এবার ইউটিউবে ‘ঢাকা অ্যাটাক’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সিনেমাটির পোস্টার

সিনেমাটির পোস্টার

আলোচিত ‘ঢাকা অ্যাটাক’ সিনেমা এবার দেখা যাবে ইউটিউবে। বিজয় দিবস উপলক্ষে আগামীকাল (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে সিনেমাটি।

ঢাকায় একাধিক খুন ও বোমা বিস্ফোরণের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অবস্থান চিত্রিত হয়েছে এই সিনেমাটিতে। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, এবিএম সুমন এবং কাজী নওশাবা আহমেদ।

বিজ্ঞাপন

 

‘ঢাকা অ্যাটাক’ পরিচালনা করেছেন দীপংকর দীপন এবং রচনা করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সানী সানোয়ার।

বিজ্ঞাপন

সিনেমাটি ২০১৭ সালের ৬ অক্টোবর বাংলাদেশে ১২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এছাড়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাইসহ বিশ্বব্যাপী আরও সাতটি দেশে সিনেমাটি মুক্তি পায়।

আরিফিন শুভ ও মাহিয়া মাহি জুটির এই সিনেমাটি ২০১৭ সালের শেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ মেকাপ ম্যান মোট ৩টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে।