গাড়ির পর করোনায় ডুপ্লেক্স বাড়ি ছেড়ে দিতে চান ন্যান্সি



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ডুপ্লেক্স বাড়ি ও ন্যান্সি  ,ছবি: সংগৃহীত

ডুপ্লেক্স বাড়ি ও ন্যান্সি ,ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

করোনা আক্রান্ত রোগীদের আইসোলেশন ও চিকিৎসা কর্মীদের জন্য নিজের নেত্রকোনার ডুপ্লেক্স বাড়ি ছেড়ে দিতে চান জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সম্প্রতি ফেসবুক লাইভে এসে নিজের এমন ইচ্ছার কথা জানান এই কণ্ঠশিল্পী।

ওই ফেসবুক লাইভে ন্যান্সি জানিয়েছেন, কারোনা মহামারী থাকা অবস্থায় যতদিন দরকার ততদিন জনস্বার্থে প্রশাসন ব্যবহার করতে পারবেন বাড়িটি। এ বিষয়ে নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলামের সঙ্গে কথা বলেছি। তিনি কীভাবে বাড়িটি কাজে লাগাবেন তা আমাদের জানাবেন। বাড়িটি করোনা যোদ্ধা চিকিৎসকদের থাকার জন্য, রোগীদের আইসোলেশনে রাখার জন্য কিংবা করোনাভাইরাসের সংবাদ সংগ্রহে সাংবাদিকদের থাকার জন্যও ব্যাবহার করতে পারেন।

কণ্ঠশিল্পী ন্যান্সি আরও বলেন, এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো উচিত। শুধু বাড়ি না, আমার গাড়িটাও দিয়েছি সেবার জন্য। এই দুঃসময়ে আমাদের মানবিক হতেই হবে, না হলে মানুষ হয়ে জন্ম নেওয়াটাই বৃথা। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হবে ততদিন বাড়িটি করোনা যোদ্ধারা ব্যবহার করতে পারবেন।

এদিকে এই প্রতিবেদন লেখা অবধি, নেত্রকোনায় করোনায় আক্রান্ত রোগীর মোট সংখ্যা ২৪ জন।

   

কোনাল-বালামের ‘রাজকুমার’-এ মজেছে দর্শক



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
(বাঁমে) ‘রাজকুমার’ গানে কোর্টনি কফি ও শাকিব খান, বালাম ও কোনাল (ডানে)

(বাঁমে) ‘রাজকুমার’ গানে কোর্টনি কফি ও শাকিব খান, বালাম ও কোনাল (ডানে)

  • Font increase
  • Font Decrease

নানা আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের ৪৫তম জন্মদিন। নিউইয়র্কের টাইমস স্কয়ারে নায়কের পোস্টার টানান ভক্তরা। জন্মদিনের আগের দিনই কোরবানির ঈদের সিনেমা ‘তুফান’র ফার্স্ট লুক প্রকাশিত হয়। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই পোস্টার। পোস্টারে দুর্ধর্ষ গ্যাংস্টারের মতো হাজির হয়ে সবাইকে চমকে দেন ঢালিউডের বার্থডে বয়।

এবার ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের বিগ বাজেটের সিনেমা ‘রাজকুমার’। জন্মদিন উপলক্ষে গতকাল সন্ধ্যায় প্রকাশিত হয় সিনেমার টাইটেল ট্র্যাক। ‘রাজকুমার’ গানটিও গেয়েছেন তুমুল জনপ্রিয় গান ‘প্রিয়তমা’র কণ্ঠজুটি বালাম ও কোনাল। ‘রাজকুমার’ গানটিও তেমনই হবে- সেই প্রত্যাশা ছিল গায়ক-গায়িকার।

বৃহস্পতিবার সন্ধ্যায় গানটি অনলাইনে আসার পর পরই মজেছে দর্শক। প্রকাশের সঙ্গে সঙ্গে এ গান ট্রেন্ডিংয়ে উঠে আসে!

এমনকি গানের পাঞ্চ লাইন ও রাজকুমার সং নামগুলোও ট্রেন্ডিংয়ে আছে। গান প্রকাশের চার ঘণ্টার মধ্যে মিলিয়ন ভিউস অতিক্রম করে। এর আগে শাকিবের ‘প্রিয়তমা’ গানেও এমন দেখা গিয়েছিল।
রাজকুমার গান ফেসবুকে ছাড়ার পর ১৮ ঘণ্টায় ২ লাখ ২০ হাজার লাইকস ২৮ হাজার মন্তব্য এবং ১১ হাজারের বেশি শেয়ার দেখা যায়! এতো অল্প সময়ে যা রীতিমত বিস্ময়কর!

বালাম ও কোনাল

গানটিতে শাকিব খান আর মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির জাদুকরি রসায়নে মুগ্ধ ভক্তরা। যুক্তরাষ্ট্রের চোখজুড়ানো বিভিন্ন স্থানে হয়েছে গানের দৃশ্যধারণ। গানটি লিখেছেন আসিফ ইকবাল এবং সুর-সংগীত করেন আকাশ সেন।

কিছুদিন আগে গুলশানে সীমিত পরিসরে করা এক সংবাদ সম্মেলনে, ‘প্রিয়তমার’ চেয়েও ‘রাজকুমার’কে অনেকাংশেই এগিয়ে রেখেছেন শাকিব খান। বলেছেন, ‘রাজকুমার’ একটি পরিপূর্ণ ছবি। বিশ্বব্যাপী আরও বড় পরিসরে মুক্তি পাবে সিনেমাটি।

কিছুদিন আগে ফেসবুকে এক স্ট্যাটাসে পরিচালক হিমেল আশরাফ লিখেছেন, ‘এমন এমন লোকেশনে, এমন এমন আয়োজনে “রাজকুমার”–এর শুটিং হয়েছে, যা কিছুদিন আগেও বাংলা সিনেমার জন্য স্বপ্ন ছিল। শুধু নিউইয়র্কেই টানা ১৮ দিন শুটিং হয়েছে, যেখানে প্রতিদিন অনেক আমেরিকান পেশাদার কলাকুশলী কাজ করেছেন, সঙ্গে বাংলাদেশের টিম তো ছিলই।

‘রাজকুমার’ গানে কোর্টনি কফি ও শাকিব খান

পরিচালক হিমেল আশরাফ লিখেছেন, ‘এই গানের সুন্দর চিত্রায়ণের জন্য মুম্বাইয়ের আদিল শেখের মতো কোরিওগ্রাফারকে আমরা নিউইয়র্কে নিয়ে আসি। অন্য একটি গানের জন্য তামিলের অশোক রাজার মতো কোরিওগ্রাফারকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল। অ্যাকশনের জন্য আমরা চলে গিয়েছিলাম চেন্নাইয়ে, তখন আমেরিকা থেকে ভারতে আনা হয়েছিল কোর্টনি কফি, খলনায়ক ও ফাইটারদের।’

প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর গল্পে নির্মিত হয়েছে ‘রাজকুমার’। ঈদে ‘প্রিয়তমা’র সব রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ নিয়ে হলে পা দেবে বিগ বাজেটের এই সিনেমা।

;

সারাজীবন এই ছবি দিয়েই সিয়ামকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন পরী!



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
সিয়ামের সঙ্গে নিজের এই ছবিটির কথাই বলেছেন পরীমনি

সিয়ামের সঙ্গে নিজের এই ছবিটির কথাই বলেছেন পরীমনি

  • Font increase
  • Font Decrease

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদের জন্মদিন আজ। ৩৪ বছরে পদার্পণ করলেন সিয়াম। অভিনেতাকে জন্মদিনে শুভেচ্ছায় ভাসাচ্ছেন ভক্ত অনুরাগী থেকে শুরু করে তারকা সহকর্মীরাও। শুভেচ্ছায় ভাসালেন তার পর্দার নায়িকা পরীমনিও।

সিয়ামের বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন পরী। এদিন নিজের ভেরিফায়েড ফেসবুকে সিয়ামের সঙ্গে উপরের পুরনো ছবিটি শেয়ার করে ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘ডিয়ার সিয়াম আহমেদ, আমি সারা জীবন তোমাকে এই ছবিটা দিয়েই বার্থডে উইশ জানাব। এই ছবিটা আমাদের কাছে একটা সুন্দর মেমোরি। প্রতিবছর ঘুরে ঘুরে ঠিক এই দিনে ছবিটার দিকে তাকিয়ে আজকের মতোই ভাববো, আমরা বড় হচ্ছি! আমাদের বন্ধুত্ব দৃঢ় হচ্ছে, পারিবারিকভাবে সখ্যতা বাড়ছে।’

‘বিশ্বসুন্দরী’ সিনেমায় সিয়াম ও পরী

পরীমনি আরো লেখেন, ‘আমরা দুজনেই বাবা-মা হয়েছি। এখন শুধু দারুণ দারুণ কাজ হবে। আমরা কাজেও অনেক বড় হবো দেখো ইনশাআল্লাহ। আমার দেখা একজন গোছানো মানুষ তুমি। জীবনে, সংসারে। দায়িত্ববান, সৎ, পরিশ্রমী একজন ভালো মানুষ। সুস্থতা নিয়ে অনেক আনন্দে বাঁচো। হ্যাপি বার্থডে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনি পোস্টটি শেয়ার করা মাত্রই সেটি ভাইরাল হয়ে যায়। ভক্তরা হুমড়ি খেয়ে পড়ছেন মন্তব্যে সিযামকে শুভেচ্ছা জানাতে। জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করছেন অভিনেতাকে।

প্রসঙ্গত, সিয়াম ও পরীমনি জুটি হয়ে এ পর্যন্ত দুটি সিনেমায় অভিনয় করেছেন। একটি ‘বিশ্বসুন্দরী’, অন্যটি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।

;

চাঁদরাতে চরকিতে ফারুকী-চঞ্চল-জেফারের ‘মনোগামী’



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
‘মনোগামী’ সিনেমায় চঞ্চল চৌধুরীর বিপরীতে দেখা যাবে সঙ্গীতশিল্পী জেফার রহমান

‘মনোগামী’ সিনেমায় চঞ্চল চৌধুরীর বিপরীতে দেখা যাবে সঙ্গীতশিল্পী জেফার রহমান

  • Font increase
  • Font Decrease

ঈদের আনন্দ কয়েকগুণ বাড়িয়ে দেয় প্রিয় তারকাদের গান, নাটক, সিনেমা কিংবা ওয়েব কনটেন্ট। তাইতো প্রযোজকরাও ঈদের জন্য তুলে রাখেন তাদের এক্সক্লুসিভ কাজগুলো। তেমনি একটি কাজ খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ ওয়েব ফিল্মটি।

এবাদের ঈদ-উল-ফিতরে চরকিতে মুক্তি পেতে যাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ছবিটি। চরকি অরিজিনাল এই সিনেমায় চঞ্চল চৌধুরীর সাথে চমক হিসেবে হাজির হবেন বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী জেফার রহমান। ভিন্ন ধারার গান ও ফ্যাশন স্টেটমেন্ট এর জন্য সব সময় নজর কেড়েছেন তিনি। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মত অভিনয়ে আসছেন জেফার। সেই সাথে মনোগামী-তে আছেন সামিনা হোসেন প্রেমা, শুদ্ধ, প্রত্যয়ী প্রথমা রাই সহ আরও অনেকে। এরই মধ্যে সিনেমার পোস্টার, টিজার, গান দর্শক বেশ পছন্দ করছে।

‘মনোগামী’র মিট দ্য প্রেসে জেফার, চঞ্চল, ফারুকী, তিশা ও রেদোয়ান রনি

পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আমার প্রিয় একটা কাজ হচ্ছে মানুষের মনের ভেতর ছিপ ফেলে দেখা কি কি ধরা পড়ে সেখানে। ছোট-বড়, তুচ্ছ-গুরুত্বপূর্ণ সবই আমাকে নাড়া দেয়। মনোগামীতে অনেক দিন পরে মেল-ফিমেল রিলেশনশিপের কিছু দিক নিয়ে এই রকম ছিপ ফেলার সুযোগ পেয়েছি।’

পরিচালক আরও বলেন, ‘ব্যাচেলর ছবিতে ব্যাচেলর জীবনের কিছু দিক কোনো রকম রাখঢাক ছাড়া দেখাতে পেরেছিলাম। এখানে বিবাহিত এবং প্রবাহিত জীবনের কিছু দিক কোনো সুইট কোটিং ছাড়া দেখানোর সুযোগ পেয়েছি।’

‘মনোগামী’ সিনেমায় চঞ্চল চৌধুরী

সিনেমার প্রধান চরিত্রের অভিনেতাদের নিয়ে ফারুকী বলেন, ‘চঞ্চল চৌধুরীর সাথে আমার কাজের অভিজ্ঞতা তো বহু পুরনো। এখানেও একই রকম অপ্রতিরোধ্য তিনি। এই ধরণের চরিত্র কম করার ফলে একটা দারুণ ফ্রেশনেস উনি নিয়ে এসেছেন তার অভিনয়ে। জেফারকে আমরা মিউজিশিয়ান হিসাবে চিনি। এখানে তাকে অচেনাই লাগবে। কিন্তু এই চরিত্রে তাকে পাওয়ার ফলে আমার গল্পটা প্রাণবন্ত হয়েছে।’

চরকিতে চঞ্চল চৌধুরীকে দর্শক নানা চরিত্রে নানান লুকে দেখেছে। তবে মনোগামীতে দেখা মিলবে অন্য এক চঞ্চল চৌধুরীর। নিজের চরিত্র ও কাজের অভিজ্ঞতা নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘ফারুকী ভাইয়ের সাথে আমার ২০০৫ থেকে কাজের শুরু, এখন ২০২৩। আমার ক্যরিয়ারের টার্নিংপয়েন্ট ছিল সেই কাজটি। আর এবার মনোগামী সিনেমার গল্পটাই একদম আলাদা। সিনেমায় কিছু মনস্তাত্ত্বিক দিক আছে জা দর্শককে ভাবাবে। আর এখানে আমার চরিত্রের লুক, গেট-আপ একদম ভিন্ন থাকবে এখানে।’

‘মনোগামী’ সিনেমায় জেফার রহমান

কাজের অভিজ্ঞতা নিয়ে জেফার বলেন, ‘একজন সঙ্গীতশিল্পী হিসেবে আগেও পর্দায় হাজির হয়েছি। কিন্তু মনোগামী সিনেমা কাজের অভিজ্ঞতা একদম ভিন্ন। বিষয়টি আমার জন্য অনেক আনন্দের, একই সাথে চ্যালেঞ্জিং। মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমায় অভিনয় করতে পারা এবং সহ-অভিনেতা হিসেবে চঞ্চল চৌধুরীকে পাওয়া আমার জন্য কিছুটা চাপের ছিল। কিন্তু উনারা এতো উদার ছিলেন ও সহযোগিতা করেছেন কাজটা আমার জন্য ব্যাপক রোমাঞ্চকর হয়েছে।’

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘দেখতে দেখতে মিনিস্ট্রি অফ লাভ-এর তৃতীয় সিনেমা রিলিজের পথে। প্রথম দুটি সিনেমা দর্শক বেশ পছন্দ করেছে। আশা করছি, দর্শক এবার মনোগামী-এর মধ্যে দিয়ে আগের ফারুকী ভাইয়ের নির্মাণ খুঁজে পাবে।’

‘মনোগামী’ সিনেমায় শুদ্ধ ও রাই

ভিন্নধর্মী শপথ গ্রহণের মাধ্যমে গত বছর চরকি ঘোষণা দেয় ‘মিনিস্ট্রি অব লাভ’ নামের একটি প্রজেক্ট। যেখানে ১২ জন জনপ্রিয় নির্মাতার ১২টি ভালোবাসার গল্প নিয়ে ১২টি চরকি অরিজিনাল ফিল্ম বানাবেন। এরই মধ্যে এই প্রজেক্টের ২ টি সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ও ‘কাছের মানুষ দূরে থুইয়া’ মুক্তি পেয়েছে। সিনেমা দুটিই হয়েছে দর্শক নন্দিত ও প্রশংসিত।

;

প্রিয়াঙ্কা চোপড়ার পর একই জবাব মিথিলার



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
প্রিয়াঙ্কা চোপড়া  /  মিথিলা ; শাড়ি : সনি রহমান

প্রিয়াঙ্কা চোপড়া / মিথিলা ; শাড়ি : সনি রহমান

  • Font increase
  • Font Decrease

গণমাধ্যম সমাজের দর্পণ। আর সেখানেই যদি প্রচলিত পুরুষ শাসনের রীতিকে প্রশ্রয় দেয়া হয় তাহলে সেটা দুঃখজনক। এমন ঘটনা মাঝেমধ্যে দেখা যায় বটে!

যেমন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়ার কথাই ধরুন। তিনি নিজের জীবনের দারুণভাবে সফল। তাকে অনুসরন করে এমন মানুষের সংখ্যাও কম নয়। কিন্তু সেই প্রিয়াঙ্কা যখন নিজের দেশ ছেড়ে হলিউডে কাজ করতে গেলেন, তখন পশ্চিমা গণমাধ্যম তাকে পরিচয় করিয়ে দিতেন, তার স্বামী হলিউডের জনপ্রিয় তারকা নিক জোনাসের স্ত্রী হিসেবে।

এই বিষয়টি এক পর্যায়ে আর মানতে না পেরে মুখ খোলেন পিসি। তিনি বিরোধীতা করে বলেন, আমার পরিচয় কি আমার জন্য যথেষ্ট নয়? আপনার আমাকে আমার স্বামীর নামে পরিচয় করানো বন্ধ করুন।

এবার একই ঘটনা ঘটল দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে। মিথিলাও তার জীবনে দারুণ সফল। পড়াশুনায় দারুণ মেধাবী, পিএইচডি করছেন, ব্র্যাকের মতো প্রতিষ্ঠানের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, একইসঙ্গে অভিনয়, মডেলিং ও সংসার সবটাই সামলাচ্ছেন।

মিথিলা ও সৃজিত মুখার্জি

তারপরও কলকাতার গণমাধ্যম তাকে স্বামী বিখ্যাত পরিচালক সৃজিত মুখার্জির নামেই পরিচয় করাতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে।

কলকাতায় মিথিলার নতুন একটি ছবিতে অভিনয় করেছেন। ‘ও অভাগী’ নামের ছবিটি মুক্তি পেয়েছে আজ। সেই ছবির প্রিমিয়ারের পাশাপাশি স্বামী সৃজিত মুখোপাধ্যায়ের ‘অতি উত্তম’ ছবির প্রিমিয়ারের জন্য কলকাতায় রয়েছেন মিথিলা।

সেখানের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মিথিলা বলেছেন, ‘সৃজিতের সদ্য একটি ছবি মুক্তি পেয়েছে। অতি উত্তম ছবির প্রচারে বা সাক্ষাৎকারে ওকে কেউ আমার বিষয়ে, ওর বিবাহিত জীবনের বিষয়ে প্রশ্ন করেনি। কিন্তু আমায় করে। এই এক জিনিস মায়ার প্রমোশনের সময়ও হয়েছিল। বাংলাদেশেও সবাই সৃজিতকে ভারতের পরিচালক হিসেবে চেনে। আর আমি ওর স্ত্রী। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। আমি আন্তর্জাতিক স্তরে কাজ করি, পিএইচডি করছি, অভিনেত্রীও। সেগুলো যথেষ্ট নয় আমার পরিচয়ের জন্য? আমায় কেন কারও স্ত্রীর পরিচয়ে পরিচিত হতে হবে?’

সম্প্রতি ‘মাইসেলফ অ্যালেন স্বপন’ ওয়েব সিরিজের জন্য সেরা অভিনেত্রীর বাইফা পুরস্কার পেয়েছেন মিথিলা। শাড়ি : সনি রহমান

সৃজিতের সঙ্গে কি ঝামেলা চলছে মিথিলার? এমন প্রশ্নের জবাবে মিথিলা জানান, এসব একেবারেই ভুল কথা। তিনি এবং তার মেয়ে ঢাকায় থাকেন। কারণ সেখানে থেকে তার কাজ করতে সুবিধা হয়। সেখানে তার পরিবার আছে। এখানে এলে অনেক সময় সৃজিত বাইরে থাকে।

;