নোভাভ্যাক্সের টিকা করোনা ঠেকাতে ৯০ শতাংশ কার্যকর

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টিকা প্রস্তুতকারক কোম্পানি নোভাভ্যাক্সের তৈরি করোনা টিকা ৯০ শতাংশের বেশি কার্যকর বলে দাবি করা হয়েছে।

সোমবার (১৪ জুন) যুক্তরাষ্ট্রভিত্তিক ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল প্রকাশ করে কোম্পানিটি এই তথ্য জানিয়েছে। তাদের দাবি, করোনার বিভিন্ন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এই কার্যকারিতার হার পাওয়া গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

বিজ্ঞাপন

ক্লিনিক্যাল ট্রায়ালে যুক্তরাজ্য ও মেক্সিকোর প্রায় ৩০ হাজার স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। এই ধাপের ফলাফল প্রকাশ হওয়ার কারণে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে জরুরিভিত্তিতে টিকাটি প্রয়োগের অনুমোদনের পথ উন্মুক্ত হলো। এই বছরের তৃতীয়ার্ধ্বে টিকাটি অনুমোদন পেতে পারে বলে প্রত্যাশা করছে নোভাভ্যাক্স।

কোম্পানিটি জানিয়েছে, প্রোটিনভিত্তিক করোনা টিকাটি ৯০ শতাংশের বেশি কার্যকর। ক্লিনিক্যাল ট্রায়ালে অংশগ্রহণকারীদের মধ্যে যুক্তরাজ্য, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও ভারতে শনাক্ত হওয়া করোনার ভ্যারিয়েন্টও ছিল।

বিজ্ঞাপন

নোভাভ্যাক্সের গবেষণা ও উন্নয়ন প্রধান ডা. গ্রেগরি গ্লেন রয়টার্সকে বলেছেন, নোভাভ্যাক্স ভ্যাকসিনটি উচ্চ ঝুঁকির গুরুতর আক্রান্ত স্বেচ্ছাসেবীদের মধ্যে ৯১ শতাংশ কার্যকর ছিল। এবং মাঝারি ও গুরুতর আক্রান্তদের ক্ষেত্রে ১০০ শতাংশ এবং নোভাভ্যাক্স শনাক্ত করতে পারেনি এমন ভ্যারিয়েন্টের ক্ষেত্রে ৭০ শতাংশ কার্যকর।

তিনি বলেন, সত্যি কথা বলতে বিশ্বে করোনার নতুন যে ভ্যারিয়েন্ট ছড়াচ্ছে সেটির বিরুদ্ধে এই টিকা সুরক্ষা দিতে পারবে।