যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৭

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলের নিকটবর্তী পার্সি প্রিস্ট লেকে একটি বিমান বিধ্বস্ত হয়ে সাত আরোহী মারা গেছেন।

স্থানীয় সময় শনিবার (২৯ মে) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর এবিসি নিউজের।

বিজ্ঞাপন

এঘটনায় মার্কিন ফেডারেল অ্যাভিয়েশনের কর্মকর্তারা এক বিবৃতিতে জনিয়েছেন, সিসনা সি ৫০১ মডেলের একটি ছোট বিমান শনিবার সকাল ১১টার দিকে স্থানীয় একটি বিমানবন্দর থেকে উড্ডয়নের পর স্মিরনার কাছে পার্সি প্রিস্ট লেকের ওপর বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

রাদারফোর্ড কাউন্টির উদ্ধারকর্মীরা খবর পেয়েই ঘটনাস্থলে যান এবং তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করে। তবে রাদারফোর্ড কাউন্টি ফায়ার রেসকিউ অপারেশনের ক্যাপ্টেন জোশুয়া স্যান্ডার্স এক সাংবাদিক সম্মেলনে ইঙ্গিত দিয়েছেন যে, এই ঘটনায় কোনো যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা নেই। তিনি বলেন, আমরা সবরকম প্রচেষ্টা চালাচ্ছি। কেউ বেঁচে আছে কিনা দেখার চেষ্টা করছি। তবে মনে হয় না কেউ জীবিত আছে। তিনি আরও বলেন, নিহত ব্যক্তিদের পরিবারকে না জানানো পর্যন্ত কারোর নাম এখনও প্রকাশ্যে আনা হবে না।

বিজ্ঞাপন

এর আগে শনিবার সকালে জানানো হয়েছিল এই ঘটনায় ১ জন মারা গিয়েছে। তারপর বেলা গড়াতেই জোর দেওয়া হয় উদ্ধার কাজে। ধীরে ধীরে বাড়তে থাকে মৃত্যুর সংখ্যা। উদ্ধারকারীরা প্লেনের ধ্বংসাবশেষ শনাক্ত করতে পেরেছে। স্যান্ডার্স জানিয়েছে গোটা ঘটনাটি লেকের ওপরে হয়েছে, তাই উদ্ধার কাজ করতে দেরি হচ্ছে।