যুক্তরাষ্ট্রে ফার্মেসিতে পাওয়া যাবে করোনার ভ্যাকসিন!
খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের ফার্মেসিগুলোতে করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া যাবে বলে জানিয়েছে হোয়াইট হাউসের করোনা-সংক্রমণ বিষয়ক সমন্বয়কারী দলের অন্যতম জেফ্রি ডি জিয়েন্টস।
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) তিনি বলেছেন, ফেডারেল সরকার একটি প্রোগ্রামের আওতায় আগামী ১১ ফেব্রুয়ারি থেকে প্রায় ৬ হাজার ৫০০ ফার্মাসিতে ১০ লাখ ডোজ ভ্যাকসিন দিবে। এবং প্রায় ৪০ হাজার ওষুধের দোকান এবং মুদি দোকানগুলিতে সরাসরি ভ্যাকসিন সরবরাহ করা হবে।
এই প্রোগ্রামটি সূচনা হলে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশাল আকারে টিকা দেওয়ার প্রচারণার নতুন পর্বের সূচনা করবে। এবং ধীরে ধীরে এমন একটি ড্রাইভ স্থানান্তর করবে যা এখন পর্যন্ত স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং স্টেডিয়ামের মতো বিশাল কেন্দ্রগুলিকে আরও ছোট করে আনবে। এতে সাধারণ মানুষকে টিকা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাম্প্রতিক সপ্তাহগুলিতে কয়েকটি রাজ্যে কিছু ভ্যাকসিনের ডোজ ফার্মেসিতে দিয়েছে, তবে ফেডারেল প্রোগ্রামগুলি চালু হলে রাজ্যগুলিতে বরাদ্দকৃত ডোজের সংখ্যা ব্যাপক পরিমাণে প্রসারিত করবে।
জেন্টস বলেছেন, ফেডারেল সরকার ফার্মাসি প্রোগ্রামের অধীনে প্রতিটি রাজ্যের জনসংখ্যার ভিত্তিতে ভ্যাকসিন বরাদ্দ করবে, কারণ এটি অন্যান্য চ্যানেলের মাধ্যমে বিতরণ করা ভ্যাকসিনগুলির জন্য কাজ করছে।