২ নভেম্বর থেকে মিলবে অক্সফোর্ডের টিকা!

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কোভিড-টিকা। প্রতীকী ছবি

কোভিড-টিকা। প্রতীকী ছবি

আর এক সপ্তাহের মধ্যেই ব্রিটেনে সাধারণ মানুষের ওপরে কোভিড-টিকার প্রয়োগ করা শুরু হয়ে যেতে পারে। এমনই সুখবর জানিয়েছে অক্সফোর্ড।

টিকার প্রয়োগের জন্য লন্ডনের প্রথম সারির একটি হাসপাতালকে তৈরি থাকতে বলা হয়েছে। যদিও ওই হাসপাতালের নাম বা কত জনকে টিকা দেওয়া হবে, সে সব বিষয় এখনও স্পষ্ট নয়।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা বলছেন, শেষ পর্যন্ত সেই কার্যকারিতা থাকলে করোনা যুদ্ধে বড় গেমচেঞ্জার হতে চলেছে অক্সফোর্ডের টিকা।

এদিকে সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, নভেম্বরের শুরুতে টিকা দেওয়ার প্রস্তুতি নিয়ে দেশটির একটি হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২ নভেম্বর শুরু হওয়া সপ্তাহ থেকেই ব্রিটেনের সাধারণ নাগরিকদের ওপর এই টিকার প্রয়োগ শুরু হতে পারে বলে দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে।

বিজ্ঞাপন

করোনাভাইরাসের টিকা তৈরির লড়াইয়ে নেমেছে বিশ্বের অনেক দেশ। কার্যত একে অপরকে টেক্কা দেওয়ার প্রতিযোগিতাও চলছে। তার মধ্যে অক্সফোর্ডের সঙ্গে মিলিতভাবে সম্ভাব্য টিকা তৈরি করেছে অ্যাস্ট্রোজেনেকা।

গতকাল অ্যাস্ট্রোজেনেকার মুখপাত্র বলেছেন, ‘এটা অত্যন্ত আশাব্যঞ্জক যে প্রবীণ এবং তুলনায় কিছুটা কম বয়সীদের শরীরে একই রকম কাজ করছে টিকা এবং তা অবশ্যই ইতিবাচক।’