অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ না করার আহ্বান কমলার

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অভিবাসনপ্রত্যাশীদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ না করার আহ্বান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

ক্ষমতা গ্রহণের পর সোমবার (০৭ জুন) প্রথম বিদেশ সফরে গুয়াতেমালায় যান তিনি। সেখানে তিনি দেশটির প্রেসিডেন্ট আলেজান্দ্রো গিয়ামত্তেইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিজ্ঞাপন

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, গুয়েতেমালার প্রেসিডেন্টের আলেজান্দ্রো গিয়ামত্তেইয়ের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিয়ে কমলা হ্যারিস বলেন, গুয়েতেমালা, এল সালভাদর ও হন্ডুরাসের জনগণকে যুক্তরাষ্ট্রমুখী হওয়া থেকে বিরত রাখা খুবই জরুরি। সীমান্ত সুরক্ষিত রাখতে আইন প্রয়োগ করা হবে। অবৈধভাবে প্রবেশের চেষ্টাকারীদের সীমান্ত থেকেই ফিরিয়ে দেওয়া হবে। সুতরাং এভাবে আসবেন না।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে আসবেন না, আসবেন না।

বিজ্ঞাপন

মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, আপনি যদি আমাদের দেশের সীমান্তে যান, তবে আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। এ ছাড়া দীর্ঘদিনের এসব সমস্যা সমাধানে গুয়াতেমালার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন কমলা।