শুটিংয়ে আহত আলিয়া

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আলিয়া ভাট

আলিয়া ভাট

এই মুহূর্তে বেশ কয়েকটি ছবির কাজ রয়েছে আলিয়া ভাটের হাতে। তবে এর মধ্যে বিশেষ সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’। কারণ এই ছবিটির মধ্য দিয়ে প্রথমবার জুটিবদ্ধ হচ্ছেন সঞ্জয়-আলিয়া। এছাড়া নতুন এই ছবিটির জন্য নোংরা কিছু ভাষাও শিখতে হয়েছে বলিউডের এই অভিনেত্রীকে। কেননা এতে একজন মাফিয়া কুইনের ভূমিকায় পাওয়া যাবে মহেশ কন্যাকে।

এক সপ্তাহ আগেই ছবিটির শুটিং শুরু করেছেন আলিয়া ভাট। কিন্তু এর মধ্যেই একটি দুর্ঘটনার শিকার হতে হলো বলিউডের এই অভিনেত্রীকে। ছবির একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে কাঁধে চোট পেয়েছেন আলিয়া।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে নিজের পোষ্য বিড়ালের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন আলিয়া নিজেই। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মায়ের (আলিয়া ভাট) সঙ্গে সেলফি। কারণ তিনি কাঁধে চোট পেয়েছেন। তাই রাত ২টায় এর চাইতে ভালো আর কোন কাজ নেই।’

ইতিমধ্যে প্রকাশ পেয়েছে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ দুটি পোস্টার। যেখানে একেবারে ভিন্ন রূপে ধরা দিয়েছেন আলিয়া ভাট। আগামী ১১ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি।

বিজ্ঞাপন