৯২তম অস্কার

সেরা মৌলিক চিত্রনাট্য ‘প্যারাসাইট’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অস্কার পুরস্কার হাতে বঙ জুন-হো ও হান জিন ওয়ান

অস্কার পুরস্কার হাতে বঙ জুন-হো ও হান জিন ওয়ান

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ৯২তম আসরে সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগে পুরস্কার জিতলো ‘প্যারাসাইট’। এটি যৌথভাবে লিখেছেন বঙ জুন-হো ও হান জিন ওয়ান। এবারই প্রথম অস্কার ঘরে তুললেন তারা।

সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগে ‘প্যারাসাইট’-এর পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতায় আরও ছিলো ‘নাইভস আউট’, ‘ম্যারেজ স্টোরি’, ‘নাইনটিন সেভেন্টিন’, ‘ওয়ান্স আপন অ্যা টাইম…ইন হলিউড’।

বিজ্ঞাপন
‘জোজো র‌্যাবিট’ সিনেমার দৃশ্য

এদিকে, সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য বিভাগে পুরস্কার জিতেছে ‘জোজো র‌্যাবিট’। এটি লিখেছেন পরিচালক তাইকা ওয়াইটিটি নিজেই।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে ৯ জানুয়ারি রাতে (বাংলাদেশ সময় অনুযায়ী ১০ ফেব্রুয়ারি সকাল) শুরু হয় চলচ্চিত্রের দুনিয়ার সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯২তম আয়োজন।

বিজ্ঞাপন

প্রতি বছরের মতো এবারও সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৪টি বিভাগে পুরস্কার দিচ্ছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।