ভোটের রঙ্গভরা পশ্চিমবঙ্গ
'রঙ্গভরা বঙ্গদেশ'-এর সুনাম-দুর্নাম ছিল ব্রিটিশ আমলে। কবি, সাহিত্যিক, লেখকদের বর্ণনায় রঙ্গ আর বঙ্গ মাখামাখি করেছে। এখন যেমন করছে পশ্চিমবঙ্গের ভোটের বাজারে।
ভোটের মাঠে এতো রঙ্গরসিকতা অতীতে দেখা যায়নি, যা দেখাচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট। এক পায়ে গদি বাঁচাতে লড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, 'এক পায়েই রাজ্য থেকে বিজেপি তাড়াবো, দুই পায়ে দিল্লির কেন্দ্র থেকে তাড়াবো বিজেপিকে।'
তৃণমূলকে ক্ষমতা থেকে হটাতে পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী থেকে শীর্ষ বিজেপি নেতাদের আসা-যাওয়াকে 'ডেইলি পেসেঞ্জারি' বলেও রঙ্গ-ব্যাঙ্গ করা হচ্ছে। নানা বক্তব্য, অঙ্গভঙ্গি ও আচরণ নিয়েও চলছে রঙ্গরস।
ভোটের রঙ্গভরা পশ্চিমবঙ্গের ষোলকলা পূর্ণ হয়েছে অভিনেতা-নেত্রীদের রঙ্গকলায়। বাম, তৃণমূল হয়ে বয়স্ক নায়ক মিঠুন চক্রবর্তী এ দফায় বিজেপি পক্ষে মাঠে নেমে নিজেকে 'গোখরো সাপ' দাবি করে 'মারবো ছোবল' বলে ভয় দেখালেন। তারস্বরে তৃণমূল হুঙ্কার দিল 'খেলা হবে' বলে। তাবৎ পশ্চিমবঙ্গে নিমেষে ছড়িয়ে যাওয়া 'খেলা হবে' স্লোগানের কপিরাইট অবশ্য বাংলাদেশের নারায়ণগঞ্জের একজন আলোচিত-সমালোচিত নেতার। কলকাতার কেউ কেউ দূর থেকে প্রতিকী সাষ্টাঙ্গে প্রণাম করে স্রষ্টার কথা স্মরণ করেছেন।
বিজেপি ও মিঠুনের সাপতত্ত্বের বিরুদ্ধে তৃণমূলের হয়ে মাঠে নেমে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সেলিব্রেটি জয়া ভাদুরি বচ্চন নিজের 'প্রবাসী বাঙালি' পরিচিতি তুলে ধরে বলেছেন, 'বাংলাকে বাঁচাতে মমতা ও তৃণমূলের বিকল্প নেই।'
ভোটের রঙ্গভরা পশ্চিমবঙ্গে একাধিক তারকা নির্বাচনে লড়ছেন। আসানসোলে তৃণমূলের সায়নী ঘোষকে টেক্কা দিতে অগ্নিমিত্রা পাল দৌঁড়াচ্ছেন। লড়ছেন সায়ন্তনী, শ্রাবন্তী, সায়ন আরও অনেকে। পুরনো রাজনীতিবিদরাও নির্বাচনি বৈতরণী পাড়ি দিতে অভিনেতা-নেত্রীদের হাত ধরেছেন, কথায় ও পোশাকে নানা রঙ্গরসিকতায় ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন।
উত্তর কলকাতার বি.টি. রোডের কামারহাটি, রথতলা, বেলঘড়িয়ার তৃণমূল প্রার্থী মদন মিত্র রীতিমতে যাত্রা-নাটকের পোষাকে মাঠে-ময়দানে আবির্ভূত হচ্ছেন। সাবেক এই মন্ত্রী সঙ্গে রাখছেন টালিউডের নায়ক-নায়িকাদের। আমজনতা এসব বেশ উপভোগ করছে।
আট দফার বিধানসভা নির্বাচনে যত না রাজনীতি ও মতাদর্শ, তার চেয়ে বেশি রঙ্গরস, উত্তেজনা, হুঙ্কার ও উত্তেজনা ছড়াচ্ছে পশ্চিমবঙ্গে। ভোটের রঙ্গভরা পশ্চিমবঙ্গের প্রকৃত ফলাফল কেমন হয়, সেটা অবশ্য মে মাসের শুরুতেই স্পষ্ট হবে। ততদিন চলতেই থাকবে ভোটের রঙ্গরসপটু কথা ও আচরণ।