মেক্সিকোর প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

সোমবার (২৫ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

রোববার (২৪ জানুয়ারি) দেশটির প্রেসিডেন্টের দফতর জানায়, আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর করোনা পরীক্ষা করেছেন। পরীক্ষায় তার করোনা পজিটিভ এসেছে।

মেক্সিকোর প্রেসিডেন্টের দফতর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, গতকাল বিকেলে তার করোনা শনাক্ত হয়। এখন তিনি তার সরকারি বাসভবনে আইসোলেশনে থাকবেন।

বিজ্ঞাপন

প্রেসিডেন্টের শরীরে করোনাভাইরাসের হালকা লক্ষণ রয়েছে।

বরাবরের মতো আমি আশাবাদী সুস্থ হবো বলে জানিয়েছেন ৬৭ বছর বয়সী এই প্রেসিডেন্ট।

মেক্সিকোর প্রেসিডেন্ট এক টুইটার বার্তায় বলেছেন, তার অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী নিয়মিত সকালের সংবাদ সম্মেলন পরিচালনা করবেন।

তবে, তিনি বলেছেন, সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে একটি অনলাইন বৈঠক করবেন। করোনার চিকিৎসা নেওয়ার সময় জনসাধারণের বিষয়ে খোঁজ খবর রাখবেন বলে জানান আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর।

বিশ্ব করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে মেক্সিকোর অবস্থান ১৩তম।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, মেক্সিকোয় এখন পর্যন্ত প্রায় ১৭ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে করোনায় ১ লাখ ৪৯ হাজারের বেশি মানুষ মারা গেছেন।