৯২তম অস্কার

সেরা ভিজ্যুয়াল ইফেক্টস ‘নাইনটিন সেভেন্টিন’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘নাইনটিন সেভেন্টিন’ ছবির পোস্টার

‘নাইনটিন সেভেন্টিন’ ছবির পোস্টার

‍‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’, ‘দ্য আইরিশম্যান’, ‘দ্য লায়ন কিং’, ‘স্টার ওয়ারস: দ্য রাইজ অব স্কাইওয়াকার’কে হারিয়ে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯২তম আসরে সেরা ভিজ্যুয়াল ইফেক্টস-এর পুরস্কার জিতলো ‘নাইনটিন সেভেন্টিন’।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে ৯ জানুয়ারি রাতে (বাংলাদেশ সময় অনুযায়ী ১০ ফেব্রুয়ারি সকাল) শুরু হয় চলচ্চিত্রের দুনিয়ার সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯২তম আয়োজন।

বিজ্ঞাপন

প্রতি বছরের মতো এবারও সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৪টি বিভাগে পুরস্কার দিচ্ছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

এবিসি নেটওয়ার্কের মাধ্যমে এই আয়োজন সরাসরি সম্প্রচার হচ্ছে বিশ্বের ২২৫টিরও বেশি দেশে। বাংলাদেশের দর্শকরা ভোর ৬টা থেকে স্টার মুভিজ ও স্টার মুভিজ এইচডি চ্যানেলে দেখতে পারছেন এবারের অস্কার অনুষ্ঠান।

বিজ্ঞাপন

গতবারের মতোই অস্কারে কোনও সঞ্চালক নেই। মূল আয়োজন শুরুর আগে লালগালিচায় পা মাড়িয়েছেন তারকারা। লালগালিচায় তারকাদের অনুভূতি নিয়েছেন এমি অ্যাওয়ার্ড বিজয়ী টিভি উপস্থাপক রায়ান সিক্রেস্ট, এমি-টনি-গ্র্যামি জয়ী গায়ক-অভিনেতা বিলি পর্টার, সুপারমডেল লিলি অ্যালড্রিজ, সাংবাদিক ও টক শো উপস্থাপক টেমরন হল ও আমেরিকান চলচ্চিত্র বোদ্ধা এলভিস মিচেল।