পানশির নিয়ন্ত্রণে নেওয়ার দাবি তালেবানের

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের পানশির উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে তালেবান। শুক্রবার তালেবানের তিনটি সূত্র এই দাবি করেছে। আফগানিস্তানের সর্বশেষ এই এলাকাটি বিদ্রোহী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট-এনআরএফের যোদ্ধাদের নিয়ন্ত্রণে ছিল।

এ প্রসঙ্গে তালেবানের এক কমান্ডার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘গোটা আফগানিস্তান এখন আমাদের নিয়ন্ত্রণে। এনআরএফের যোদ্ধারা পরাজিত হয়েছে। পানশির এখন আমাদের নিয়ন্ত্রণে।’

বিজ্ঞাপন

তবে রয়টার্স এও বলেছে, এখনো এই খবর নিশ্চিত করা সম্ভব হয়নি।

পানশির উপত্যকা দখলে নিতে তালেবান ও এনআরএফের যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াই চলছিল। গত ১৫ আগস্ট তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর ৫০ মাইল উত্তরের এই পার্বত্য এলাকায় এনআরএফ গড়ে তোলা হয়। স্থানীয় নেতা আহমেদ মাসুদের নেতৃত্বাধীন মিলিশিয়াদের সঙ্গে আফগান সামরিক বাহিনীর কমান্ডারদের একাংশ মিলে এই ফ্রন্ট গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

এনআরএফের মুখপাত্র আলী মাইসাম নাজারি শুক্রবার এএফপিকে বলেন, সারা রাত তালেবান বাহিনীর সঙ্গে প্রতিরোধযোদ্ধাদের তুমুল লড়াই হয়েছে। আহমাদ মাসুদ এই উপত্যকা রক্ষায় ব্যস্ত আছেন।

৩২ বছর বয়সী মাসুদ হলেন পানশিরের প্রয়াত গেরিলা কমান্ডার আহমদ শাহ মাসুদের ছেলে। সোভিয়েত ও তালেবান বাহিনীর বিরুদ্ধে লড়াই করে ‘পানশিরের সিংহ’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন আহমদ শাহ মাসুদ। তালেবান এবার ক্ষমতা দখলের পর দুই পক্ষের মধ্যে সমঝোতা আলোচনা হয়েছিল। তবে সেখানে সমাধান আসেনি জানিয়ে বুধবার মাসুদ এক বিবৃতিতে বলেন, তালেবান নতুন প্রশাসনে তাদের ‘এক বা দুটি’ পদ দিতে চেয়েছে। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন। তালেবান যুদ্ধের পথ বেছে নিয়েছে।