হাসির খোরাক নিয়ে আসছে ‘ভীমরথী’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘ভীমরথী’ নাটকের দৃশ্য

‘ভীমরথী’ নাটকের দৃশ্য

দুই মেয়ে একটি বাসায় ভাড়া থাকেন। বাড়িওয়ালা তাদের বিভিন্ন সময় বিরক্ত করতেন। এদিকে দুজনে একই অফিসে চাকুরি করেন। তাদের বস একজন মেয়ে। তিনি প্রতিদিন তাদের লেট হলে ১০ টাকা করে বেতন কাটেন।

হঠাৎ মেয়ে বস একজন পুরুষকে নিয়োগ দেন। দুই মেয়ে তার পেছনে লাগেন। ফলে দুজনের বন্ধুত্বে ফাটল ধরে। দুজনেই পুরুষ সহকর্মীকে নিজের করে নিতে বাড়িওয়ালার কাছে পরামর্শ চায়। এভাবে এগিয়ে চলে সেলিম রেজার পরিচালনায় ‘ভীমরথী’ নাটকের গল্প। হাস্যরসাত্মক গল্পের নাটকটি আসন্ন ঈদুল আজহায় টেলিভশনে প্রচার হবে ।

বিজ্ঞাপন

এতে অভিনয় করেছেন- এসএন জনী, গোলাম ফরিদা ছন্দা, নাবিলা ইসলাম, দোয়েল ম্যাশ, সেলিম রেজা, প্রহর সরকার, তারেকুল ইসলাম, পার্থসহ অনেকে।

নাটক প্রসঙ্গে পরিচালক সেলিম রেজা বলেন, নাটকটির গল্প ও নির্মাণ দর্শকদের ঈদ আনন্দে ভিন্ন মাত্রা যোগ করবে। ‘ভীমরথী’ ঈদের ৫ম দিন রাত ৮টায় একুশে টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে।

বিজ্ঞাপন