বিটিভিতে আবার ‘কোথাও কেউ নেই’ ও ‘বহুব্রীহি’
দেশের করোনা পরিস্থিতে ঘরবন্দি দর্শকদের জন্য নব্বই দশকের নন্দিত ধারাবাহিক নাটক দুটি ধারাবাহিক নাটক প্রচারের সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন। ৬ এপ্রিল (সোমবার) থেকে হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ ও ‘বহুব্রীহি’ শিরোনামের ধারাবাহিক নাটক দুটি পুনঃ প্রচার হবে বলে নিশ্চিত করেছেন চ্যানেলটির মহাপরিচালক এস.এম. হারুক-অর-রশীদ।
তিনি জানিয়েছেন, ঘরবন্দি অবস্থায় মানুষ যেন একটু স্বস্তিতে থাকেন, বিনোদন খুঁজে পান সেই কারণেই জনপ্রিয় এই দুটি ধারাবাহিক প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। ৬ এপ্রিল থেকে প্রচার শুরু করার পরিকল্পনা আছে আমাদের। মাসজুড়ে রাত ৮টার বিটিভির সংবাদের পর ‘কোথাও কেউ নেই’ প্রচার শুরু হবে, শেষ হওয়ার পরপরই ‘বহুব্রীহি’র প্রচার করা হবে।
‘কোথাও কেউ নেই’ ও ‘বহুব্রীহি’ নাটক দুটি প্রযোজনা করেছিলেন বরকত উল্লাহ ও নওয়াজিশ আলি খান।
বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিকটি ১৯৯২-৯৩ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়। যেখানে তুমুল জনপ্রিয়তা পায় ‘বাকের ভাই’। এ চরিত্রে অভিনয় করেন আসাদুজ্জামান নূর। এছাড়া এতে মুনা চরিত্রে সুবর্ণা মুস্তফা, বদি চরিত্রে আবদুল কাদের, মজনু চরিত্রে লুৎফর রহমান জর্জ, মতি চরিত্রে মাহফুজ আহমেদ, বকুল চরিত্রে আফসানা মিমি, উকিল চরিত্রে হুমায়ুন ফরিদীসহ আরো অনেকে অভিনয় করেন।
এর আগে ১৯৮৮-৮৯ সালে বিটিভিতে প্রচারিত হয় পারিবারিক গল্পে ‘বহুব্রীহি’ ধারাবাহিকটি। এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, আসাদুজ্জামান নূর, আলী যাকের, আফজাল হোসেন, লুৎফরনাহার লতা, লাকী ইনাম, আবুল খায়ের, আফজাল শরীফসহ আরো অনেকে। ধারাবাহিকটি সে সময় দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছিল।