গাড়ির ইঞ্জিনের ভিতরে বিশাল অজগর!

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি গাড়ির হুডের নীচ থেকে বিশালাকৃতির এক বার্মিজ অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটি গাড়ির ইঞ্জিনের মধ্যে আশ্রয় নিয়েছিল ৷ যার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ৷

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের উইস্কনসিন নিবাসী এক মহিলার গাড়িতে হঠাৎ সমস্যা দেখা দেয়। সমস্যার কারণ খুঁজতে গিয়ে গাড়ির হুডের নীচ বিশালাকৃতির বার্মিজ অজগর দেখে মহিলাটি অবাক হয়ে যায়। সাপটি উদ্ধার করতে স্থানীয় পুলিশকে ডাকা হয় ৷ পুলিশ সাপটি উদ্ধার করতে ব্যর্থ হলে পরিস্থিতি সামলাতে ডাকা হয় সাপুড়েকে ৷ পরে ১০ ফুট দৈর্ঘ্যের অজগরটি উদ্ধার করে সাপুড়ে ৷ 

বিজ্ঞাপন

গাড়িতে অজগর উদ্ধারের ঘটনা এটিই প্রথম নয় ৷ এর আগে ভার্জিনিয়াতে এক মহিলা গাড়ি চালানোর সময় গাড়ির এয়ার ভেন্ট থেকে একটি সাপকে বেরিয়ে আসতে দেখেন ৷

 

বিজ্ঞাপন