সন্ধ্যায় ‘চিরকুট’ গাইবে ঘরের মেলায়

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ব্যান্ডদল চিরকুট

ব্যান্ডদল চিরকুট

বাংলায় নতুন বছর এসেছে, আর সুরের তালে সমগ্র দেশ মেতে উঠেনি এমনটা এবারই প্রথম। দেশের করোনা পরিস্থিতিতে এবারে নেই বর্ষবরণের কোন আয়োজন। ঘরে বসে যে যার মত করেই পালন করছেন এবারের পহেলা বৈশাখ।

তবে দেশের এমন পরিস্থিতিতেও সুরের তালে সমগ্র দেশ মাতাতে ভিন্নধর্মী এক উদ্যোগ নিয়েছে দেশের জনপ্রিয় ব্যান্ডদল চিরকুট। ঘরে বসে বৈশাখের সন্ধ্যায় ফেসবুকে লাইভ কনসার্টের আয়োজন করেছে ব্যান্ডদলটি। ‘জীবন জয়ের প্রত্যয়ে ঘরের মেলায় চিরকুট’ শিরোনামে ১৪ এপ্রিল রাত ৯টা ৩০ মিনিটে নিজেদের ভ্যারিফাইট ফেসবুক পেজে গাইবে ব্যান্ডদলটি।

বিজ্ঞাপন
সন্ধ্যায় ‘চিরকুট’ গাইবে ঘরের মেলায়

এক ফেসবুক স্ট্যাটাসে ব্যান্ডদল চিরকুট জানিয়েছে, জীবন অদ্ভুত। এখানে টিকে থাকার সংগ্রামে প্রতি মুহূর্ত বাঁচতে শিখতে হয় আমাদের। বছর ঘুরে আবার এসেছে পহেলা বৈশাখ। করোনার এই দু:সময় তাই ঘরে বসে, সেই বাঁচতে শেখার প্রবল বাসনায় একটু দম হতে আমরা চিরকুট।

২০০২ সালে চিরকুট ব্যান্ডের জন্ম। এরপর গানে সুরে বেড়ে ওঠা। জন্মের আট বছর পর অর্থাৎ ২০১০ সালে চিরকুট তাদের প্রথম অ্যালবামটি প্রকাশ করে।

বিজ্ঞাপন