করোনায় এফডিসির মুজিববর্ষের আয়োজন সংক্ষিপ্ত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

দেশে করোনা পরিস্থিতি বিবেচনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজন সংক্ষিপ্ত করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি)।

মঙ্গলবার (১৭ মার্চ) এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

হিমাদ্রি বড়ুয়া বলেন, মুজিবর্ষকে কেন্দ্র করে এফডিসিকে নতুন করে সাজানো হয়েছে। বঙ্গবন্ধুর জন্মদিনে এফডিসির জহির রায়হান কালার ল্যাবে বাদ আসর কোরআন খতম, দোয়া ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে আমন্ত্রণ জানানো হয়েছে তথ্য প্রতিমন্ত্রীকে। এছাড়া এফডিসিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে।

হিমাদ্রি বড়ুয়া আরও বলেন, এর বাইরে বর্ণাঢ্য র‌্যালি ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের কথা ছিল। তবে দেশের করোনা পরিস্থিতি বিবেচনায় আমরা সেটা সংক্ষিপ্ত করেছি। তবে জনসমাগম এড়িয়ে রাত ৮টায় আতশবাজির আয়োজন থাকবে।

বিজ্ঞাপন

এদিকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান মুজিববর্ষের আয়োজন সম্পর্কে বার্তা২৪.কমকে বলেন, আমরা শিল্পী সমিতি থেকে সন্ধ্যায় বেশ বড় করে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন করেছিলাম। তবে করোনার কারণে সেটা বন্ধ রাখেছি আমরা। সংক্ষিপ্ত আকারে আমরা জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপন করছি।