মেষ / এরিস (মার্চ ২১ – এপ্রিল ২০): দিনটিতে আপনি আপনার সমস্ত কাজে স্বাচ্ছন্দ্য বোধ নাও করতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর নিয়ন্ত্রণ বাড়ানোর উপর জোর দিন। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। সহকর্মীদের পরামর্শ উপেক্ষা করবেন না। কর্মক্ষেত্রে ধারাবাহিকতা ও শৃঙ্খলা বৃদ্ধি করতে বেগ পেতে হবে। কর্মক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখুন।
বৃষ/ টরাস (এপ্রিল ২১ – মে ২১ : দিনটিতে আপনি যে কোনও মূল্যে নির্ধারিত দায়িত্বগুলি বজায় রাখা এবং পূরণ করার উপর জোর দিতে পারেন। সুনাম ও সম্মান বৃদ্ধিতে কিছু বাধা থাকবে। আপনার সক্ষমতায় বাণিজ্যিক লক্ষ্য অর্জন করবে। ব্যক্তিগত সম্পর্কের উন্নতি হবে।
মিথুন/ জেমিনি (মে ২২ – জুন ২১): দিনটিতে আপনি সাবধানতা এবং বোঝাপড়ার সাথে কাজে শুভতা বৃদ্ধিতে সফল হবেন। কর্মস্থানে একাগ্রতা ও ধারাবাহিকতা বজায় থাকবে। যুক্তিসঙ্গত আচরণ দেখাতে গিয়ে বিবাদ বাড়বে। পেশাদার এবং চাকরিপ্রার্থীরা বিপথে চালিত হতে পারেন। ব্যবসায়ে অগ্রাধিকারিক ও সহকর্মীরা আপনার সঙ্গে থাকবে।
কর্কট / ক্যান্সার (জুন ২২ – জুলাই ২৩): দিনটিতে আপনি আপনার চারপাশের মানুষ এবং পরিবেশ দ্বারা উত্তেজিত থাকবেন। ব্যবসায়ে ইতিবাচক দিকে সমস্যা আসতে পারে। বিদেশে থাকা আত্মীয়দের সাথে যোগোযোগ হবে। মেনের মানুষকে আকৃষ্ট করতে সফল হবেন। বিদেশ থেকে ব্যবসার ডাক আসতে পারে।
সিংহ / লিও (জুলাই ২৪ – আগস্ট ২৩): দিনটিতে কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার আগে, তথ্যগুলি পুঙ্খানুপুঙ্খভাবে দেখুন। আপনি গুজব বা তাড়াহুড়ো করে আপনার পক্ষকে দুর্বল করতে পারেন। পারিবারিক জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। কর্মজীবন ও ব্যবসায় স্থিতিশীলতা বজায় থাকবে।
কন্যা / ভার্গ (আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩): দিনটিতে আপনি নেতৃত্ব দিওতে পারেন। তবে সবকিছুর ক্ষেত্রে যুক্তি ও নীতি ব্যবহারে সমস্যা দেখা দেবে। জোড় দিয়ে নয়, সহকর্মীর সাথে সহজভাবে কথা বলুন। কর্মযোগে আত্মবিশ্বাস ও সাহসের সঙ্গে বিভিন্ন প্রচেষ্টায় গতি বজায় থাকবে।
তুলা/ লিব্রা (সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩): দিনটিতে আপনি ইচ্ছা পূরণের প্রচেষ্টায় একটি কার্যকর অবস্থান বজায় রাখবেন। অর্থনৈতিক কর্মকাণ্ডে উন্নতি হবে। পরিবারের সদস্যদের সাহায্য গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনে সহায়তা করবে। ব্যবাসায়ে ইতিবাচক পরিবর্তন এবং উন্নতি বজায় থাকবে। চাকুরীস্থানে ঊর্ধ্বতন কর্মকর্তারা সহযোগিতা পাবেন।
বৃশ্চিক/ স্করপিও (অক্টোবর ২৪ – নভেম্বর ২২): দিনটি আপনার জন্য মোটের উপর শুভ হবে। তবে নতুন প্রচেষ্টায় কিছু বাধা থাকবে। সৃজনশীল প্রচেষ্টা বৃদ্ধি পাবে। পরিবারে সুখ বজায় থাকবে। প্রেমের বিষয়গুলি অনুকূলে থাকবে। ঋণের প্রভাব বৃদ্ধি পাবে।
ধনু / স্যজিটেরিয়াস (নভেম্বর ২৩ – ডিসেম্বর ২১): দিনটিতে আপনি কর্মক্ষেত্র ও ব্যবসা পরিচালনায় একটা প্রচেষ্টা থাকবে। বিচক্ষণ সিদ্ধান্তগুলি কর্মপরিকল্পনার ধারাবাহিকতা ও মর্যাদা বজায় থাকবে। ব্যবসায়িক বিষয়ে সক্রিয় থাকবেন। অযৌক্তিক সাহস দেখানো এড়িয়ে চলুন। লেনদেনে অবহেলায় সমস্যা বাড়তে পারে।
মকর/ ক্যাপ্রিকন (ডিসেম্বর ২২ – জানুয়ারি ২০): দিনটিতে পরিবারের সাথে কোনও গুরুত্বপূর্ণ বিষয় আলাপ করতে পারেন। পেশাদাররা কোনও ভালো খবর পেতে পারেন। অর্থনৈতিক ও ব্যবসায়িক লক্ষ্য অর্জন করবেন। যোগ্যতা অনুযায়ী পারফরম্যান্স ভাল থাকবে। পেশাদার দৃষ্টিভঙ্গি স্পষ্ট থাকবে।
কুম্ভ / অ্যাকুইরিয়াস (জানুয়ারি ২১ – ফেব্রুয়ারি ১৯): দিনটিতে আপনি একাধিক সুযোগ পাবেন। ব্যবসায়িক আলোচনায় ফলপ্রসূ হবে। আপনি কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার ফল পাবেন। কাজের পরিধি বৃদ্ধি পাবে। সহকর্মীর সমর্থন পাবেন। যোগাযোগে ইতিবাচক মনোভাব আপনাকে উত্তেজিত রাখবে। ব্যবসায়িক প্রচেষ্টার উন্নতি অব্যাহত থাকবে।
মীন/ পিসেস (ফেব্রুয়ারি ২০ – মার্চ ২০): দিনটিতে আপনার চারপাশের পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কিছু সমস্যা মুখোমুখি হলেও বাধা কেটে যাবে। কর্মক্ষেত্রে আপনার প্রভাব কার্যকর থাকবে। পরিবারে ভালোবাসা ও সম্প্রীতির প্রাধান্য পাবে। ইতিবাচক পরিবর্তনগুলি গ্রহণ করুন। পরিস্থিতির দ্বারা খুব বেশি প্রভাবিত হবে না।
কথায় বলে, নামে কি এসে যায়। আবার নাম-ই সব। নামই একজনের প্রথম পরিচয়। ২০২৫ সালে পা রেখেছেন। এখন একটাই প্রশ্ন কেমন যাবে নতুন বছর? জানেন কি নামত্বত্ত অর্থাৎ নামের প্রথম অক্ষর অনেকটাই জানান দেয় আপনার সম্বন্ধে। আপনার নামের ইংরাজি বানানের প্রথম অক্ষর থেকে আপনার সম্বন্ধে অনেক কিছু বলে দেওয়া সম্ভব। তবে মনে রাখতে হবে, এটা তখনই বলা সম্ভব জন্মের সময় যেই নাম রাখা হয়েছিল। তারই প্রথম অক্ষর।পরে নাম পরিবর্তন করে অন্য কিছু রাখা হলে এই ফল মিলবে না। এক নজরে দেখে নিন, ইংরাজী নামের প্রথম অক্ষর অনুযায়ী বছরটা কেমন যাবে?
ইংরেজি বর্ণমালার 'A' অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয়েছে, তাদের জন্য বছরটা দুর্দান্ত হতে চলেছে। আপনি আসলে আপনার মনের মালিক। আপনি অন্য দ্বার খুব একটা প্রভাবিত হন না। আপনার ব্যক্তিত্বে বিশেষ দৃঢ়তা রয়েছে। তাই হাজার ভীড়েও আপনার ব্যক্তিত্বকে আলাদা ভাবে চেনা যায়। আপনি অন্যের প্রভাবে নিজেকে নত করেন না। আদর্শর বিচ্যুতি ঘটে না। আপনি যেই বিশ্বাস, মতাদর্শ, আদর্শে আদর্শিত, তা পাল্টায় না। তা বলে আপনি একগুঁয়ে মোটেই নন। আপনি সাহসী, সেই সঙ্গে আপনি অনেক নমনীয়। তাই খুব সহজে অপরের যুক্তিবাদী মতামতকে খুব সহজে গ্রহণ করেন। একইভাবে আপনার বাচনভঙ্গী অন্যকে সহজে আকর্ষিত করে। আপনি সর্বদাই বিপরীত লিঙ্গের কাছে আকর্ষনীয় ব্যাক্তিত্ব। আপনি উচ্চাকাঙ্খী এবং মুক্ত চিন্তাধারী। নতুন বছরে কর্মস্থানে পরিবর্তন আসবে। আপনার কর্মজীবন প্রসারিত হবে। ২৪ সালের পরিশ্রমের ফল আপনি এ বছরটায় পাবেন।
ইংরেজি বর্ণমালা 'B' অক্ষরযুক্ত ব্যক্তিদের জন্য দুর্দান্ত প্রমাণিত হবে। বছরটায় বেশকিছু নতুন কিছু সিদ্ধান্ত নিতে পারেন। এবং তা ফলপ্রসূ হবে। সাফল্য আসবে। অর্থ রোজগার ভালোই হবে। কাজে উন্নতি আসবে। আপনার প্রেমযোগ খুব শক্তিশালী না হলেও বিপরীত লিঙ্গের কাছে আপনি একজন আকর্ষিত ব্যক্তি। আপনি একজন রসিক এবং প্রেমিক মানুষ। মনের মানুষের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ রয়েছে। দায়িত্ব নিতে জানেন। পরিবারকে আগলে রাখেন। তবে আপনি চঞ্চলচিত্ত প্রকৃতির মানুষ। বছরটায় কাজে বাধা পেলেও সাফল্য আটকাবে না। বছরের প্রথমার্ধ আপনার কাজের পরিবেশ অনুকূল থাকবে। মাঝে কিছুটা বাধার সম্মুখীন হবেন। তবে সেপ্টেম্বর থেকে উন্নতির সম্ভাবনা থাকবে। মোটের উপর অর্থ, পরিবার এবং প্রেমযোগ সহায় থাকায় বছরটা ভালো কাটবে।
ইংরেজি বর্ণমালা 'C' অক্ষরযুক্ত ব্যক্তিরা কোমল হৃদয়ের হয়ে থাকেন। আপনি একজন হৃদয়বান মানুষ। কিন্তু আপনার শারীরিক বৈশিষ্ট্য কারণে তা প্রকাশ পায় না। এ বিষয়ে আপনি নিজেকে গুটিয়ে রাখেন। আর এ কারণেই মাঝেমধ্যে অন্যের কাছে অপ্রয়ি হয়ে ওঠেন। আমি কর্মক্ষেত্রে দক্ষ হলেও মানসিকভাবে প্রফেসনাল নন। ফলে অপরে অপ্রিয় বাক্য আপনাকে মানসিক যন্ত্রনা দিয়ে থাকে। তবে আপনি রসিক মনের মানুষ। আপনার ভিতর রসবোধ আছে। আপনি আনন্দ করতে ভালবাসেন। আপনি ভনিতা না করে খুব সহজে অপরের কাছে নিজের বক্তব্য তুলে ধরতে পারেন। আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার একটা প্রবণতা থাকে। আপনি সব ব্যাপারে সবার কাছে খোলামেলা আলাপ আলোচনা করতে ভালোবাসেন। যে কারণেই আপনি বিপরীত লিঙ্গের কাছে আকর্ষিত। আপনি একজন মিশুকে। নতুন বছরটায় কিছু বাধা থাকলেও আয় রোজগার ভালোই হবে। বন্ধু যোগও শুভ। তবে বছরটায় সংসারিক অশান্তি বাড়বে। প্রেমযোগও শুভ নয়। প্রেমে হতাশ হতে পারেন।
ইংরেজি বর্ণমালা 'D' অক্ষরযুক্ত ব্যক্তিরা পরিকল্পনামাফিক এগাতে থাকে। আবেগ বসত আপনি কোনো কাজ করেন না। আবেগকে খুব একটা মূল্য দেন না। যেকোনো বিষয়ে খুব গভীর থেকে নিজেকে গড়ে তোলেন। এক কথায় আপনি অত্যন্ত প্র্যাক্টিক্যাল মাইন্ডেড এবং বেশ বাস্তববাদি। সহজে কিছু করেন না। যা কিছু করেন তা আগে থেকে খুব ভাল করে হোমওয়ার্ক করে তবেই কাজে নামেন। তাই আপনার কাজগুলি খুব সুচারূ এবং সুষ্ঠভাবে সম্পন্ন হয়ে থাকে। মনের দিক থেকে আপনি দৃঢ়চেতা, শৃঙ্খলাপরায়ণ এবং লক্ষ্য ঠিক করে, তবেই আপনি এগোন। আপনি স্থির মনের মানুষ। যে কারণে আপনার দৃঢ়তাকে অন্যরা ভুল বুঝে থাকে। অনেকই আপনাকে একগুয়ে ভেবে থাকে। নতুন বছরে অর্থপাতি ভালোই আয় হবে। তবে কোনও না কোনো ভাবে ব্যয়ও হবে। তবে সঞ্চয়ও হবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। পরিবারের প্রতিও আপনি যথেষ্ট দায়িত্ববান।
ইংরেজি বর্ণমালা 'E' অক্ষরযুক্ত ব্যক্তিরা স্বাধীনচেতা হয়ে থাকেন। কোনও একঘেঁয়েমিকে ভালবাসেন না। বেশি মাত্রায় ইন্দ্রিয়পরায়ণ আর সব ব্যপারেই আপনি সকলের থেকে বেশি আগ্রহী। আপনি প্রেমিক মনের মানুষ। বারেবারে প্রেমে পড়তে ভালবাসেন। আপনাকে গন্ডির মধ্যে আবদ্ধ রাখা সম্ভব নয়। আপনি অতি মাত্রায় বাইরের জীবনে বিশ্বাসী। তবে আপনাকে ঘিরেই সকলে থাকেন। আপনি পারদর্শী এবং অনেক বিষয়ে চৌখস। তাই আপনাকে ঠকানো বেশ কঠিন। একটা ঘটনা ঘটলে, আপনি তাকে নানা দৃষ্টিকোণ থেকে দেখে তার চুলচেরা বিশ্লেষণ করে থাকেন। তবে এই বছরটায় আপনাকে আরও যত্নবান হতে হবে। অনেক বিষয়ে সাবধান থাকতে হবে। গোপন শত্রুর ফাঁদে পা দিয়ে ফেলতে পারেন। মোটামুটি অর্থ ভাগ্য শুভ। পারিবারিক সুখ বজায় থাকবে। আপনি কল্পনাপ্রবণ। সকলের ভালবাসা পাবেন না।
ইংরেজি বর্ণমালা 'F' অক্ষরযুক্ত ব্যক্তিরা স্নেহপ্রবণ হয়ে থাকেন। আপনার প্রকৃতি একজন উষ্ণ হৃদয়ের মানুষ। আপনি মানুষকে আন্তরিকভাবে ভালবাসতে জানেন। মানুষও আপনাকে ভালবাসে। আপনার স্বভাবই হচ্ছে আপরের প্রতি যত্নশীল হওয়া। অন্যের ব্যাপারে খোঁজখবর রাখা। আপনি আপনার কাছের মানুষগুলির প্রতি কর্তব্য এবং দায়িত্ববান। আপনি তাদের সুখ-দুঃখের অংশীদার হতে চান, তাদের ব্যাপারে মাথা ঘামাতে চান। কিন্তু সাবধান, সবাই আপনার মতো নয়। অনেকেই এই মাথা ঘামানোকে অনেক সময় ভাল চোখে দেখে না। আপনাকে আড়ালে সন্দেহ করে থাকে। আপনারা বড় সমস্যা আপনি বুঝতে পারেন না কখন থামতে হবে। আপনি উদার মনের মানুষ তাই আপনাকে ঠকানোও খুব একটা কঠিন নয়। বছরটা মোটের উপর ভালো গেলেও ঠকে যেতে পারেন। তাই করার পর চিন্তা করবেন না। চিন্তা করেই পা ফেলুন।
রাশিফল অনুসারে, 'K' নামক ব্যক্তিদের এই বছরটি দুর্দান্ত ফল দেবে। এই বছর আপনার কর্মফলের পাশাপাশি আপনার ভাগ্যযোগে আমুল পরিবর্তন ঘটবে। আপনার কর্মজীবন উন্নতির শিখরে পৌঁছতে সক্ষম হবে। জানুয়ারি মাস আপনার ক্ষেত্রে অতি অনুকূলে থাকবে। এমনকি বছরের শুরুতেই আপনার পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। ফেব্রুয়ারি মাসে আপনার কর্মক্ষেত্রে বড় পরিবর্তন দেখতে পাবেন। আপনি কর্মক্ষেত্রে একটি ভাল জায়গা তৈরি করবেন এবং বছরের শেষভাগ আপনার অনুকূলে থাকবে। জুন-জুলাই মাসে আপনি আপনার কর্মজীবনে সুবর্ণ সাফল্য পাবেন। মোটের উপর এ বছরে ভাগ্যের আমুল পরিবর্তন ঘটতে চলেছে। বছরটায় অর্ধভাগ্য দারুণ ভাল। তবে আপনার সম্মানহানি হওয়ার যোগ রয়েছে।
ইংরেজি বর্ণমালা 'S' অক্ষরযুক্ত ব্যক্তিরা খুব আবেগী মনের হয়ে থাকে। আপনি নির্দিষ্ট গন্ডির মধ্যে উদার। অচেনারা আপনাকে চট করে বোকা বানাতে পারবে না। আপনি এক সরল রেখায় চলতে পছন্দ করেন। পরিবারের প্রতি আপনি যত্নবান। আপনি মিশুকে এবং মজা তামাশা করতে ভালোবাবেন। আপনার দৈবিকগুন অপিরসীম। আপনার সংস্পর্শে থাকা ব্যাক্তিরা জীবনে উন্নত হয়ে থাকে। আপনার শৈল্পিক দক্ষতা আছে। আপনি চাইলে সেই দক্ষতা সমাজে প্রকাশ করতে পারেন। কিন্তু এবিষয়ে আপনি অলস প্রকৃতির মানুষ। আপনি পরিশ্রমী এবং কর্মক্ষেত্রে একরোখা। যা ভাবেন তা করেন থাকেন। অনেকক্ষেত্রেই প্রিয়জন দ্বারা মনকষ্ট পেয়ে থাকেন। আপনি লাক্সারী পছন্দ করেন। আর্থিক স্বচ্ছলতাও আকাশ ছোঁবে। কিন্তু এ বছর অর্থ সঞ্চয় খুব একটা হবে না। কোনও না কোনোভাবে আপনার সঞ্চিত অর্থ অনর্গল ব্যয় হতে থাকবে। তার অন্যতম কারণ হবে আপনার অহেতুক অপব্যয়। কোনো ভাবেই লোভ সম্বোরণ করতে পারবেন না। কর্ম এবং আর্থিক ভাগ্য সচল থাকলেও কারো মন সেভাবে পাবেন না। তবে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য দুর্দান্ত হওয়ার কারণে প্রকাশ্যে আপনাকে কেউ কিছু বলতে পারবে না।
ইংরেজি বর্ণমালা 'T' অক্ষরযুক্ত ব্যক্তিরা শান্তিপ্রিয় মানুষ হয়ে থাকেন। ঝামেলা এড়িয়ে চলতে ভালোবাসে। নিজের মতো থাকতে পছন্দ করেন। সকলের মধ্যে থাকলেও নিজেকে মানসিক গন্ডির মধ্যে আবদ্ধ রাখেন। আপনারা সৎ। কোনো রিক্স নিতে চান না। এইগুন যেমন ভালো তেমন এই কারনে অনেক কিছু আপনার হাতছাড়া হয়ে যায়। আপনি পরিপাটি থাকতে ভালোবাসেন। নিজের মনেই নানা কারণে দ্বন্দ চালান। সমাজ বদলানোর বাসনা আপনার মধ্যে প্রবল। কিন্তু নেতৃত্ব দিতে চান না। সমাজে কিছু খারাপ হলে নিজের মধ্যে আস্ফালন করতে থাকেন। যাই হোক বছরটা আপনাকে মিশ্র ফল দেবে। তাই বছরটা আপনার জন্য তেমন ভাল নাও যেতে পারে। আবার খারাপও যাবে না। একপ্রকার মোটামুটি যাবে। যেমন চলছে তেমনি চলবে।
ইংরেজি বর্ণমালা 'U' অক্ষরযুক্ত ব্যক্তিরা অতি আবেগী এবং গুছানো হয়ে থাকে। আপনি সৌখিন কিন্তু খুব বিলাসিতা পছন্দ করেন না। নিজেকে নিয়ে ভাবেন। আপনি মিতব্যয়ী। ফলে অনেকেই আপনাকে কৃপন ভেবে থাকে। নিজের প্রতি খুব একটা যত্নবান না হলেও নিজের কর্মস্থান বা পরিবার -সবক্ষেত্রেই এলামেলো ভাব পছন্দ করেন না। আপনি রেগে গেলে অনেক কিছু বলে ফেলতে পারেন আবার অনেকক্ষেত্রে নিজের মধ্যেই রাগ পুষে রেখে মনকষ্ট পেয়ে থাকেন। আপনি ধার্মিক মনের মানুষ। প্রথমজীবন আপনাদের খুব একটা সুখের হবে না। কষ্ট করেই এগাতে হবে। মাঝ বয়স থেকে সুখের খোজ পেলেও ফাইট করে টিকিয়ে রাখতে হবে। তবে আর্থিক ভাবে স্বচ্ছ্যল। অপরের প্রতি নির্ভরশীল নন। আপনারা কাজ করতে ভালোবাসেন। ইচ্ছা থাকলেও পারিপাশ্বির্ক চাপে সাবলম্বী হতে পারেন না। বছরের শুরুটা একটু খারাপ কাটবে। তারপর বেশ ভাল কাটবে। খ্যাতি ও অর্থ দুই-ই আসবে জীবনে। বছরের শেষ ভাগে অসুখে ভুগতে পারেন। সবসময় ভবিষ্যত চিন্তা আপনাকে গ্রাস করে থাকে। তবে আপনারা চট করে মানুষের ভালবাসা পেয়ে থাকেন।
মেষ / এরিস (মার্চ ২১ – এপ্রিল ২০) : নতুন বছর অনুসারে, ব্যবসার সাথে জড়িতরা মিশ্র ফল প্রতীত হবে। যদিও বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত ব্যবসাতে ভালো লাভ হতে দেখা যাবে। আপনি আপনার কঠোর পরিশ্রম অনুসারে আপনার ব্যবসাকে সঠিক এবং ভাল দিকনির্দেশনা দিতে সক্ষম হবেন, তবে মার্চের পরে কিছু লোকের জন্য অসুবিধা তৈরি হতে পারে। যারা বিদেশে ব্যবসা করছেন বা বিদেশী কোম্পানির সাথে যুক্ত তারা ভাল ফলাফল পেতে সক্ষম হবেন, তবে অন্যরা কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন।
চাকরি ক্ষেত্রে এই বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত অপেক্ষাকৃত ভালো সময় থাকবে। তারপরের সময় কিছুটা কঠিন স্থিতি দিতে পারে। মে মাসের পরে কর্মক্ষেত্রে বেশি পরিশ্রমের প্রয়োজন হবে। যারা ফ্লিড ওয়ার্ক এর সাথে জড়িত তাদের কঠোর পরিশ্রম অনুযায়ী ফলাফল পেতে হবে। তবে অন্যরাও কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন।
বৃষ/ টরাস (এপ্রিল ২১ – মে ২১): নতুন বছর অনুসারে, ব্যবসায় অধিকাংশ সময়ের অনুকূল পরিণাম প্রতীত হচ্ছে। বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত শনিগ্রহ আপনার কর্ম অনুসারে ভালো ফল দেবে। ব্যবসাকে এগিয়ে নিতে সহায়তা করবে। ব্যবসায় ধীরগতি থাকলেও ব্যবসা এগিয়ে যাবে এবং অগ্রগতি হবে। একই সময়ে, বৃহস্পতি গ্রহর প্রভাবও ব্যবসায় নতুন উচ্চতা দেখা দেবে। অর্থাৎ ২০২৫ সাল বৃষ রাশির ব্যবসা যোগ শুভ।
চাকরি ক্ষেত্রে বছরটা ভালো বলা চলে। শুক্র গ্রহ চাকরিতে আপনাকে সহযোগিতা করবে। তবে মার্চের পর কাজের চাপ বাড়তে পারে। কিছু জটিলতা তৈরি হবে। আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের ত্রুটি খুঁজে পাবে। তবে শুক্রর সহযোগিতা এবং আপনার কাজের শৈলীতার কারণে বেশি সমস্যার মোকাবিলা করতে হবে না। আপনি যদি আপনার চাকরি পরিবর্তন করতে চান তবে এই বছরটি আপনার জন্য ভাল। শুক্র আপনাকে নতুন নিয়োগ পেতে সহায়ক হবে। অর্থাৎ এবছর কর্ম অনুসারে চাকরিতে ভাল ফল পেতে থাকবেন।
মিথুন/ জেমিনি (মে ২২ – জুন ২১): নতুন বছর অনুসারে, ব্যবসার সাথে জড়িত শুভ। বছরের শুরু থেকে মে মাসের মধ্য পর্যন্ত বেশ ভালো পরিণাম প্রাপ্ত করতে পারেন। তবে ব্যবসায়িক স্থান এবং জন্মস্থান -একস্থানে হলে কিছু গোলোযোগ বা ভুল সিদ্ধান্ত নিতে পারেন। বুধ গ্রহ বছরের অধিকাংশ সময় আপনার সহায়ক হবে। তবে মার্চের পরে শনির প্রভাবে অপেক্ষাকৃত বেশি পরিশ্রমের ইঙ্গিত দিচ্ছে। এর অর্থ হল এই বছর আপনাকে তুলনামূলকভাবে কঠোর পরিশ্রম করতে হতে পারে, তবে আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন।
চাকরিক্ষেত্রে মিশ্র ফল দেবে। বছরের শুরু থেকে মে মাসের মধ্য পর্যন্ত বৃহস্পতি গ্রহ আপনার চাকরির স্থানে সহায়ক হবে। ফলে চাকরিতে বড় কোন সমস্যা আসবে না। তবে চাকরিক্ষেত্রে আপনার বদলি বা প্রাপ্তি নিয়ে আপনার মনে কিছুটা অসন্তোষ তৈরি হবে। যার কারণে ঊর্ধ্বতন কর্তাদের সাথে গোলযোগও বাধতে পারে। তবে বড় সমস্যার সৃষ্টি হবে না।
কর্কট / ক্যান্সার (জুন ২২ – জুলাই ২৩): নতুন বছর অনুসারে, ব্যবসার সাথে জড়িতরা, গতবছরের থেকে তুলনামূলক ভালো ফল পেতে পারেন। তবে শনির কারণে ভুল বা হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। অর্থাৎ বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনির দৃষ্টিতে ব্যবসায় কিছু কঠিন স্থিতি বা সমস্যা দেখা দিতে পারে। তবে মার্চ মাসের পর শনিই আবার আপনাকে ব্যবসাতে সঠিক দিশা দেখাবে। মে মাসের মাঝামাঝি সময় থেকে ব্যবস্ততা বাড়বে। তুলনামূলক কঠোর পরিশ্রম করতে হবে এবং তার ফল পাবেন।
চাকরিক্ষেত্রে এই বছর তুলামূলক শুভ। তবে কাজের চাপ বাড়বে। প্রচুর দৌড়াঝাপ করতে হতে পারে। পাশাপাশি সহকর্মীদের আচরণ আপনার অনুকূল নাও হতে পারে, কিন্তু তারপরও নিজের সক্ষমতায় এগিয়ে যাবেন। অর্থাৎ তগবছরের তুলনায় এই বছর চাকরিস্থান ভালো তবে পরিশ্রম বাড়বে।
সিংহ / লিও (জুলাই ২৪ – আগস্ট ২৩): নতুন বছর অনুসারে, ব্যবসার দৃষ্টিকোণ থেকে মিশ্র ফল প্রতীত হবে। বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত কঠিন সময়ের মুখোমুখি হলেও ব্যবসায়ে ভালো ফল পাবেন। অন্যদিকে মার্চের পরে শনিগ্রহ আপনার জন্মছকের অষ্টম ঘরে চলে যাবে। তখন ব্যবসার দিক থেকে ঐ সময় কিছু রিস্ক নেওয়ার মানসিকতা আসবে। সে বিষয়ে আপনাকে আগাম সাবধান করা হল। অর্থাৎ এ বছর ব্যবসায় ব্যয়বহুল কোনো পরীক্ষা বা রিস্ক অথবা কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক হবে না। ব্যবসায়িক সিদ্ধান্তে বিচক্ষণতার সাথে নিতে হবে।
চাকরিক্ষেত্রে নতুন বছরটা মিশ্র ফল দেবে। লক্ষ্যে পৌঁছাতে ছোটখাটো সমস্যা বাধা দেবে। হওয়া কাজ বারেবারে থমকে যাবে। মানসিক যন্ত্রনা দেখা দেবে। তবে হাল ছেড়ে দেওয়ার কিছু নেই। বাধা থাকলেও তার থেকে মুক্ত হবেন।
কন্যা / ভার্গ (আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩): নতুন বছর অনুসারে, ব্যবসায় মিশ্র ফল পাবেন। বছরের শুরু থেকে মার্চ মার্চ মাস পর্যন্ত ছোটাখাটো সমস্যা দেখা দেবে। তবে মে মাসের মাঝামাঝি থেকে বৃহস্পতি আপনার জন্মছকের দশম ঘরে অবস্থান করবে। সাধারণত, এই অবস্থানকে শুভ মনে করা হয় না। তবে আপনি যদি ধৈর্যের সাথে এবং পুরানো অভিজ্ঞতার সাহায্যে কাজ করে যান আপনি ভাল ফল পাবেন। ধীর গতি হলেও ব্যবসায় উন্নতি হবে এবং ভাল মুনাফা অর্জন করতে সক্ষম হবেন।
চাকরি ক্ষেত্র মোটের উপর শুভ। মাঝে মধ্যে কিছু ব্যবধান তৈরি হতে পারে। কিন্তু উন্নতির যোগও তৈরি হবে। বছরটাতে যদি আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হয়, তবে আপনার কাজ সম্পন্ন হবে এবং আপনার উর্ধ্বতন আপনার কাজে খুশি হবেন। পরিশ্রম অনুযায়ী অগ্রগতিও সম্ভব।
তুলা/ লিব্রা (সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩): গত বছরের তুলনায় নতুন বছর অনুসারে, ব্যবসা ভালো দেবে। যদিও বছরের শুরুতে ব্যবসায়ে কিছুটা ধীর গতি থাকবে। নতুন পরিকল্পনা করতেও সমস্যা হবে। পরিকল্পনাগুলোতে কিছু ত্রুটি থাকতে পারে। তবে মার্চ মাসের পরে, শনির সহযোগিতায় আপনার চিন্তাভাবনা এবং পরিকল্পনা উন্নত হবে, যা আপনার ব্যবসায় ইতিবাচক প্রভাব ফেলবে।
চাকরিক্ষেত্রেও এ বছর তুলনামূলক ভালো ফল দেবে। মে মাসের মধ্য ভাগ থেকে ভালো ফল দেবে। এই সময় চাকরি বদল করতে চাইলে করতে পারেন। অর্থাৎ বছরের শুরুর মাস থেকে নিয়ে মার্চ মাস পর্যন্তের সময় চাকরিতে কিছু ধীর গতি হতে পারে।
বৃশ্চিক/ স্করপিও (অক্টোবর ২৪ – নভেম্বর ২২): নতুন বছর অনুসারে, ব্যবসায় মিশ্র ফল প্রাপ্তি হবে। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত ব্যবসায় খুব ভালো ফল দিতে পারে। অতএব, এই সময়কালটি নতুন ব্যবসা বা ব্যবসা সংক্রান্ত নতুন পরীক্ষা-নিরীক্ষার জন্য ভাল বলে বিবেচিত করা হচ্ছে। যা কিছু নতুন পরীক্ষা-নিরীক্ষা করতে চান, এই সময়ের মধ্যে করা ভাল হবে। মধ্যভাগের পরে, বৃহস্পতি অষ্টম ঘরে প্রবেশ করবে। রাহুর চতুর্থ ভাব এবং কেতু দশম ঘরে গোচর করবে। এই সময়কালটি ব্যবসায়িক নতুন সিদ্ধান্ত নেওয়া ভাল হবে না।
চাকরিক্ষেত্রে এই বছর মোটের উপর শুভ। চাকরি নিয়ে কিছু অসন্তোষ তৈরি হতে পারে। তবে বড়সড় প্রভাব পড়বে না। তবে বছরটায় উর্ধ্বতনের মন বুঝে চলতে হবে। মার্চ থেকে মে মাসে কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন।
ধনু / স্যজিটেরিয়াস (নভেম্বর ২৩ – ডিসেম্বর ২১): নতুন বছর অনুসারে, ব্যবসায় মোটামুটি স্থিতি থাকবে। মার্চ মাস থেকে অনেকটা সময় শনির প্রভাব থাকবে। আবার মে মাস পর্যন্ত রাহু কেতুর প্রভাব থাকবে। এই দুই স্থিতি থেকে দেখলে বেশ ভালো বলা যাবে না। অর্থাৎ কাজে ধীর গতি দেখা যাবে। এইসব স্থিতি মিলিয়ে বলা যেতে পারে, এই বছর ব্যবসা খুব একটা সহজ ভাবে যাবে না। পরিশ্রম করতে হবে। অসুবিধাও আসবে। কিন্তু ক্রমাগত চেষ্টার দ্বারা বছরটায় ব্যবসায়িক ফল পাবেন।
চাকরিক্ষেত্রেও বছরটা মিশ্র ফল দেবে। অনেকক্ষেত্রে সন্তুষ্ট নাও থাকতে পারেন। নিজের উপর কিছু পরীক্ষা চালাতে পারেন। নতুন জায়গা থেকে অফারও পাবেন। সেখানে প্রমোশনের হাতছানিও থাকবে। তারপরও মানসিক অসন্তোষ সৃষ্টি হতে পারে।
মকর/ ক্যাপ্রিকন (ডিসেম্বর ২২ – জানুয়ারি ২০): নতুন বছর অনুসারে, ব্যবসাতে তুলনামূলক ভালো বা মিশ্র ফল প্রাপ্ত করতে পারেন। অর্থাৎ গত বছরের তুলনাতে এই বছর মোটের উপর শুভ। ছোট-খাটো সমস্যা লেগেই থাকবে। অনেক কারণে ব্যবসাতে আপনার সম্পূর্ণটা দিতে সক্ষম হবেন না। ফলস্বরূপ ব্যবসায়িক পরিণামও কিছুটা দুর্বল হতে পারে। অনেকক্ষেত্রে অধিক দৌড়াঝাপ বাড়বে। ফলস্বরূপ ব্যবসাতে সকারত্মক প্রভাব পড়বে। অর্থাৎ বছরের প্রথমভাগ ধীরগতি থাকলেও বছরের দ্বিতীয়ার্ধে আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হতে পারে। তবেই ব্যবসায় ভাল করতে সক্ষম হবেন।
চাকরিক্ষেত্রে জড়িতরা তুলনামূলক ভালো। বিশেষ করে মার্চ মাসরে পরে চাকরির সাথে জড়িতরা ভালো ফল পাবেন। আপনি যাদ চাকরিতে পরিবর্তন করতে চান তাহলে মার্চ মাসের পর শুভফল দেবে। সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক বানিয়ে রাখতে হবে। মে মাসের পর কোনো সহকর্মী গোপন শত্রুতা করতে পারে। ফলস্বরূপ কর্মক্ষেত্রে বিড়ম্বনায় পড়তে পারেন। তবে আপনার কর্মক্ষমতা উর্ধ্বতনদের সন্তুষ্ট করবে। যার কারণে মানসিক আনন্দ পাবেন।
কুম্ভ / অ্যাকুইরিয়াস (জানুয়ারি ২১ – ফেব্রুয়ারি ১৯): নতুন বছর অনুসারে, ব্যবসায় শুভ বলা যেতে পারে। পরিশ্রমের সাথে আয়ও বাড়বে। মার্চ মাসের পর ব্যবসাতে কিছুটা গতি বাড়বে। অনেকক্ষেত্রে আর্থিক লাভ পেতে কিছু অসুবিধা হলেও ব্যবসা চলবে। আপনার কর্মক্ষমতা আরও ভাল হবে। কর্মের গতি সাথে আর্থিক গতি বৃদ্ধি পাবে।
চাকরিক্ষেত্রে ভালো। এই বছর খুব একটা নেতিবাচক প্রভাব পড়বে না। অতএব চাকরি যথাযথ চলতে থাকবে আর আপনি আপনার পরিশ্রমের অনুরূপ পরিণাম পেতে থাকবেন। তবে আপনি স্পষ্ট বক্তা। ফলে স্পষ্ট কথায় কিছু সমস্যা দেখা দেবে। উর্ধ্বতন কর্তার সাথে কথা বলার সময় উপযুক্ত শব্দ চয়ন করুন।
মীন/ পিসেস (ফেব্রুয়ারি ২০ – মার্চ ২০): নতুন বছর অনুসারে, ব্যবসা মিশ্র ফল দেবে। এই বছর খুব ভালো বলা যাবে না। ব্যবসারক্ষেত্রে যেই নিষ্ঠার প্রয়োজন, তা হয়তো আপনার থেকে পাওয়া যাবে না। যার কারণে ব্যবসা সংক্রান্ত বিষয়ে ফলাফল একটু দুর্বল হতে পারে। যদিও, মে মাসের মধ্যভাগের পর আপনার কঠোর পরিশ্রম অনুসারে আপনার ব্যবসায় উন্নতি হতে পারে।
চাকরিক্ষেত্রে মোটামুটি শুভ ফল দেবে। বছরের প্রথমভাগে চাকরি নিয়ে কিছুটা অসন্তুষ্টি থাকতে পারে কিন্তু বছরের দ্বিতীয়ার্ধটি চাকরির দিক থেকে ভাল পেতে থাকবেন। অনেকক্ষেত্রেই সহকর্মী এবং উর্ধ্বতনের সমর্থন পাবেন। তবে কিছু সহকর্মীর আচরণ অদ্ভুত হতে পারে। বর্মতান পরিস্থিতিতে অফিসের পরিবেশ কিছুটা অশান্ত থাকবে। মে মাস থেকেই কিছুটা ভালো ফল পাওয়া শুরু হবে।
নতুন বছর মানেই নতুন আশা, নতুন ভাবনা, নতুন পরিকল্পনা। নতুন ভাবে এগিয়ে যাওয়া। বার্তা২৪ কামনা করে নতুন বছর আপনার জীবনে নতুন কিছু বয়ে নিয়ে আসুক। দেখে নিই জ্যোতিষি রুবাই -এর গণনায় আপনার গোটা বছর সামগ্রিক ভাবে কেমন যেতে পারে?
মেষ / এরিস (মার্চ ২১ – এপ্রিল ২০) : শুভাশুভ মিশিয়ে কাটবে বর্তমান বছরটি। জাতকের স্ত্রী/স্বামীর স্বাস্থ্য সমস্যা দেখা দেবে। নিজ শরীর-স্বাস্থ্য বিষয়ে সারা বছর সাবধানে থাকতে হবে। বিশেষ করে মার্চ থেকে নভেম্বর মাস পর্যন্ত। মাথা ও স্নায়ুর সমস্যা, পেট, হৃদরোগ প্রভৃতি বা পুরনো রোগের বৃদ্ধিতে শারীরিক ভোগান্তির যোগ আছে। দেহে আঘাত ও রক্তপাতও অসম্ভব নয়। বিশেষ কোনও কর্মে অনায়াসে সাফল্য এলেও সারাটা বছর কর্মকেন্দ্রিক উদ্বেগ ও বাধা থাকবে। অংশীদারি ব্যবসায় বিবাদের আশঙ্কা থাকছে। এপ্রিল পর্যন্ত বহুসূত্রে অর্থাগম ও আর্থিক উন্নতি যোগ রয়েছে। পরবর্তী সময়ে বাধার মধ্যে অর্থপ্রাপ্তি হবে। নামী সংস্থায় নতুন কর্মলাভও অসম্ভব নয়। সম্পত্তি বা যানবাহন ক্রয়ের সুযোগ আসতে পারে। পুলিশ সহ প্রতিরক্ষাকর্মীদের কর্ম ও আর্থিক উন্নতির যোগ প্রবল। রাজনীতিকদের কর্মের প্রসার ও সুনাম বৃদ্ধি রয়েছে। শিল্পী, কবি, লেখক, রসায়নবিদ, ডাক্তার, আইনজীবি পক্ষে কর্মোন্নতির বছর। বিদ্যায় উন্নতি ও উচ্চতর বিদ্যার্জন, বিজ্ঞান বিষয়ক গবেষণায় উল্লেখযোগ্য উন্নতির যোগ। দাম্পত্য ক্ষেত্রটি কমবেশি শুভ। সন্তান বিষয়ে সমস্যার ওঠাপড়ায় বিব্রত হতে পারেন। আত্মীয় বা বন্ধুভাগ্য খুব একটা শুভ নয়। প্রেমপ্রণয়ের ক্ষেত্রে মাঝেমধ্যে প্রীতির অভাব হলেও বিচ্ছেদ যোগ নেই। গাড়ি, টায়ার, চা, কম্পিউটার, মোবাইল ফোনের ব্যবসা ভালো হবে। কোনও ঝামেলা ঝঞ্ঝাটে ফেঁসে গিয়ে আইনি সমস্যায় পড়তে পারেন। মানসিক অস্থিরতা উত্তেজনা ও হতাশা কমবেশি থাকবে। শনির সাড়েসাতির জন্য সব কর্মেই বাধার মধ্যে অগ্রগতি হবে। শুভ রং: হালকা উজ্জ্বল রক্তবর্ণ ও হলুদ। শুভবার: সোম, বুধ, শুক্র ও শনিবার।
বৃষ/ টরাস (এপ্রিল ২১ – মে ২১) : শরীর-স্বাস্থ্য বিষয়ে সারা বছরই সচেতন থাকতে হবে। পেটের সমস্যা, নার্ভ, হার্ট, বায়ু, প্রেশার, সুগার ও বাতের সমস্যায় শারীরিক ভোগান্তির প্রবল যোগ রয়েছে। চিকিৎসা বিভ্রাট, রক্তপাতও অসম্ভব নয়। তবে অন্য বহুক্ষেত্রে বর্তমান বছরে প্রভৃত অগ্রগতির যোগ প্রবল। একাধিক সূত্র থেকে অর্থকড়ি উপার্জন হবে। মাঝেমধ্যেই অপ্রত্যাশিত ধনাগমও অসম্ভব নয়। কর্মস্থলে সাফল্য, উন্নতি ও সম্মানপ্রাপ্তির যোগ রয়েছে। উচ্চ কর্তৃপক্ষের আস্থা অর্জনে সফল হবেন। বিমা, ব্যাঙ্ক, সামরিক কর্মী, বেসরকারি বা সরকারি ক্ষেত্রের কর্মী, আইন, চিকিৎসাসহ অন্যান্য পেশাদারি ক্ষেত্রে দ্রুত উন্নতি ও অগ্রগতি। জমি, বাড়ি, ফ্ল্যাট ব্যবসায়ী, রাসায়নিক দ্রব্যসহ ওষুধ কারবারি প্রমুখের আয় উন্নতি বাড়বে। দেশ বিদেশে প্রবল প্রতিকূলতার মধ্যেও রাজনীতিকরা উল্লেখযোগ্য সাফল্য পাবেন। বিদ্যাশিক্ষার ব্যবসায় লাভ বাড়বে। হস্তশিল্পী, অভিনয় শিল্পী, সাহিত্যিকদের কাজের প্রসার ও খ্যাতিলাভ। বিদ্যার্থীদের পক্ষে বিদ্যায় অগ্রগতি ও প্রতিযোগিতামূলক শুভ ফল লাভ। সামাজিক কল্যাণকর্মে স্বীকৃতি। জাতকের স্বামী-স্ত্রীর সম্পর্কে উত্তেজনা আসতে পারে। সন্তান স্থান শুভ। বিবাহের যোগ থাকলেও বাধা আসবে। সন্তান প্রাপ্তির সুখবর পেতে পারেন। প্রেম সম্পর্কে ওঠানামা থাকবে। গৃহাদি সংস্কার বা ক্রয় বা পরিবর্তনের যোগ আছে। কর্মসূত্রে বিদেশযাত্রার ক্ষেত্রে বিশেষ সাবধান থাকতে হবে। ফাটকা কিছু প্রাপ্তি হতে পারে। অধ্যাপনা, ফ্যাশন ডিজাইনার, জুয়েলারি ব্যবসার ক্ষেত্রগুলিতে উন্নতি। গৃহ পরিবেশে অশান্তির আশঙ্কা। বিপরীত লিঙ্গ দ্বারা বা সহকর্মীদের কারসাজিতে প্রতারিত হতে পারেন। শুভ রং: উজ্জ্বল সাদা আকাশি ও হালকা হলুদ। শুভবার: সোম, বুধ, শুক্র, শনি।
মিথুন/ জেমিনি (মে ২২ – জুন ২১) : বিগত কয়েক বছরের তুলনায় বর্তমান বছরটি শুভ। সবদিক থেকে চাপ ক্রমশ কাটবে। যদিও শরীর স্বাস্থ্যগত ক্ষেত্রে সারাটা বছর কমবেশি সতর্ক থাকতে হবে। পেট-লিভার, পাকস্থলী সমস্যা, পিত্ত, অস্থিগ্রন্থি; বিশেষ করে ঘাড় কোমর, হাঁটু-পায়ের সমস্যা, বাত ও সুগার, প্রেশারের অসমতায় মাঝেমধ্যে ভোগান্তি হতে পারে। বিশেষ করে মার্চ থেকে নভেম্বর মাস পর্যন্ত সময়। পতন ও রক্তপাতও হতে পারে। সিদ্ধান্তে অটল থাকলে ভাগ্যোন্নতি হবে দ্রুত। অর্থকড়ি উপার্জন বেশ ভালো হবে। অপ্রত্যাশিত মোটা অঙ্কে উপার্জনও অসম্ভব নয়। সৃজনশীল কর্মে ভাগ্যোন্নতির কয়েকটি বিশেষ সুযোগ পেতে পারেন। তবে মানসিক স্থির সিদ্ধান্তের অভাবে তা হাতছাড়াও হতে পারে। সরকারি-বেসরকারি চাকরিজীবী, সাহিত্যিক, ক্রীড়াবিদ ও ক্রীড়া সামগ্রীর ব্যবসায়ী, হিসাবরক্ষক প্রমুখের এপ্রিল মাস থেকে ক্রমশ শুভ ফল প্রাপ্তির প্রবল যোগ রয়েছে। সঙ্গীত শিল্পীসহ অন্যান্য সৃজনশীল শিল্পীদের পক্ষে বছরটি অনুকূল। শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি হতে পারে। কর্ম, সামাজিক বা পারিবারিক ক্ষেত্রে কোনও বিশিষ্ট ব্যক্তির সহযোগিতায় সাফল্য বা সম্মানপ্রাপ্তিও অসম্ভব নয়। উপযুক্ত ক্ষেত্রে বিদেশে যাত্রা হতে পারে। গাড়ি বা খনিজদ্রব্যের ব্যবসায় উন্নতি। দাম্পত্য সম্পর্কে ওঠানামা থাকবে। সন্তানের পরিবর্তনশীল সিদ্ধান্ত ও রূঢ় বাক্যে গৃহ পরিবেশ উত্তেজিত হতে পারে। সহকর্মীদের কারসাজিতে প্রাপ্য থেকে বঞ্চিত হতে পারেন। বাক্য ও ব্যবহারে সংযমের অভাবে বিড়ম্বনা হতে পারে। কোনও ক্ষেত্রে 'অতি লোভে তাঁতি নষ্ট' হতে পারে। এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে সম্পত্তি ক্রয় সুবর্ণ যোগ রয়েছে। ফাটকা থেকে সামান্য লাভ হতে পারে। ধর্মাচরণে মানসিক প্রফুল্লতা বৃদ্ধি পাবে। কুসঙ্গে অর্থকড়ি নষ্ট হতে পারে। ভ্রাতৃ সম্পর্কহানি ও আইনি সমস্যার যোগ। এপ্রিলের পর অবিবাহিতদের বিবাহ যোগ আছে। ঘরে বাইরে শত্রু বাড়বে। শুভ রং: সাদা, হালকা উজ্জ্বল আকাশি ও সবুজ। শুভবার: রবি, সোম, বুধ ও শুক্র।
কর্কট / ক্যান্সার (জুন ২২ – জুলাই ২৩) : বছরটি অপেক্ষাকৃত ভালো কাটবে। বিশেষ কোনও বড় রোগে ভোগান্তি না হলেও বছরভর ছোটখাট শারীরিক সমস্যা লেগে থাকবে। অজীর্ণ, জন্ডিস, সর্দি-কাশি, হাঁপানি প্রভৃতি বা ক্রনিক রোগ মাথাচাড়ায় ভোগান্তি হতে পারে। সারা বছরই দুর্ঘটনা, রক্তপাত, আঘাতের বিষয়ে বিশেষ সতর্কতা প্রয়োজন। অর্থকড়ি উপার্জন কমবেশি ভালো হবে। কর্মের প্রসার ও উন্নতির যোগও রয়েছে। চা-কফি, দুধ, মাছ, ওষুধ প্রভৃতি ব্যবসা শুভ। শিক্ষক, অধ্যাপক, আইনজীবী, চিকিৎসক, বিজ্ঞানীদের সাফল্য, আয়, উন্নতি ও সুনাম বৃদ্ধির যোগ রয়েছে। দাম্পত্য সম্পর্কের ক্রমোন্নতি হবে। সন্তানের স্বাস্থ্য মাঝেমধ্যে চিন্তা বাড়াবে। এপ্রিল মাস থেকে অর্থ, কর্ম, গৃহসহ সবক্ষেত্রেই কিছু শুভ পরিবর্তন আশা করা যায়। বিদ্যাচর্চায় অমনোযোগ ও বাধা থাকলেও শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার ফল ভালোই হবে। ফাটকা থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। সম্পত্তি ক্রয়ে বাধা আসাতে পারে। যে কোনও অর্থ বিনিয়োগের আগে সাবধান হোন। নতুন কর্মলাভের যোগ আছে। নিকট আত্মীয় বা সহকর্মী দ্বারা বিশ্বাসঘাতকতা হতে পারেন। আর্থিক ক্ষতির আশঙ্কাও রয়েছে। প্রেমযোগ মোটের উপর শুভ। বছরভর ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে মানসিক অস্থিরতা উত্তেজনা প্রবণতা লক্ষ্যনীয়। অপ্রিয় বাক্যে লাগাম দেওয়ার চেষ্টা করুন। শুভ রং: ফিকে / উজ্জ্বল আকাশি, হালকা লাল ও সাদা। শুভবার: সোম, বুধ ও শুক্র।
সিংহ / লিও (জুলাই ২৪ – আগস্ট ২৩) : বছরটি শুভাশুভ মিশ্রভাবে কাটবে। স্বাস্থ্য নিয়ে সারা বছরই সতর্ক থাকতে হবে। বিশেষ করে এপ্রিল থেকে নভেম্বর মাস পর্যন্ত। পেটের সমস্যা, লিভার, পাকস্থলী, পিত্ত সংক্রান্ত রোগ, ঘাড়, কোমর ও পায়ের সমস্যা, সুগার, প্রেশার বৃদ্ধির আশঙ্কা। সারাবছরই চলাফেরায় বিশেষ সতর্ক থাকতে হবে। ছোটখাট আঘাতপ্রাপ্তি ও রক্ষক্ষয়ের যোগ রয়েছে। কর্মক্ষেত্রে ঈর্ষনীয় উন্নতির যোগ রয়েছে। তবে নিজের হঠকারী সিদ্ধান্ত প্রবণতা এবং অহঙ্কারী মনোভাবে শুভ কিছু ভেস্তে যেতে পারে। ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন এবং তাতে অটল থাকুন, সফল হবেন। কর্মক্ষেত্রে বিশেষ শুভ। তবে বছরের মধ্যে দু-একবার সমস্যার মোকাবিলা করতে হবে। শত্রুর দুর্বলতা আপনি জেনে যাবেন, ফলে শত্রু বিজয় হবে। অর্থ উপার্জন খুব ভালো হবে। সরকারি চাকরিজীবী, বেসরকারি উচ্চ পদাধিকারী, সাহিত্যিক, শিল্পী, ক্রীড়া সামগ্রীর ব্যবসায়ীর বছরটি বিশেষ শুভ ফল প্রদান করবে। কর্মে জটিল পরিস্থিতি সম্পাদনে সৃষ্টিকর্তার আস্থা লাভ হবে। ধর্মকর্মে মনোযোগের অভাব দেখা দিতে পারে। তবে আপনি আরও কিছুটা ধর্মে মননিবেশ করুন। এবছরটা লাভদায়ী যা ফল পাবেন তা সৃষ্টিকর্তায় দোয় আশীর্বাদে। আপনি বুদ্ধিমান তবে কথাবার্তায় সংযত থাকতে হবে। কিছুক্ষেত্রে নিজের অসহিষ্ণুতা ও ব্যবহারের কারণে সমস্যায় পড়বেন। তা সে পরিবার হোক বা কর্মক্ষেত্রে। উত্তেজনা, আবেগ এবং অসংযত বাক্যে সংযম পড়াতে পারলে আপনার উন্নতি চরমে পৌছাবে। বছরটায় বিদেশযাত্রায় বাধা কেটে যাবে। ব্যবসা, শিক্ষা বিষয়ক কর্ম, পুলিশ, প্রতিরক্ষা, গোয়েন্দা কর্মীদের ক্ষেত্রে সুনাম ও কর্মোন্নতির যোগ। বছরের প্রথম দিকে আমদানি রপ্তানির বৈদেশিক ব্যবসায় কিছুটা বাধা আসতে পারে। অর্থভাগ্য শুভ। প্রেমে মনঃকষ্টের যোগ রয়েছে। শুভ রং: সাদা, হালকা সোনালি বা হলুদ, উজ্জ্বল ফিকে লাল, কমলা। শুভবার: রবি, সোম, বুধ, শুক্র।
কন্যা / ভার্গ (আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩) : বছরটিতে বেশ কিছুক্ষেত্রে শুভ যোগ বিদ্যমান। সার্বিক বাধা কিছুটা থাকলেও কাজকর্মে সাফল্য অনেক বেশি থাকবে। উন্নতির যোগও রয়েছে। তবে আপনার গুপ্তশত্রু বাড়বে। কেউ আপনার বিরুদ্ধে কান ভাঙানাতি কতৃপক্ষের সাথে বিবাদ বাড়াতে পারে। সাময়িক সমস্যার সম্মুক্ষীণ হতে পারেন। তবে আপনার বুদ্ধিমত্তা, কর্মদক্ষতা, পেশাদারি মানসিকতা ও পরিশ্রম ক্ষমতার গুণে সাফল্য ও প্রশংসা অর্জন করবেন। যে কোনও শিল্পের মালিক, কাঠ ও ওষুধ ব্যবসায়ী, ডাক্তার, আইনবিদ, হিসাববিদ, সাহিত্যিক, শিক্ষক বা অধ্যাপক, ফ্লিড ওয়ার্ক, কম্পিউটার বিষয়ক প্রমুখ কর্মে সাফল্য, সুনাম ও উপার্জন বৃদ্ধির বিশেষ যোগ দেখা যাচ্ছে। সন্তানের বিদ্যাচর্চায় মনোযোগ বৃদ্ধি পাবে। জুন মাস থেকে পরবর্তী সময় বিদ্যা, কর্মসহ অন্যান্য ক্ষেত্রগুলিতে বাধা কমবে ও সাফল্যের হার বাড়বে। দাম্পত্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে বড় কোনও সমস্যা নেই। তবে মানসিক অস্থিরতা এবং অপ্রিয় বাক্যের জন্য পরিবারে বিড়ম্বনার শিকার হতে পারেন। শরীরস্বাস্থ্য কমবেশি ভালো থাকবে। নার্ভ, স্পন্ডেলাইটিস, অজানা ব্যাধি, বাত ও মরশুমি রোগে মাঝেমধ্যে কষ্ট পেতে পারেন। ধর্মাচরণে মানসিক তৃপ্তির যোগ। রাজনীতিকদের পক্ষে সময়টা ক্রমশ শুভ হবে। চলাফেরায় ও কথাবার্তায় বিশেষ সতর্কতা প্রয়োজন। পুলিশি ঝামেলাও আছে। প্রেম যোগ শুভ। শুভ রং: সাদা, উজ্জ্বল হালকা হলুদ, সবুজ। শুভবার: রবি, বুধ ও শুক্র।
তুলা/ লিব্রা (সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩) : অর্থকর্ম ক্ষেত্রে বছরটিতে বেশ কয়েকবার শুভ পরিবর্তনের যোগ। তবে শরীরস্বাস্থ্য ক্ষেত্রটি বিশেষ অনুকূল নয়। কান, গলা, চোখ, দাঁত, আর্থ্রাইটিস, অর্শ্ব, পেট ও ফুসফুসের সমস্যায় ভোগান্তি হতে পারে। দুর্ঘটনা ও দেহে বড় আঘাত, রক্তপাতও অসম্ভব নয়। পায়ের সমস্যা ভোগান্তি বাড়াবে। শৌখিন দ্রব্যের ব্যবসা, ওষুধ, লোহার ব্যবসা, নির্মাণ ব্যবসা বিশেষ শুভ। স্বদেশে বা বিদেশে দ্রব্য আমদানি 'বা রপ্তানির ব্যবসায় উন্নতি হবে। পেশাদারি শিক্ষা প্রদানের ব্যবসায় বিশেষ শুভ ফল লাভের যোগ। কর্ম বা ভ্রমণসূত্রে বিদেশযাত্রাও অসম্ভব নয়। ইঞ্জিনিয়ার, কম্পিউটারের কর্মী, পৌর, গ্রামীণ ব্যাঙ্কের কর্মী, শিল্পী, সাহিত্যিক, আইনজীবী, ফ্যাশন, আর্ট ডিজাইনার, ফোটোগ্রাফার, রসায়নবিদ প্রমুখের কর্ম প্রসার ও সুনাম যোগ প্রবল। এদের বিশেষ স্বীকৃতির পুরস্কার লাভও অসম্ভব নয়। বিদ্যায় বাধার মধ্যে অগ্রগতি হবে। মার্চের পর থেকে উচ্চশিক্ষায় উল্লেখযোগ্য সাফল্য রয়েছে। রাজনীতিকদের পক্ষে বছরটি শুভ। ব্যবসায়ীদের কর্মের উন্নতি, প্রসার ও আয় বৃদ্ধি যোগ। রাগবৃদ্ধি, অপ্রিয় বাক্য ব্যবহার ও ব্যবহারে রুক্ষতায় ঘরে বাইরে সম্মানহানির আশঙ্কা। মানসিক উত্তেজনা, অস্থিরতা ও মনে হতাশভাব আসা-যাওয়া করবে। বন্ধু বা নিকট কারও শত্রুতায় ক্ষতির আশঙ্কা। দাম্পত্য ক্ষেত্রটি মাঝেমধ্যেই সমস্যা সৃষ্টি করতে পারে। প্রয়োজনে স্বার্থ ত্যাগ করেও পারিবারিক শান্তি বজায় রাখতে চেষ্টা করুন। সন্তানের বিষয় নিয়ে চিন্তা বাড়বে। ধর্মকর্মে মন বসতে চাইবে না। ফাটকা থেকে অর্থ আয় হতে পারে। ঘরে বাইরে শত্রু বাড়বে। শুভ রং: উজ্জ্বল সাদা ও ফিকে হলুদ, সবুজ। শুভবার: রবি, বুধ ও শুক্র।
বৃশ্চিক/ স্করপিও (অক্টোবর ২৪ – নভেম্বর ২২) : কয়েকটি ক্ষেত্র ছাড়া বছরটা ভালো যাবে। অর্থকর্ম, বিদ্যা প্রভৃতি ক্ষেত্র শুভ ফল প্রদান করবে। তবে কোনও ক্ষেত্রেই বাধাহীন অগ্রগতি হবে না। স্বাস্থ্য ক্ষেত্রটি বিশেষ শুভ নয়। সারা বছরই কমবেশি ভোগান্তি থাকবে। পেটের রোগ, বায়ু, পিত্ত, রক্তের রোগ, জীবাণু ঘটিত জ্বরজারি, সর্দিকাশি প্রভৃতির আশঙ্কার সাথে আঘাত, দুর্ঘটনা তথা রক্তপাত যোগ প্রবল থাকায় বিশেষ সতর্ক থাকুন। ত্বক বা নিম্নাঙ্গের কোনও সমস্যা হলে এখন থেকেই সতর্ক হন। অর্থ ভাগ্য বিশেষ শুভ। উপার্জন ভালো হবে। তবে ধার নেওয়ার প্রবণতা বাড়বে। ঋণ যোগ থাকায় যে কোনও ঋণের ক্ষেত্রে, বিশেষ সতর্ক না হলে বড় বিপদে পড়তে পারেন। পুলিশ, সামরিক বিভাগ, যে কোনও প্রতিষ্ঠানের সুরক্ষা কর্মী, ওষুধ, ধাতু, রাসায়নিক দ্রব্যের ব্যবসায়ী, আইনজীবী, চিকিৎসক, অধ্যাপক প্রমুখের নিজ নিজ ক্ষেত্রে কর্মোন্নতি, আর্থিক উন্নতি ও সুনামের যোগ। ব্যবসায়ীদের কর্মী অসন্তোষ বা যন্ত্রাদি বিকলের আশঙ্কা রয়েছে। বছরটায় অযথা ঝুঁকি নিয়ে কোনও কাজ করলে বিপদে পড়তে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে হঠাৎ মোটা অঙ্কে অর্থ বিনিয়োগ করেও বিপদগ্রস্ত হতে পারেন। উচ্চশিক্ষায় বাধা কম থাকলেও দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষায় বাধা থাকবে। দাম্পত্য ও পারিবারিক ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকবে ও শান্তি ভঙ্গের আশঙ্কা প্রবল। জাতকের স্বামী / স্ত্রীর স্বাস্থ্য বিশেষ শুভ নয়। নার্ভ ও হৃদরোগে ভোগান্তি হতে পারে। পরিচিতজন দ্বারা প্রতারণা ও অর্থ সম্পদ হানির যোগ রয়েছে। গুরুজনের স্বাস্থ্য সমস্যা হতে পারে। ভাইবোনের সম্পর্ক কমবেশি শুভ। আন্তরিকতা শ্রদ্ধা সহকারে সৃষ্টিকর্তার আরাধনায় অশুভ প্রাপ্তি কমবে। সন্তানের সাথে মতপার্থক্য হবে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। শুভ রং: সাদা, উজ্জ্বল হালকা হলুদ, সবুজ ও গোলাপি। শুভ বার: রবি, সোম, বুধ, শুক্র।
ধনু / স্যজিটেরিয়াস (নভেম্বর ২৩ – ডিসেম্বর ২১) : ছোটখাট ভোগান্তি সারাটা বছরই লেগে থাকবে। সতর্ক না হলে এগুলি থেকেই কষ্টভোগ বাড়তে পারে। কোমর, হাঁটু, শিরদাঁড়ার ব্যথা বাড়বে। পেট, হার্ট, রক্ত, পায়ের সমস্যা, হাঁপানি ও সুগার বৃদ্ধির যোগ আছে। রক্তপাত যোগ থাকায় ঘরে বাইরে সতর্কতা দরকার। চিকিৎসা বিভ্রাটের যোগও আছে। কাজকর্মের দিকটি সারা বছরই মোটামুটি ভালো থাকবে। শত্রুরা ও বিরোধী পক্ষ পরাভূত হবে। তবে বিশেষ কোনও ক্ষেত্রে কর্মে বাধার সম্মুখীন হতে পারেন বা বদনামের ভাগীদারও হতে পারেন। বিজ্ঞানী, গবেষক, অধ্যাপক, চিকিৎসক, বিচারক, আইনজীবী, ওষুধ ব্যবসায়ী, ভেষজ দ্রব্যের ব্যবসায়ী, শস্য ব্যবসায়ী, সরকারি, আধা সরকারি কর্মী, অসংগঠিত ক্ষেত্রের কর্মী, আইটি, ম্যানেজমেন্ট কর্মীসহ কম্পিউটার কর্মী, সরকারি আমলা, হিসাদ বক্ষক, আয়কর, বিক্রয়কর, গোয়েন্দা, ডাক্তার, শিল্পপতি প্রমুখের পক্ষে বছরটা শুভ। রাজনীতিবিদদের বিশেষ সাফল্য, জনসমর্থন বৃদ্ধি ও সুনামের প্রবল যোগ। বিদেশে কর্মলাভ ও ভাগ্য উন্নতিও অসম্ভব নয়। বিদ্যাশিক্ষায় বাধা থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ফল মনমত নাও হতে পারে। তবে চিকিৎসা বিজ্ঞান, কলা ও অর্থশাস্ত্র অধ্যয়নে বিশেষ শুভফল প্রাপ্তির সম্ভাবনা। ভাই বোনের সম্পর্ক একপ্রকার থাকবে। বন্ধুরূপী শত্রু থেকে সতর্ক থাকতে হবে। নিজের আচার-আচরণ, বাক্য সংযত করতে না পারলে অপযশ ও দেহে আঘাত প্রাপ্তির যোগ রয়েছে। শত্রুকে তুচ্ছ জ্ঞান করে বিপদগ্রস্ত হতে পারেন। দাম্পত্য সম্পর্কে চাপ ওঠানামা করবে। অতিরিক্ত ভবিষ্যৎ চিন্তা ও মানসিক অস্থিরতার জন্য হতাশগ্রন্ত হতে পারেন। ধর্মকর্মে শুভ ফল পাবেন ও মানসিক শান্তি লাভ হবে। বৈষয়িক উন্নতি আয় বৃদ্ধির সঙ্গে নিজ অবদান রাখতে পারবেন এবং সম্মান প্রভাব প্রতিপত্তি বাড়বে। অর্থভাগ্য শুভ। সঞ্চয় হবে। শুভ রং: সাদা, লাল, উজ্জ্বল হালকা হলুদ। শুভবার: রবি, সোম, বৃহস্পতি, শুক্র।
মকর/ ক্যাপ্রিকন (ডিসেম্বর ২২ – জানুয়ারি ২০) : মার্চ থেকে মকর রাশি সাড়েসাতির প্রভাব থেকে মুক্ত হবে। তবুও পরবর্তী সময় থেকে বছরটি শেষ পর্যন্ত বিশেষ হানিকর না হলেও সার্বিক বাধাপ্রবণ থাকবে। স্বাস্থ্য, অর্থ, কর্ম সর্বক্ষেত্রেই বাধা ও উন্নতি যোগ সমান্তরাল। স্বাস্থ্য ক্ষেত্রে বছরটি বিশেষ শুভ নয়। জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত শরীর কমবেশি ভোগান্তি থাকবে। কোমর, হাঁটু, পা, ঘাড়, পিঠের যন্ত্রণা, বাত ও নার্ভের রোগ, ত্বকের সমস্যা, সর্দি- কাশিজ্বর, উদর ও হার্টের সমস্যাও হতে পারে। চলাফেরায় সতর্ক হতে হবে, আঘাত ও রক্তপাত যোগ প্রবল। ব্যবসায় বৃদ্ধি ও নতুন ব্যবসার যোগ আছে। তবে চলতি বছর ব্যবসার ক্ষেত্রে সঠিক দেখাশোনার অভাবে চাপ ও অর্থ ক্ষতিও অসম্ভব নয়। জুন- জুলাই মাস পর্যন্ত ব্যবসা খুব একটা ভালো যাবে না। হঠকারী সিদ্ধান্ত পরিত্যাগ করে ঠান্ডা মাথায় পরিস্থিতির মোকাবিলা করুন। সারা বছরই কাজকর্ম নিয়ে মানসিক উত্তেজনা ও চাঞ্চল্য থাকবে। অর্থকড়ি আয় হলেও তা ধরে রাখা কঠিন হতে পারে। চামড়া, খেলার সরঞ্জাম, চিকিৎসা সরঞ্জাম, ওষুধ ব্যবসা প্রভৃতি ক্ষেত্রে নিযুক্তদের সাফল্য ও অর্থকড়ি উপার্জন অন্যদের থেকে কিছুটা বেশি হবে। যদিও রাশির সার্বিক অর্থ ভাগ্য মোটের ওপর শুভ। যন্ত্রপাতি, ছাপাখানার ব্যবসা প্রভৃতি ক্ষেত্রে বাধা থাকবে। শিল্প মালিকদের কর্মী অসন্তোষ বা যন্ত্র বৈকল্যের জন্য উৎপাদনে বাধা আসতে পারে। রাজনীতি বা জনসংযোগমূলক কর্মে বিশেষ শুভ। বিদ্যার্থীদের বিদ্যাচর্চা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুভ ফল প্রাপ্তি। উচ্চতর শিক্ষায় বিশেষ কোনও ভালো সুযোগ প্রাপ্তিও অসম্ভব নয়। পারিবারিক ক্ষেত্রে স্বার্থ সংঘাত ও ভুল বোঝাবুঝি, অশান্তির যোগ আছে। দাম্পত্য ক্ষেত্র মোটের উপর শুভ। সন্তানের জন্য প্রভৃত অর্থ ব্যয় করেও প্রকৃত ভালোবাসা নাও পেতে পারেন। অবিবাহিতদের বিবাহের যোগ আছে। অর্থ ভাগ্য কমবেশি শুভ। শেয়ার বা ওই জাতীয় প্রভৃতি ক্ষেত্র থেকে জুন মাসের পর শুভ ফল লাভের সম্ভাবনা। কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রচণ্ড মানসিক চঞ্চলতা অস্থিরতা ও সিদ্ধান্তহীনতায় কর্ম সমস্যায় পড়তে হতে পারেন। শুভ রং: সাদা, উজ্জ্বল-হালকা আকাশি। শুভ বার: রবি, সোম, বুধ, শনি।
কুম্ভ / অ্যাকুইরিয়াস (জানুয়ারি ২১ – ফেব্রুয়ারি ১৯) : বর্তমান বছরটি জাতক-জাতিকার পক্ষে মোটামুটি শুভ। যারা কর্ম প্রচেষ্টা করছেন তাদের প্রয়াস সার্থক হবে। শিক্ষক, অধ্যাপক, শিল্পী, সাহিত্যিক প্রমুখের সম্মান ও উপার্জন বৃদ্ধির যোগ। খাদ্য, বিভিন্ন দ্রব্য, হোটেল, গাড়ি, লৌহজাত দ্রব্য, মোবাইল ফোন, কম্পিউটার সংক্রান্ত দ্রব্যের ব্যবসায় বিশেষ ভালো হবে। রাসায়নিক দ্রব্যের ব্যবসায় মন্দা আসতে পারে। কর্মের বিভিন্নক্ষেত্রে নানাবিধ বাধাবিঘ্ন থাকলেও সাফল্য পাবেন। প্রতিরক্ষা, গোয়েন্দা কর্মী, চিকিৎসক, রাজনীতিকদের, ওষুধ নির্মাতা, রাসায়নিক, চর্ম শিল্প, খাদ্য প্রস্তুতকারী সংস্থা প্রভৃতির পক্ষে সময়টা অপেক্ষাকৃত শুভ। কর্মক্ষেত্রে আর্থিক উন্নতির যোগ রয়েছে। ব্যবসায়ীদের ধনাগম ভাগ্য শুভ। তবে ঋণের যোগ থাকায় আর্থিক সিদ্ধান্ত গ্রহণে বা ব্যয়ের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। সন্তানের ক্ষেত্র শুভ। বাবসায়িক বা যে কোনও অর্থ লগ্নির ক্ষেত্রে আবেগের বশে কাজ করলে ক্ষতি হবে। বিদ্যার্থীদের পক্ষে সময়টা ক্রমশ শুভ হবে, উচ্চশিক্ষা ও গবেষণায় শুভ। চলতি বছরটাতে শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে। মুখমণ্ডলের সমস্যা, পুরনো রোগ ফিরে আসতে পারে। নার্ভ, উদর ও নিম্নাঙ্গের পীড়ায় কষ্ট ভোগ রয়েছে। শারীরিক ক্ষত বা জরায়ু সম্পর্কিত কোনও রোগের ক্ষেত্রে প্রথম থেকেই সতর্ক না হলে বিপদে পড়তে পারেন। শরীরে আঘাত ও দুর্ঘটনা যোগ থাকায় বিশেষ সতর্ক হন। উপার্জন ও সঞ্চয়ের অনুকূল যোগ। আত্মীয় বা বন্ধু সম্পর্কের অবনতি হতে পারে। ভাই-বোনের সম্পর্কের মধ্যে উত্তেজনা সৃষ্টি হতে পারে। ভুল সিদ্ধান্তের জন্য অর্থক্ষতি ও ভোগান্তির যোগ। বিবাহিত জীবন কমবেশি শুভ। তবে প্রথম সাত মাস দাম্পত্য জীবনের পারস্পরিক সম্পর্কে ওঠানামা থাকতে পারে। শত্রু সক্রিয় হবে এবং তাদের শক্তি বৃদ্ধি পাবে। প্রেম যোগ শুভ। ধর্মকর্মে মানসিক শান্তি। বাক্য ব্যবহারে সতর্ক হোন। নচেৎ মানসিক অস্থিরতা ও উত্তেজনার ফলে ঘরে বাইরে বিড়ম্বনা পড়তে হবে। শুভ রং: সাদা, উজ্জ্বল আকাশি ও লাল। শুভবার: রবি, মঙ্গল, বৃহস্পতি, শনি।
মীন/ পিসেস (ফেব্রুয়ারি ২০ – মার্চ ২০) : আগামী মার্চ থেকে বাধার পরিমাণটা প্রায় সবদিকেই একটু বেশি থাকবে। কর্মজীবনে কিছুক্ষেত্রে গৌরব ও সাফল্য পেলেও তা বাধা ঠেলেই আসবে। আলস্য, দ্বৈত চিত্ততা ও অতিরিক্ত ভবিষ্যৎ চিন্তা পরিহার করে কাজ করে যান, সেটা আর্থিক কাজকর্মই হোক বা বিদ্যাশিক্ষা সবক্ষেত্রেই। কর্মসূত্রে দূরযাত্রার সম্ভাবনা থাকলেও ভেবেচিন্তে করুন। একাধিক উপায়ে টাকা পেতেও পারেন। সঞ্চয় যোগ আছে। বস্ত্র, শয্যা দ্রব্য, ওষুধ ব্যবসা, হোমিওপ্যাথি ওষুধের, রত্ন, অলঙ্কার, সোনা-রুপোর, জলজ দ্রব্যের ব্যবসা বিশেষ শুভ। বিচারক, সরকারি কর্মচারী, অধ্যাপক, চিকিৎসক, আইনজীবী, আমলা প্রমুখের উপার্জন সম্মান ও সুনাম বৃদ্ধির যোগ। ব্যাঙ্ক-বিমা-আইটি-কম্পিউটার প্রভৃতি কর্মীদের কর্ম সাফল্য। পারিবারিক ক্ষেত্রটি বিশেষ শুভ। শিক্ষা বিভাগ বা বুদ্ধিজীবীদের পক্ষে বছরটি শুভাশুভ মিশ্রভাবে কাটবে। বেশি লোভ বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের জন্য আইনি সমস্যায় পড়তে হতে পারে। যানবাহনাদির চালনায় সতর্ক হন। যানবাহন নিয়ে ঝামেলা-ঝঞ্ঝঞ্ঝাট কমবেশি লেগেই থাকবে। গুরুজনের সঙ্গে বিরোধ এবং তাদের স্বাস্থ্য নিয়ে সঙ্কটজনক পরিস্থিতিও তৈরি হতে পারে। ভাই বোনের সম্পর্ক মোটামুটি থাকবে। দাম্পত্য যোগ শুভ। বিদ্যার্থীদের বিদ্যাচর্চায় অমনোযোগ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলের অভাব। স্বাস্থ্যের দিকটি ভালো মন্দ মিশিয়ে কাটবে। কফ, নার্ভ, বাত, লিভার, রক্তঘটিত পীড়া ও হৃদরোগের আশঙ্কা আছে। রক্তপাত ও আঘাতযোগও বিদ্যমান। সন্তানের বিদ্যায় মনোযোগের অভাব। মানসিক অস্থিরতা, উত্তেজনা ও হতাশ ভাব ওঠানামা করবে। মাঝেমধ্যে একাকিত্বে ভুগতে হতে পারে। শুভ রং: সাদা, লাল ও হালকা হলুদ। শুভ বার: রবি, সোম, বৃহস্পতি, শুক্র।