তিন এতিম শিশুকে দত্তক নিলেন সনু সুদ

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সনু সুদ

সনু সুদ

একের পর এক মহৎ কাজ করেই যাচ্ছেন সনু সুদ। মহামারি করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিত মধ্যে অভিবাসী শ্রমিকদের নিজে বাড়িতে পাঠানোর ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করেছেন তিনি।

শুধু অভিবাসী শ্রমিকদের বাড়িতে পাঠানো নয়, হাজার হাজার দিনমজুরের খাবারের ব্যবস্থা করেছেন তিনি। কৃষকের দুঃখ ঘোচাতে কিনে দিয়েছেন ট্রাক্টর। সোশ্যাল মিডিয়ায় বৃদ্ধার লাঠি চালোনার দক্ষতা দেখে মেয়েদের আত্মরক্ষার পাঠ দিতে ট্রেনিং স্কুল খুলছেন সনু সুদ। ৩০০ অভিবাসী শ্রমিকের জন্য করেছেন চাকরির ব্যবস্থা।

বিজ্ঞাপন

অসহায় মানুষের এতো সহায়তা করেও হয়তো মন ভরেনি সনু সুদের। তাইতো এবার তিন এতিম শিশুকে দত্তক নেওয়ার ঘোষণা দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ প্রসঙ্গে সনু বলেন, “তারা এখন আর এতিম নয়। তাদের সকলের দায়িত্ব এখন থেকে আমার।”

বিজ্ঞাপন

তেলাঙ্গানায় থাকা ওই তিন শিশুর বাবা সত্যনারায়ণ মারা গিয়েছেন বছর খানেক আগে। সম্প্রতি তাদের মাও মারা গিয়েছেন। তাদের ঠিকভাবে লালন-পালন করতে পারছিলেন না তার দাদী। এমন একটি খবর সনুর চোখে পড়ার পরই ওই তিনজনকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন বলিউডের এই তারকা।