প্রিয়াঙ্কার ৩৮তম জন্মদিনে জানা-অজানা
সৌন্দর্য আর মেধার দারুণ সংমিশ্রণে অনেকে জনপ্রিয় হয়েছেন। সেই তালিকায় ভারতীয় তারকা প্রিয়াঙ্কা চোপড়ার নামও আছে। তবে বলিউডের গণ্ডি পেরিয়ে তিনি জায়গা করে নিয়েছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে। পশ্চিমা দুনিয়ার লালগালিচায় এখন ভারতের সবচেয়ে বড় বিজ্ঞাপন প্রিয়াঙ্কা চোপড়া। আজ তার ৩৮তম জন্মদিন। চলুন জেনে নিই তার জীবনের কিছু জানা-অজানা তথ্য।
২০০০ সালে বিশ্বসুন্দরীর খেতাব জয়ের মধ্য দিয়ে মাত্র ১৮ বছর বয়সে স্পটলাইটে চলে আসেন প্রিয়াঙ্কা চোপড়া। একই বছর মিস ওয়ার্ল্ড কন্টিনেন্টাল কুইন অব বিউটি অব এশিয়া অ্যান্ড ওশেনিয়ার মুকুট অর্জন করেন তিনি।
প্রিয়াঙ্কার বাবা-মা দু’জনই পেশায় চিকিৎসক ছিলেন।
পার্পল পেবেল প্রোডাকশন নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান আছে প্রিয়াঙ্কার।
ইনস্টাগ্রামে ভারতের শোবিজ অঙ্গনের অন্য সব তারকার চেয়ে বেশি ফলোয়ার প্রিয়াঙ্কা চোপড়ার।
২০১২ সালে হাতে একটি ট্যাটু করিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এতে লেখা- ড্যাডি’স লিটল গার্ল। বলিউডের এই অভিনেত্রীর বাবা ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০১৩ সালে না ফেরার দেশে পাড়ি জমান।
গায়িকা হিসেবেও সুনাম কুড়িয়েছেন প্রিয়াঙ্কা, পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতি।
লেখালেখির প্রতি বেশ আগ্রহী প্রিয়াঙ্কা। ২০০৯ সালে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের জন্য ‘দ্য প্রিয়াঙ্কা চোপড়া কলাম’ নামে মতামত লিখেছেন তিনি।
২০১০ সালে প্রিয়াঙ্কাকে বিশ্বব্যাপী ইউনিসেফের শুভেচ্ছাদূত মনোনীত করা হয়। কয়েক বছর ভারতে ইউনিসেফের রাষ্ট্রদূত ছিলেন তিনি।
প্রিয়াঙ্কা চোপড়ার একটি অদ্ভুত ডাকনাম আছে। সেটি হলো- পিগি চপস!
প্রিয়াঙ্কার বন্ধুদের তালিকায় আছেন বেশ কয়েকজন হলিউড তারকা। তাদের একজন সাবেক হলিউড অভিনেত্রী মেগান মার্কেল। ২০১৮ সালে প্রিন্স হ্যারি ও মেগানের রাজকীয় বিয়েতে অতিথি হিসেবে ছিলেন বলিউডের এই অভিনেত্রী।
২০১৬ সালে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছ থেকে পদ্মশ্রী সম্মাননা গ্রহণ করেন প্রিয়াঙ্কা চোপড়া।
২০১৭ সালে দাদাসাহেব ফালকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ঘরে তুলেছেন প্রিয়াঙ্কা চোপড়া।
মার্কিন গায়ক-অভিনেতা নিক জোনাসের সঙ্গে সংসার করছেন প্রিয়াঙ্কা। বলিউডের এই অভিনেত্রীর বাগদানের আংটির মূল্য ছিল ২ লাখ মার্কিন ডলার।