দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশির মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গের লেনেসিয়া এলাকায় ডাকাতের গুলিতে জাবের হোসেন (২২) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

স্থানীয় বাংলাদেশি টিপু সুলতান জানান, গত শুক্রবার রাত প্রায় ১২টার সময় একদল ডাকাত দোকানের পেছনের দরজা ভেঙে ভিতরে ঢুকতে চেষ্টা করে। দরজা ভাঙার শব্দ শুনে দোকানের মালিক সামনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার সময় ডাকাত দল তাকে ধরে তার হাতের ফোন নিয়ে নেয়।

বিজ্ঞাপন

এ সময় রাস্তা দিয়ে একটা গাড়ি আসতে দেখে ডাকাত দল তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। তখন তিনি পাশে থাকা অন্য এক বাংলাদেশির বাসায় আশ্রয় নেন। পরে আশপাশের বাংলাদেশিরা দোকানে প্রবেশ করলে ভেতরে থাকা কর্মচারীকে গুলিবিদ্ধ অবস্থায় নিহত দেখতে পান।

পরে পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

বিজ্ঞাপন

নিহত জাবের হোসেন নোয়াখালীর বেগমগঞ্জের ২নং দাউদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের তুফান মিয়াজি বাড়ীর নরশেদ মিয়ার ছেলে। তিনি ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে দক্ষিণ আফ্রিকায় আসেন। এখানে সুজন নামে এক বাংলাদেশির দোকানে চাকরি করতেন। মঙ্গলবার বেলা ২টার সময় লানেসিয়ায় তার জানাজা সম্পন্ন হয়। বাংলাদেশে লকডাউন শেষ হলে লাশ দেশে পাঠানো হবে বলে জানান সুজন।