আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের প্রস্থান ‘সেরা সিদ্ধান্ত’: বাইডেন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেওয়াকে যুক্তরাষ্ট্রের জন্য ‘সেরা সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বিবিসির।

স্থানীয় সময় মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে হোয়াইট হাউসে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

বাইডেন বলেন, আমার বিশ্বাস, এটা নির্ভুল, বিচক্ষণ এবং সেরা সিদ্ধান্ত। আমেরিকানদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, যুদ্ধ শেষ করব। তাকে সম্মান করেছি। এই যুদ্ধটা অনন্তকাল চালিয়ে যেতে আমি প্রস্তুত ছিলাম না। এই সিদ্ধান্তের (সেনা সরানোর) দায়িত্ব আমি নিচ্ছি। কেউ কেউ বলবেন এটা আরও আগে শুরু হওয়া উচিত ছিল। তাতে অবশ্য আমি একমত নই।

বাইডেন বলেন, আমাদের সামনে দু’টো রাস্তা ছিল- হয় আফগানিস্তান থেকে চলে আসা অথবা পরিস্থিতি আরও খারাপ করে তোলা। সাধারণ নাগরিক, সামরিক বাহিনীর কর্তা, উপদেষ্টা এবং যুদ্ধক্ষেত্রে থাকা কমান্ডারদের সর্বসম্মতির ভিত্তিতেই সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা।

বিজ্ঞাপন

তিনি বলেন, যে আমেরিকানরা আফগানিস্তান ছাড়তে চেয়েছিলেন, তাঁদের ৯০ শতাংশকেই সরিয়ে আনা হয়েছে। এখনও যারা দেশ ছাড়তে ইচ্ছুক তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে জানান তিনি।

বাইডেন জানিয়েছেন, সেনা সরানো হলেও আফগানিস্তান এবং অন্যান্য দেশে সন্ত্রাসের বিরুদ্ধে আমেরিকার লড়াই চলবে। আইএস-কে জঙ্গিদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘তোমাদের শিক্ষা দেওয়া এখনও শেষ হয়নি। আমেরিকা ভুলবেও না, ক্ষমাও করবে না ‘।

অল্প সময়ের মধ্যে আফগানিস্তান থেকে ১ লাখ ২০ হাজার লোককে সরানোয় মার্কিন বাহিনীর ‘অসাধারণ সাফল্য’ বলে অ্যাখা দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।

তিনি বলেন, ইতিহাসে কোনো জাতিই এমন কিছু করে দেখাতে পারেনি। শুধু যুক্তরাষ্ট্রেরই এটি করার সক্ষমতা আছে।