়ার্ড অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। যার ক্যাপশনে তিনি লিখেছেন- “ইউনিসেফের হয়ে যেসব মানুষ রাতদিন অক্লান্ত পরিশ্রম করেন তাদের দেখে আমি বিস্মিত হই। এই সুন্দর সফরে আমাকে সামিল করার জন্যে অসংখ্য ধন্যবাদ। ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়ে কাজের সুযোগ আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি।”
বিশেষ এই দিনটিতে প্রিয়াঙ্কা চোপড়া সেজেছিলেন ডিএইনে ভন ফারস্টেনবার্গের ডিজাইন করা লাল রঙের একটি পোষাকে।
এদিকে, প্রিয়াঙ্কা চোপড়া ইউনিসেফের মানবতার পুরস্কার পাওয়ায় দারুণ উচ্ছ্বসিত নিক জোনাস। স্ত্রীর প্রশংসা করে মার্কিন এই গায়ক ইনস্টাগ্রামে লিখেছেন, ‘তোমাকে নিয়ে গর্বিত। প্রতিটি মুহূর্তে আমাকে অনুপ্রেরণা দিয়ে আসছো তুমি। শুভকামনা আমার ভালোবাসা।’
১৩ বছর ধরে ইউনিসেফের সঙ্গে যুক্ত রয়েছেন প্রিয়াঙ্কা অর্থাৎ ২০০৬ সাল থেকে এই সংস্থাটির সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি।
সবশেষ ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে দেখা গেছে প্রিয়াঙ্কা চোপড়াকে। এর মধ্য দিয়ে তিন বছর পর বলিউডে কামব্যাক করেছিলেন তিনি। কিন্তু বক্স অফিসে সফলতার মুখ দেখেনি ছবিটি। বর্তমানে তার হাতে রয়েছে ‘দ্য হোয়াইট টাইগার’র কাজ। নেটফ্লিক্সের জন্য তৈরি এই ছবিটিতে তার বিপরীতে দেখা যাবে রাজকুমার রাওকে।