অস্কারে সেরা সম্পাদনা ‘ফোর্ড ভি ফেরারি’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘ফোর্ড ভি ফেরারি’ ছবির দৃশ্য

‘ফোর্ড ভি ফেরারি’ ছবির দৃশ্য

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯২তম আসরে জেমস ম্যানগোল্ড পরিচালিত ‘ফোর্ড ভি ফেরারি’র জন্য সেরা সম্পাদনা বিভাগে পুরস্কার জিতেছেন মাইকেল ম্যাককাসকার ও অ্যানড্রিউ বাকল্যান্ড।

একই বিভাগে ‘ফোর্ড ভি ফেরারি’র পাশাপাশি আরও মনোনয়ন পেয়েছিল দ্য আইরিশম্যান, জোজো র‌্যাবিট, জোকার, প্যারাসাইট।

বিজ্ঞাপন

সেরা সম্পাদনার পাশাপাশি শব্দ সম্পাদনার পুরস্কারটিও গিয়েছে ‘ফোর্ড ভি ফেরারি’র ঝুলিতে। এটি পেয়েছেন ডোনাল্ড সিলভেস্টার। এই দৌঁড়ে আরও প্রতিদ্বন্দ্বিতা করেছে নাইনটিন সেভেন্টিন, জোকার, ওয়ান্স আপন অ্যা টাইম ইন...হলিউড, স্টার ওয়ারস: দ্য রাইজ অব স্কাইওয়াকার।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে ৯ জানুয়ারি রাতে (বাংলাদেশ সময় অনুযায়ী ১০ ফেব্রুয়ারি সকাল) শুরু হয় চলচ্চিত্রের দুনিয়ার সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯২তম আয়োজন।

বিজ্ঞাপন

প্রতি বছরের মতো এবারও সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৪টি বিভাগে পুরস্কার দিচ্ছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।