‘আমেরিকানরা কাবুল না ছাড়া পর্যন্ত মার্কিন সেনারা অবস্থান করবে’

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কাবুল থেকে সব আমেরিকানকে সরিয়ে না নেওয়া পর্যন্ত আফগানিস্তানে মার্কিন সেনারা অবস্থান করবেন। এর অর্থ ৩১ আগস্টের মধ্যে সেনা প্রত্যাহারের সময়সীমা অতিক্রম করলেও। খবর বিবিসির।

বুধবার (১৮ আগস্ট) বাইডেনের নতুন ঘোষণা আসা পর্যন্ত কাবুল বিমানবন্দর থেকে ৫ হাজার মানুষকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে। তবে তালেবানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, আফগানিস্তান ছাড়তে বাধা দিচ্ছে গোষ্ঠীটি।

বিজ্ঞাপন

এদিকে জালালাবাদে আফগান জাতীয় পতাকা সরিয়ে তালেবান পতাকা স্থাপনকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। এ সময় সেখানে গুলিবিদ্ধ হয়ে তিন জনের মৃত্যু ও ১২ জনেরও বেশি আহত হয়েছেন।

কাবুল বিমানবন্দরের পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকলেও আশপাশের সড়কে তালেবান যোদ্ধারা অবস্থান করছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সশস্ত্র তালেবান যোদ্ধারা সাধারণ মানুষকে চলাচলে বাধা দিচ্ছে, তাদের কাগজপত্র খতিয়ে দেখছে।

বিজ্ঞাপন

তালেবানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুনজাদার নেতৃত্বে একটি শাসক পরিষদ হতে পারে।

উল্লেখ, গত রোববার রাজধানী কাবুল দখল করে নেয় সংগঠনটি। এ নিয়ে পুরো আফগানিস্তান জুড়েই চাপা আতঙ্ক বিরাজ করছে। বুধবারও দেশটি ছেড়ে যাচ্ছে হাজার হাজার মানুষ। তবে এবারই প্রথম কোনো শহরে প্রতিবাদ জানাতে দেখা গেলো।