৪০ বছর পর আসছে ‘ঘুড্ডি’ সিনেমার সিক্যুয়েল

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘ঘুড্ডি’ সিনেমার সিক্যুয়েল

‘ঘুড্ডি’ সিনেমার সিক্যুয়েল

বাংলাদেশের ইতিহাসের অন্যতম ক্লাসিক সিনেমা ‘ঘুড্ডি’ মুক্তি পেয়েছিল ১৯৮০ সালের ১৯ ডিসেম্বর। সৈয়দ সালাহউদ্দীন জাকি পরিচালিত সিনেমাটির সিক্যুয়েল আসছে ৪০ বছর পর। প্রাথমিক নাম রাখা হয়েছে ‘ক্রান্তিকাল’। সিক্যুয়েলটিও পরিচালনা করবেন সৈয়দ সালাহউদ্দীন জাকি। সম্প্রতি এক ঘরোয়া সংবাদ সম্মেলনে এই সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতা।

সৈয়দ সালাহউদ্দীন জাকি জানিয়েছেন, ‘ঘুড্ডি’ যেখানে শেষ হয়েছে সেখান থেকেই এটা নির্মাণ করতে চাই। আশির দশক থেকে বর্তমান সময়টা আমার সিনেমায় ধরতে চাই। এ কারণে সময়টাকে কেন্দ্র করেই সিনেমার প্রাথমিক নাম নির্ধারণ করেছি ‘ক্রান্তিকাল’। নাম চেঞ্জও হতে পারে। তবে যদ্দুর সম্ভব এই নামটাই থেকে যেতে পারে। বাকিটা পরে দেখা যাবে। নায়ক-নায়িকা হিসেবে নতুনদের প্রাধান্য দেওয়া হবে। এজন্য অডিশনের আয়োজনও হবে। দুই তিন মাসের মধ্যেই সিনেমাটির শুটিং শুরু হবে।

বিজ্ঞাপন
সংবাদ সম্মেলন 

১৯৮০ সালে মুক্তি পাওয়া ‘ঘুড্ডি’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছিলেন সুবর্ণা মুস্তাফা এবং অন্যান্য চরিত্রে অভিনয় করেছিলেন রাইসুল ইসলাম আসাদ, নাসির উদ্দীন ইউসুফ, তারিক আনাম খান, নায়লা আজাদ নূপুর, সৈয়দ হাসান ইমাম। এই চলচ্চিত্রের মধ্য দিয়ে সুবর্ণা মুস্তাফার চলচ্চিত্রে অভিষেক হয়।এছাড়া ছবির সকল চরিত্রে নাম তাঁদের প্রকৃত নামেই।

সৈয়দ সালাহউদ্দিন জাকী এই সিনেমার জন্য ৬ষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা এবং শফিকুল ইসলাম স্বপন শ্রেষ্ঠ চিত্রগ্রাহক বিভাগে পুরস্কার অর্জন করেন।

বিজ্ঞাপন