ফেসবুকে ট্রাম্পের নিষেধাজ্ঞা বহাল

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি ‘ব্যান’ তথা নিষেধাজ্ঞার বিষয়টি তদারকি বোর্ড বহাল রেখেছে। নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে নাকি সেটি বহাল থাকবে, সেই সিদ্ধান্ত নিতে বোর্ডের কাছে ফেসবুক কর্তৃপক্ষ বিষয়টি পাঠিয়েছিল।

বুধবার (০৫ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমের স্বাধীন পর্যবেক্ষণ বোর্ড এ সিদ্ধান্তের কথা জানায়।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মার্কিন কংগ্রেস ভবনে সহিংসতার পরের দিন থেকে ডোনাল্ড ট্রাম্পকে ফেসবুকে নিষিদ্ধ করা ন্যায়সঙ্গত, তবে এই নিষেধাজ্ঞার কার্যকরতা কত দিন থাকবে তা পুনর্বিবেচনা করা দরকার বলে জানিয়েছে ‘ওভারসাইট বোর্ড’ বা তদারকি বোর্ড ।

এর আগে, গত ৭ জানুয়ারি ফেসবুক ও ইন্সটাগ্রাম ট্রাম্পের অ্যাকাউন্ট ব্যান করে। এ বিষয়ে নিজেদের অবস্থানও পরিষ্কার করে ফেসবুক। তারা বলেন, ‘আমাদের বিশ্বাস এ সিদ্ধান্ত ছিল প্রয়োজনীয় এবং যথার্থ। এখন বোর্ডের সিদ্ধান্তটা জানা গুরুত্বপূর্ণ। বোর্ডের সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত তার আইডি ব্যান থাকবে।

বিজ্ঞাপন

রয়টার্স জানায়, ওভারসাইট বোর্ড কী সিদ্ধান্ত দেয় তা দেখার অপেক্ষায় ছিলেন অনেকেই, কারণ ভবিষ্যতে রাষ্ট্রনেতারা নিয়ম ভাঙলে ফেসবুক কেমন পদক্ষেপ নেবে, বোর্ডের সিদ্ধান্তেই তার ইঙ্গিত মিলবে।