বিকেলে শেষবার দেখা যাবে হুমায়ূন সাধুকে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

হুমায়ূন সাধু, ছবি: সংগৃহীত

হুমায়ূন সাধু, ছবি: সংগৃহীত

গড় উচ্চতার চেয়ে হুমায়ূন সাধু ছিলেন বেশ কিছুটা ছোট। তবে তিনি যতটা ছোট ছিলেন তার ছায়া ছিলো ঠিক ততটাই বড়। নাটক নির্মাণ, অভিনয় ও লেখায় সেই ছায়ার ছাপ রেখে গেলো বছরের ২৪ অক্টোবর দিবাগত রাতে উড়াল দিয়েছিলেন তিনি।

৮ মাস আগে হুমায়ূন সাধু চলে গেলেও রেখে গেছেন তার কাজ। সেই কাজ প্রচারিত হবে আজ বিকেলে।

বিজ্ঞাপন

মৃত্যুর আগে মাবরুর রশিদ বান্নাহর পরিচালনায় ‘ভিউ বাবা’ নামে একটি নাটকের নাম চরিত্রের অভিনয় করেছিলেন হুমায়ূন সাধু। ২৬ মে (ঈদের পর) বিকেল ৫টা ৩০ মিনিটে নাটকটি দেখা যাবে বাংলাভিশনে। নাটকটিতে হুমায়ূন সাধু ছাড়াও আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, সারিকা সাবরিন, মুশফিক আর ফারহান, ইভান সাইরসহ অনেকেই।

‘ভিউ বাবা’র পোস্টার 

মাবরুর রশিদ বান্নাহ বলেন, এটাই সম্ভবত সাধু ভাইয়ের শেষ কাজ। এখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তার চরিত্রের নামই ‘ভিউ বাবা’। সাধু ভাইকে ফিকশনটাতে যখনই দেখি চোখ ছল ছল করে। বিশ্বাস করি, সাধু ভাই যেখানে আছেন ভালো আছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, নাটকটি সারওয়ার টিউব ইউটিউব চ্যানেলেও দেখা যাবে। 

জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে মিডিয়াতে আসেন হুমায়ূন সাধু। এরপর ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমার মধ্য দিয়ে অভিনয় জীবন শুরু করেন। এরপর বহু নাটকে অভিনয় করেছেন নাম লিখিয়েছিলেন নাট্য নির্মাতা হিসাবেও।