ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতির আহ্বান বাইডেনের

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে রক্তক্ষয়ী সহিংসতার আটদিন পর যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার (১৮ মে) বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

জো বাইডেন সোমবার (১৭ মে) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এবিষয়ে ফোনে কথা বলেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র মিশর ও অন্যান্য দেশের সঙ্গে শত্রুতা বন্ধে কাজ করছে।

কিন্তু ফিলিস্তিনের গাজায় ইসরায়লি হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাব আবারও আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে তৃতীয়বারের মতো নিন্দা প্রস্তাব আটকাল যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন

নিরাপত্তা পরিষদ থেকে অস্ত্রবিরতির আহ্বানের জন্য নরওয়ে, চীন ও তিউনিসয়ার নেতৃত্বে চেষ্টা চলছে। তবে যুক্তরাষ্ট্রের বিরোধিতায় এখনো তা ফলপ্রসূ হয়নি।
দ্বন্দ্বটি এখন শেষ হওয়ার খুব কম চিহ্ন সহ দ্বিতীয় সপ্তাহে।

ইসরায়েল মঙ্গলবার ভোরে গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে।