প্রশংসিত ‘আপেক্ষিক’ ব্যান্ডের ‘কে বলে’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

‘আপেক্ষিক’ ব্যান্ডের সদস্যরা

‘আপেক্ষিক’ ব্যান্ডের সদস্যরা

ব্যান্ডদল ‘আপেক্ষিক’ গেলো ২৯ ফেব্রুয়ারি ‘কে বলে’ শিরোনামের একটি গানটি প্রকাশ করেছে। যা ব্যান্ডদলটির সেলফ টাইটেল্ড এ্যালবাম ‘আপেক্ষিক’র প্রথম গান। প্রকাশের পর এরই মধ্যে সাড়া ফেলেছে ‘কে বলে’ গানটি।

এ প্রসঙ্গে ব্যান্ডের ভোকাল তানজির আহমেদ শুদ্ধ জানায়, আপেক্ষিক ব্যান্ডের মূল উদ্দেশ্য ভালো গান বানানো, ভালো মিউজিক করা। সামনে আরও বেশকিছু কাজ আসছে আমাদের। অন্যান্য ব্যান্ডের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলা রক গানের গৌরবকে গৌরবান্বিত করাই আমাদের লক্ষ্য।

বিজ্ঞাপন

ব্যান্ডের ড্রামার রোমেন্স খান জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আপেক্ষিকের এ্যালবামের দ্বিতীয় গানটি মিউজিক ভিডিও সহ রিলিজ হবে। এ্যালবামের জন্য প্রায় ৬-৭টি গান রেডি আছে। আগামী বছরের শুরুর দিকেই প্রথম এ্যালবাম ‘আপেক্ষিক’ রিলিজ করতে পারবো বলে আশা করছি।

 

বিজ্ঞাপন

এর আগে ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক ব্যান্ড মিক্সড এ্যালবাম ‘অপরাজেয়’তে ‘আপেক্ষিক’ ব্যান্ডের প্রথম গান ‘একটা শহর’ রিলিজ হয়। আপেক্ষিক মূলত রক ব্যান্ড হলেও তারা অন্যান্য বেশ কয়েকটি ঘরনা নিয়ে কাজ করছে যেমন সাইকেডেলিক, প্রগ্রেসিভ, রেগে, ব্লুজ, রক এন্ড রোল ইত্যাদি এবং তাদের অ্যালবামে এর প্রভাব স্পষ্ট বোঝা যাবে। সবগুলো গানই শ্রোতাদের মন জয় করতে পারবে বলে আশাবাদী ব্যান্ড আপেক্ষিক।