তাহসানের বাসায় গান শোনার দাওয়াত, তবে...

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

তাহসান, ছবি: সংগৃহীত

তাহসান, ছবি: সংগৃহীত

নিজের ‘কথোপকথন’ অ্যালবামের অরিজিনাল মাস্টার ডিএটি, ‘ঈর্ষা’ গানের হাতে লেখা লিরিক্সের পৃষ্ঠা আপনাকে দিয়ে দিবেন তাহসান খান। শুধু তাই নয় তার বাসায় বসে আপনার সবচেয়ে পছন্দের গানগুলো পিয়ানোতে শোনাতে চান দেশের এই জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠশিল্পী।

কিন্তু কিভাবে? তার জন্য আজ সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টায় ‘অকশন ফর অ্যাকশন’ পেজ থেকে নিলামে অংশ নিতে হবে। সম্প্রতি করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে এমন উদ্যোগ নিয়েছেন দেশের এই জনপ্রিয় গায়ক।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে তাহসান জানিয়েছেন, আমার ভক্তদের কাছে অমূল্য এমন কি আমি নিলামে দিতে পারি ভাবছিলাম।

বিজ্ঞাপন

এর আগে দেশের শীর্ষ ক্রিকেটার সাকিব আল হাসান করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে নিজের প্রিয় ব্যাট নিলামে তুলেছিলেন। যা দেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ২০ লাখ টাকা দামে নিলামে বিক্রি হয়।

২০১৬ সালে ফুসফুস ক্যানসারে আক্রান্ত লাকী আখান্দের চিকিৎসা সহায়তায় নিজের অটোগ্রাফ দেওয়া দুটি টি-শার্ট নিলামে তুলেছিলেন তাহসান।