করোনা সচেতনতায় বাংলায় ১০ পর্বের অ্যানিমেশন সিরিজ

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

করোনা সচেতনতায় অ্যানিমেশন সিরিজ

করোনা সচেতনতায় অ্যানিমেশন সিরিজ

করোনা সচেতনতায় বাংলায় ১০ পর্বের অ্যানিমেশন সিরিজ নির্মাণ হয়েছে। ‘করোনা কাল’ শিরোনামে থ্রিডি অ্যানিমেশনটি পরিচালনা এবং সম্পাদনা করেছেন আকতারুল আলম তিনু।

নির্মিত ওয়েব সিরিজটিতে তুলে ধরা হয়েছে করোনাভাইরাস কীভাবে ছড়ায় এবং কীভাবে তা প্রতিরোধ করা যায়। আজ (৬ এপ্রিল) ১০ পর্বের ওয়েব সিরিজটির প্রথম পর্ব ইউটিউবে প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন

 

অ্যানিমেশন সিরিজটির গল্প ভাবনায় আছে টিম আট। এতে কণ্ঠ দিয়েছেন আকতারুল আলম তিনু, মঈনুল ইসলাম সাইদী ও মার্জিয়া নাহার শাওনা। এটি প্রযোজনা করেছে ইনফ্রিকুয়েন্ট ক্রিয়েশন। আর প্রকাশিত হচ্ছে সি-মিউজিক মোশনের ব্যানারে।

বিজ্ঞাপন

অ্যানিমেশন সিরিজটি প্রসঙ্গে আকতারুল আলম তিনু বলেন, এই দুর্যোগপূর্ণ মুহূর্তে মানুষকে সচেতন করতে অ্যানিমেশনটি নির্মাণ করলাম। আশা করছি এটি দেখে দর্শক করোনা নিয়ে অনেককিছু জানতে পারবেন। আপাতত ‘করোনা কাল’র ১০ পর্ব প্রকাশের পরিকল্পনা রয়েছে। তবে পর্ব আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।