তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ১১ সেনা সদস্য নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তুরস্কের দক্ষিণাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সেনা বাহিনীর ১১ সদস্য নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

বিজ্ঞাপন

আল-জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার (০৪ মার্চ) কুর্দি-জনবহুল বিটলিস প্রদেশের তাতভান শহরের নিকটবর্তী কেকমেস গ্রামের কাছে সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে সেনা বাহিনীর ১১ সদস্য নিহত এবং দুইজন আহত হয়েছে।

কুগার ধরনের হেলিকপ্টারটি নিকটস্থ বিনগোল প্রদেশ থেকে তাতভানে যাচ্ছিল। হেলিকপ্টারটি রাডার থেকে বেলা ২টা ২৫ মিনিটে অদৃশ্য হয়ে যায়। আহত সেনা সদস্যদের হাসপাতালে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

টুইটারে তুরস্কের প্রধান জাতীয়তাবাদী দলের নেতা ডেভলেট বাহসেলি জানিয়েছেন, নিহতদের মধ্যে সেনাবাহিনীর কমান্ডার ও লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার কর্মকর্তা ছিলেন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দুর্ঘটনাকে অত্যন্ত দুঃখজনক আখ্যায়িত করেছেন।

তুর্কি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার, স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়েলু এবং প্রবীণ সামরিক ব্যক্তিবর্গ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনার জন্য ন্যাটো মিত্রের প্রতি সমবেদনা জানান।