করোনা নিয়ে রংপুরের ভাষায় গান

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আল আমিন রংপুরিয়ান

আল আমিন রংপুরিয়ান

কোভিড-১৯ সম্পর্কে জনসচেতনতা তৈরিতে কাজ করছেন অনেকেই। এই তালিকায় আছেন শোবিজ অঙ্গনের মানুষ। নাটক-সিনেমা-গানের মানুষেরা ঘরে বসে প্রকাশ করছেন বিভিন্ন ধরনের সৃষ্টিকর্ম।

এরই অংশ হিসেবে মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছেন ‘ও বাপই’ শিরোনামের একটি গানচিত্র।

বিজ্ঞাপন

‘ও বাপই বাইরেত (বাহিরে) কেনে যান?/ ঘরো’ত (ঘরে) বসিয়া কাটান/করোনা এক রোগ আসিছে হানিবে পরাণ”- প্রচলিত ভাওয়াইয়া সুরের ওপর এমন কথার গানটি লিখেছেন ও গেয়েছেন আল আমিন রংপুরিয়ান। রংপুরে বসে এর সংগীতায়ন করেছেন আশিষ সরকার।

বিজ্ঞাপন

লিমনেড ব্যান্ডের সদস্য আল আমিন জানান, দীর্ঘ বছর ধরে গান লেখা ও সুর করার সঙ্গে জড়িত তিনি। গেয়ে থাকেন কালেভদ্রে। ঘরবন্দি সময়টাকে কাজে লাগাতে ও কোভিড-১৯ সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে ‘ও বাপই’ গানটি তৈরি করেছেন। শ্রোতারা সহজে আকৃষ্ট হবেন, এমন চিন্তা থেকে বেছে নিয়েছেন প্রচলিত ভাওয়াইয়া সুর।