আইডায় ৯ জনের মৃত্যু, নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা ঘোষণা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যা ও টর্নেডো আঘাতে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। রেকর্ড বৃষ্টিপাতের কারণে নিউইয়র্ক ও নিউজার্সি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাসিওর বরাতে বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) এ তথ্য জানায় বিবিসি।

বিজ্ঞাপন

নিউইয়র্ক শহরের মেয়র বিল ডি ব্লাসিও এই পরিস্থিতিকে 'বিপজ্জনক' আখ্যা দিয়ে বলেছেন, এটি ‘ভয়াবহ বন্যা’।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে নিউইয়র্ক শহরের রাস্তা, বাড়িঘর বৃষ্টির পানিতে ডুবে আছে। সেই পানি সাবওয়েতে ঢুকে পড়ছে। কিছু লোক তাদের বাড়ির বেসমেন্টে আটকা পড়েছে।

বিজ্ঞাপন

যুত্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দফতর নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে এক ঘণ্টায় সোয়া তিন ইঞ্চি (আট সেন্টিমিটার) বৃষ্টিপাতের রেকর্ড করেছে।

একটি লাশ ভেসে যাওয়া একটি গাড়িতে পাওয়া গিয়েছিল।

শহরের অধিকাংশ সাবওয়ে বন্ধ রাখা হয়েছে। জরুরি যানবাহন ছাড়া অন্য যানবাহন রাস্তায় চলাচলে নিষিদ্ধ করা হয়েছে। নিউইয়র্ক এবং নিউজার্সি থেকে বেশ কয়েকটি ট্রেন ও উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা রয়েছে।

নিউজার্সিতে বন্যার পানিতে ডুবে অন্তত একজনের মৃত্যুর সংবাদ প্রকাশিত হয়েছে। ঘূর্ণিঝড়ে সেখানকার মাল্লিকা হিল এলাকায় অন্তত নয়টি বাড়ি ভেঙে গেছে।