৬২তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
গ্র্যামি অ্যাওয়ার্ড হাতে গায়িকা বিলি আইলিশ

গ্র্যামি অ্যাওয়ার্ড হাতে গায়িকা বিলি আইলিশ

  • Font increase
  • Font Decrease

বিশ্বসংগীতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬২তম আসরের জমকালো পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়ে গেলো। এটি উপস্থাপনা করেন ১৫ বার গ্র্যামিজয়ী মার্কিন গায়িকা অ্যালিসিয়া কিস।

যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে স্টেপলস সেন্টারে ২৬ জানুয়ারি (বাংলাদেশ সময় সোমবার সকাল) অনুষ্ঠিত হয় গ্র্যামির এবারের আসর। একনজরে গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে কারা বিজয়ী হলেন দেখে নেওয়া যাক।

অ্যালবাম অব দ্য ইয়ার: হোয়েন উই অল ফল অ্যাস্লিপ, হোয়্যার ডু উই গো? (বিলি আইলিশ)
রেকর্ড অব দ্য ইয়ার: ব্যাড গাই (বিলি আইলিশ)
সং অব দ্য ইয়ার: ব্যাড গাই (বিলি আইলিশ)
সেরা নতুন সংগীতশিল্পী: বিলি আইলিশ

বিলি আইলিশ

সেরা পপ সলো পারফরম্যান্স: ট্রুথ হার্টস (লিজো)
সেরা পপ ভোকাল অ্যালবাম: হোয়েন উই অল ফল অ্যাস্লিপ, হোয়্যার ডু উই গো? (বিলি আইলিশ)
সেরা পপ দ্বৈত/দলীয় পারফরম্যান্স: ওল্ড টাউন রোড (লিল ন্যাস এক্স ফিচারিং বিলি রে সাইরাস)
সেরা ট্র্যাডিশনাল পপ ভোকাল অ্যালবাম: লুক নাউ (এলভিস কস্তেলো অ্যান্ড দ্য ইমপোস্টারস ব্যান্ড)
সেরা ড্যান্স রেকর্ডিং: গট টু কিপ অন (দ্য কেমিক্যাল ব্রাদারস)
সেরা ড্যান্স/ইলেক্ট্রনিক অ্যালবাম: নো জিওগ্রাফি (দ্য কেমিক্যাল ব্রাদারস ব্যান্ড)
সেরা রক পারফরম্যান্স: দিস ল্যান্ড (গ্যারি ক্লার্ক জুনিয়র)
সেরা রক সং: দিস ল্যান্ড (গ্যারি ক্লার্ক জুনিয়র)
সেরা মেটাল পারফরম্যান্স: সেভেন এমপেস্ট (টুল ব্যান্ড)
সেরা রক অ্যালবাম: সোশ্যাল কিউস (কেজ দ্য এলিফ্যান্ট ব্যান্ড)
সেরা অল্টারনেটিভ মিউজিক অ্যালবাম: ফাদার অব দ্য ব্রাইড (ভ্যাম্পায়ার উইকেন্ড ব্যান্ড)
সেরা রিদম অ্যান্ড ব্লুজ পারফরম্যান্স: কাম হোম (অ্যান্ডারসন.পাক ফিচারিং আন্ড্রে থ্রি থাউজেন্ড)
সেরা আরবান কন্টেমপোরারি অ্যালবাম: কজ আই লাভ ইউ-ডিলাক্স (লিজো)
সেরা র‌্যাপ সং: অ্যা লট (টোয়েন্টি ওয়ান স্যাভেজ ফিচারিং জে. কোল)
সেরা র‌্যাপ অ্যালবাম: ইগোর (টাইলার, দ্য ক্রিয়েটর)
সেরা র‌্যাপ/সাং পারফরম্যান্স: হাইয়ার (ডিজে খালেদ ফিচারিং নিপসি হাসল ও জন লিজেন্ড)
সেরা কান্ট্রি অ্যালবাম: হোয়াইল আই’ম লিভিন (টানিয়া টাকার)
সেরা কান্ট্রি সলো পারফরম্যান্স: রাইড মি ব্যাক হোম (উইলি নেলসন)
সেরা কান্ট্রি দ্বৈত/দলীয় পারফরম্যান্স: স্পিচলেস (ড্যান প্লাস শাই)
সেরা মিউজিক্যাল থিয়েটার অ্যালবাম: হেডস্টাউন
বর্ষসেরা প্রযোজক (নন-ক্লাসিক্যাল): ফিনিয়াস
সেরা মিউজিক ভিডিও: ওল্ড টাউন রোড (লিল ন্যাস এক্স ফিচারিং বিলি রে সাইরাস)
সেরা মিউজিক ফিল্ম: হোমকামিং (বিয়ন্সে)
সেরা কমেডি অ্যালবাম: স্টিকস অ্যান্ড স্টোনস (ডেভ শাপেল)
সেরা ট্র্যাডিশনাল রিদম অ্যান্ড ব্লুজ পারফরম্যান্স: জেরোম (লিজো)
সেরা রিদম অ্যান্ড ব্লুজ অ্যালবাম: ভেঞ্চুরা (অ্যান্ডারসন.পাক)
সেরা র‌্যাপ পারফরম্যান্স: র‌্যাকস ইন দ্য মিডল (নিপসি হাসল ফিচারিং রডি রিচ অ্যান্ড হিট-বয়)
সেরা কান্ট্রি সং: ব্রিং মাই ফ্লাওয়ার্স নাউ (টানিয়া টাকার)
সেরা রিদম অ্যান্ড ব্লুজ সং: সে সো (পিজে মর্টন ফিচারিং জোজো)
সেরা কনটেম্পোরারি ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম: মেটাভোল্যুশন (রড্রিগো ওয়াই গ্যাব্রিয়েলা)
সেরা ল্যাটিন পপ অ্যালবাম: এলডিস্কো (আলেহান্দ্রো সাঞ্জ)
সেরা ল্যাটিন রক/আরবান/অল্টারনেটিভ অ্যালবাম: এল মাল কেরের (রোজালিয়া)
সেরা ট্রপিক্যাল ল্যাটিন অ্যালবাম: ওপাস (মার্ক অ্যান্থনি), অ্যা জার্নি থ্রো কিউবান মিউজিক (আইমে নুভিওলা)
সেরা গসপেল অ্যালবাম: লং লিভ লাভ (কার্ক ফ্রাঙ্কলিন)
সেরা গসপেল পারফরম্যান্স/সং: লাভ থিওরি (কার্ক ফ্রাঙ্কলিন)
সেরা রুটস গসপেল অ্যালবাম: টেস্টিমোনি (গ্লোরিয়া গেইনার)
সেরা কনটেম্পোরারি ক্রিশ্চিয়ান অ্যালবাম: বার্ন দ্য শিপস (ফর কিং অ্যান্ড কান্ট্রি)
সেরা কনটেম্পোরারি ক্রিশ্চিয়ান মিউজিক পারফরম্যান্স/সং: গড অনলি নৌজ (ফর কিং অ্যান্ড কান্ট্রি ও ডলি পার্টন)
সেরা সংকলিত সাউন্ডট্র্যাক (ভিজ্যুয়াল মিডিয়া): অ্যা স্টার ইজ বর্ন (লেডি গাগা ও ব্র্যাডলি কুপার)
সেরা আবহসংগীত সাউন্ডট্র্যাক (ভিজ্যুয়াল মিডিয়া): চেরনোবিল (হিলদোর গুদনাদত্তির)
সেরা নিউ এজ অ্যালবাম: উইংস (পিটার কেটার)
সেরা জ্যাজ ভোকাল অ্যালবাম: টুয়েলভ লিটল স্পেলস (এস্পারাঞ্জা স্পালডিং)
সেরা ইমপ্রোভাইজড জ্যাজ সলো: সোজিনহো (র্যা ন্ডি ব্রেকার)
সেরা জ্যাজ ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম: ফাইন্ডিং গ্যাব্রিয়েল (ব্র্যাড মেলডাউ)
সেরা লার্জ জ্যাজ এনসাম্বল অ্যালবাম: দ্য ওমনি-আমেরিকান বুক ক্লাব (ব্রায়ান লিঞ্চ বিগ ব্যান্ড)
সেরা ল্যাটিন জ্যাজ অ্যালবাম: অ্যান্টিডোট (চিক কোরেয়া ও দ্য স্প্যানিশ হার্ট ব্যান্ড)
সেরা রিজিওনাল মেক্সিকান মিউজিক অ্যালবাম:
সেরা ট্রাডিশনাল ব্লুজ অ্যালবাম: টল, ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম (ডেলবার্ট ম্যাকক্লিনটন অ্যান্ড সেলফ-মেড ম্যান)
সেরা কন্টেমপোরারি ব্লুজ অ্যালবাম: দিস ল্যান্ড (গ্যারি ক্লার্ক জুনিয়র)
সেরা র‌্যাগে অ্যালবাম: র‌্যাপচার (কফি)
সেরা ব্লুগ্রাস অ্যালবাম: টল ফিডলার (মাইকেল ক্লিভল্যান্ড)
সেরা স্পোকেন ওয়ার্ড অ্যালবাম (কবিতা, অডিও বুক ও গল্পকথন): বিকামিং (মিশেল ওবামা)
সেরা ওয়ার্ল্ড মিউজিক অ্যালবাম: সিলিয়া (অ্যাঞ্জেলিক কিডজো)
সেরা ইঞ্জিনিয়ার্ড অ্যালবাম (নন-ক্লাসিক্যাল):হোয়েন উই অল ফল অ্যাস্লিপ, হোয়্যার ডু উই গো? (বিলি আইলিশ)
সেরা গান (ভিজ্যুয়াল মিডিয়া): আই’ল নেভার লাভ অ্যাগেইন (অ্যা স্টার ইজ বর্ন)
সেরা যন্ত্রসংগীত: স্টার ওয়ারস-গ্যালাক্সি’স এজ সিম্ফোনিক স্যুট (জন উইলিয়ামস)
সেরা শিশুতোষ অ্যালবাম: এইজলেস সংস ফর দ্য চাইল্ড আর্কিটাইপ (জন স্যামসন)

   

বিরতি ভেঙে ঈদের নাটকে ফের মেহজাবীন



বিনোদন ডেস্ক ,বার্তা২৪.কম
মেহজাবিন চৌধুরী / ছবি: বার্তা২৪

মেহজাবিন চৌধুরী / ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

বাংলা নাটক দুনিয়ায় অভিনেত্রীর তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন ২০০৯ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টারজয়ী মেহজাবীন চৌধুরী। ১ যুগেরও বেশি সময় ধরে বাঙালি দর্শকের মন জয় করেছেন তার অভিনয় প্রতিভা দিয়ে। মডেলিংয়ের পাশাপাশি ছোটপর্দায় নাটক, বিজ্ঞাপন করে আসছেন তিনি। গত কয়েক বছরে ওটিটি প্ল্যাটফর্মের দিকে দর্শকের ঝোঁক বেড়েছে। মেহজাবিনকেও দেখা গেছে ডিজিটাল প্লাটফর্মের কাজ করতে। বিগত দুই বছর তার প্রায় সব কাজই ওয়েব সিরিজ। তুলনামূলকভাবে টিভি নাটকে গত দুই বছর তার তেমন কোনো কাজ দেখা যায়নি। এমনকি ঈদ-উল-ফিতরেও মেহজাবিনের কোনো নাটক আসেনি।

মেহজাবিন চৌধুরী / ছবি: সংগৃহীত
মেহজাবিন চৌধুরী / ছবি: সংগৃহীত

অবশেষে এই বছর ঈদে নাটক নিয়ে আসছেন মেহজাবিন। নাটকের নাম, গল্পের ধরন বা মেহজাবিনের সহশিল্পী হিসেবে কে থাকবেন তা এখনো অজানা। তবে গণমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন, যদি সবকিছু ঠিক থাকে, তাহলে এবার ঈদের নাটকে অভিনয় করবেন তিনি। নাটকের স্ক্রিপ্টের কাজ এখনো চলছে। প্রযোজনাও চলছে জোড়সোড়ে। কাজ শেষ হলেই শ্যুটিংয়ের কাজ শুরু হবে।   

অনন্যা নাটকে মেহজাবিন চৌধুরী / ছবি: সংগৃহীত
অনন্যা নাটকে মেহজাবিন চৌধুরী / ছবি: সংগৃহীত

গত কয়েক বছরের ওটিটিতে চমৎকার কাজ করেছেন মেহজাবীন। কাজলের দিনরাত্রি, রেডরাম, আরারাত, নীল জলের কাব্য, সাবরিনার মতো বাঘা বাঘা সিরিজে কাজ করেছেন তিনি। সেখানে ভিন্ন ধারার বিভিন্ন চরিত্র নিঁখুতভাবে ফুটিয়ে তুলে বুঝিয়ে দিয়েছেন, কেন ভক্তরা তাকে সেরা অভিনেত্রী দাবি করে।  ২০২৩ সালের ১৬ ডিসেম্বর মেহজাবিনের ‘অনন্যা’ নাটক প্রকাশ পায়। গল্প , অভিনয়, পরিচালনা- সবকিছুই ভক্তদের হৃদয় স্পর্শ করে। ঈদেও মেহজাবিনের নাটক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দর্শক। তাদের মনের আশা এবার পূরণ হতে চলেছে।


;

নাচ নিয়ে ইউরোপের দুই দেশে আলিফ



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
মোফাসসাল আলিফ /  ছবি : শিল্পীর সৌজন্যে

মোফাসসাল আলিফ / ছবি : শিল্পীর সৌজন্যে

  • Font increase
  • Font Decrease

তরুণ প্রজন্মের নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার মোফাসসাল আলিফ তার আধুনিক নৃত্যধারায় কাজ করে যাচ্ছেন শোবিজের বিভিন্ন মাধ্যমে। তিনি বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার ট্যারেন্স লুইসের কাছে শিখে এসেছেন। এরপর ‘আলিফিয়া স্কোয়াড’ নামে নাচের দল খুলেছেন তিনি। যা অল্প সময়েই নাচের জগতে বেশ পরিচিতি লাভ করেছে।

এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশেও পারফর্ম করেছেন আলিফ। তবে এবারই প্রথম পারফর্মেন্স করলেন ইউরোপে। গত ২৬ মার্চ নোদারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে আমস্টারডামে নৃত্য পরিবেশন করেন তিনি। তার সঙ্গে পারফর্ম করেছেন মাটি সিদ্দিকী।

নোদারল্যান্ডে আলিফ ও মাটির পরিবেশনা /  ছবি : শিল্পীর সৌজন্যে

শুধু তাই নয়, আগামী ৬ এবং ৭ এপ্রিল ফ্রান্সে মিরাবাঈ ড্যান্স স্কুলের আমন্ত্রণে বলিউড এবং হাই হিলস ড্যান্সের ওপর দুটি নৃত্য কর্মশালা করাবেন আলিফ।

তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৃত্যকলা বিভাগে নাচের উপর মাস্টার্স করছেন। পাশাপাশি আলিফ কোরিওগ্রাফি করছেন ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার একটি গানে।

;

‘কফির পেয়ালা’য় ইমন-আঁখির রোমান্টিক আবেশ



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
‘কফির পেয়ালা’ গানে আঁখি আলমগীর ও শওকত আলী ইমন

‘কফির পেয়ালা’ গানে আঁখি আলমগীর ও শওকত আলী ইমন

  • Font increase
  • Font Decrease

ভালোবাসার সংজ্ঞা এক এক জনের কাছে একেক রকম। একই ছাতার নিচে পায়ে পা মিলিয়ে চলার নামই ভালোবাসা। স্নিগ্ধ সকালে কফির পেয়ালায় প্রিয় মানুষটিকে সঙ্গী হিসেবে চাওয়া কিংবা আনমনে বিকেলে ধুলো হয়ে তাকে ছুঁয়ে যাওয়ার অনুভুতি তারাই অনুধাবন করতে পারবে যারা প্রেমের গহনে ডুবে আছে। প্রতি মুহুর্তে আবেগের স্বপ্নময় ছোঁয়ায় শিহরণ জাগে প্রেমিক মনে। সারাক্ষন একসাথে পথ চলতে ইচ্ছে করে।

প্রেমের চিরন্তন এই আবেদন নিয়ে দুনিয়াতে কতো গান, গল্প, সিনেমা, নাটক। তবুও আমরা রোমান্টিক আবেশের এই কাজগুলো পছন্দ করি। তাই তো প্রেম বার বার উঠে আসে শিল্পীদের বয়ানে।

‘কফির পেয়ালা’ গানে শওকত আলী ইমন ও আঁখি আলমগীর

প্রেমের আবেদনকে আরও একবার গানে গানে তুলে ধরেছেন বাংলা সঙ্গীতাকাশের জ্বলজ্বলে তুই তারকা শওকত আলী ইমন ও আঁখি আলমগীর।

‘কফির পেয়ালা’ শিরোনামের এই গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হবে আগামী ৩১ মার্চ রবিবার ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে।

আঁখি আলমগীর বলেন, ‘ঈদ আসতে আরও কিছুদিন বাকী। কিন্তু ঈদের আমেজ কিন্তু আমরা রোযার শুরু থেকেই টের পাই। ঈদের কেটাকাটা থেকে শুরু করে একটু একটু করে ঈদের আয়োজনের পরিকল্পনা করি। তাইতো আমরা এই গানটিও ঈদের বেশ আগেভাগেই প্রকাশ করলাম।’

‘কফির পেয়ালা’ গানে আঁখি আলমগীর ও শওকত আলী ইমন

তিনি আরও বলেন, ‘একটি গান কিন্তু মানুষের কাছে পৌঁছতে সময় লাগে। আশা করছি গানটি এখন প্রকাশ হলেও ঈদের সময় আমরা এর প্রকৃত সাড়াটা পাব। ধীরে ধীরে অনেক শ্রোতা দর্শকের কাছে পৌঁছে যাবে গানটি। ঈদের খুশির আমেজে প্রেমের এই গানটি খুব মানানসই। আশা করি সবাই উপভোগ করবেন।’

;

তৃপ্তিকে ডেট করার বাসনা রণবীরের দুলাভাইয়ের!



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
সিদ্ধান্ত কার্নিক  ও তৃপ্তি দিমরি

সিদ্ধান্ত কার্নিক ও তৃপ্তি দিমরি

  • Font increase
  • Font Decrease

তৃপ্তি দিমরি এখন বলিউডের চর্চিত নাম। ব্লববাস্টার ‘অ্যানিমেল’-এ রণবীর কাপুরের সঙ্গে রগরগে দৃশ্যে অভিনয় করে এক দিনের ব্যবধানে দেশের জাতীয় ক্রাশে পরিণত হয়েছেন।

একের পর এক প্রস্তাব নতুন ছবির আসছে তার কাছে। একাধিক বড় ছবিতে যুক্তও করেছেন নিজেকে। ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করছেন তিনি। অন্যদিকে ‘গুড নিউজ’ ছবির সিক্যুয়েল ‘ব্যাড নিউজ’-এ ভিকি কৌশলের সঙ্গে অভিনয় করছেন তৃপ্তি।

তৃপ্তি দিমরি

এবার তৃপ্তির সঙ্গে প্রেমের ইচ্ছা প্রকাশ করলেন তার কো-স্টার রণবীর কাপুরের দুলাভাই! না, রণবীরের বাস্তব জীবনের দুলাভাই নন তিনি। ‘অ্যানিমেল’ ছবিতে রণবীর কাপুরের দুলাভাই অর্থাৎ ভিলেন চরিত্রে দারুণ অভিনয় করা সিদ্ধান্ত কার্নিকের এমন বাসনা।

তিনি হিন্দি ছোট পর্দার পরিচিত মুখ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সিদ্ধান্ত জানিয়েছেন যে তিনি তৃপ্তিকে ডেট করতে ইচ্ছুক। এই খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছেন তৃপ্তির অনুরাগীরা। যদিও তৃপ্তি নিজে এখনও সিদ্ধান্ত প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া দেননি।

সিদ্ধান্ত কার্নিক

উল্লেখ্য, অভিনেত্রী মেঘা গুপ্তের সঙ্গে বিয়ের চার বছর পর ২০২০ সালে বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয় সিদ্ধান্তের।

;