করোনা গবেষণায় প্লাজমা দান করবেন কণিকা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কণিকা কাপুর

কণিকা কাপুর

সম্প্রতি করোনা থেকে সেরে উঠেছেন কণিকা কাপুর। এবার করোনা যুদ্ধে শামিল হতে চান বলিউডের জনপ্রিয় এই সংগীতশিল্পী। করোনা রোগীদের চিকিৎসার স্বার্থে নিজের প্লাজমা দিতে চান বলে জানিয়েছেন কণিকা।

যেহেতু কণিকা কাপুর করোনায় আক্রান্ত হয়ে আবার সুস্থও হয়েছেন, তাই এখন তার করোনা অ্যান্টিবডি তৈরি হয়েছে। তাই করোনা ভ্যাকসিন গবেষণাগারে প্লাজমা দিয়ে সহযোগিতা করতে চাইছেন ৪২ বছর বয়সী এই তারকা।

বিজ্ঞাপন

ইন্ডিয়া টুডে’র প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে- লখনৌর কিং জর্জ’স মেডিকেল ইউনিভার্সিটি শিগগিরই কণিকার প্লাজমা পরীক্ষা করবে। যদি সব ঠিক থাকে তাহলে সেটি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হবে।

শুধু কণিকা নয়, নির্মাতা করিম মোরানি ও তার দুই মেয়ে জোয়া মোরানি এবং সাজা মোরানিও প্লাজমা দানের ইচ্ছে প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

গত মার্চে লন্ডন থেকে ফিরে লখনৌতে একটি পার্টিতে অংশ নিয়েছিলেন কণিকা কাপুর। এরপরই তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। পরে সঞ্জয় গান্ধি পোস্টগ্রাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখান থেকে গত ৬ এপ্রিল ছাড়া পান তিনি।