ক্যাপিটল ভবনে হামলার চেষ্টা অত্যন্ত দুঃখজনক: বাইডেন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলার চেষ্টা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সিএনএনের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২ এপ্রিল) এ হামলার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় এক পুলিশ অফিসারসহ নিহত হয়েছেন সন্দেহভাজন হামলাকারীও। হামলার পরপরই ক্যাপিটল ভবন লকডাউন করা হয়।

বিজ্ঞাপন

ক্যাম্প ডেভিডে ইস্টার সানডের ছুটিতে থাকা জো বাইডেন হামলায় নিহত পুলিশ সদস্য উইলিয়াম ইভান্সের পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

বাইডেন এক বিবৃতিতে বলেন, জিল ও আমি ক্যাপিটল ভবনের নিরাপত্তার চেকপয়েন্টে সহিংস হামলা সম্পর্কে জানতে পেরে অত্যন্ত দুঃখ পেয়েছি।

বিজ্ঞাপন

ক্যাপিটল ভবনে গত ৬ জানুয়ারি তৎকালীন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার পর শুক্রবার এ ঘটনা ঘটল।

মার্কিন গণমাধ্যম জানিয়েছে, হামলাকারী ইন্ডিয়ানার ২৫ বছর বয়সী কৃষ্ণাঙ্গ যুবক এবং কৃষ্ণাঙ্গ জাতীয়তাবাদী নেশন অব ইসলাম আন্দোলনের অনুগামী হতে পারে।

ক্যাপিটল পুলিশের ভারপ্রাপ্ত প্রধান ইয়োগান্ডা ডি. পিটম্যান বলেন, হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আহত দুই সদস্যের মধ্যে একজন নিহত হয়েছেন।

মেট্রোপলিটন পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান রবার্ট কনটে বলেছেন, এখন পর্যন্ত এই হামলাকে সন্ত্রাসবাদের ঘটনা বলে মনে হচ্ছে না।