৫-১১ বছর বয়সীদের জন্য ফাইজারের টিকা অক্টোবরে অনুমোদন পেতে পারে

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আগামী অক্টোবরে শেষের দিকে ৫-১১ বছর বয়সীদের জন্য ফাইজার-বায়োএনটেকের তৈরি কোভিড-১৯ টিকা অনুমোদন পেতে পারে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) মার্কিন শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তাদের দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিজ্ঞাপন

সূত্রের তথ্য অনুযায়ী, ৫-১১ বছর বয়সীদের জন্য এখনো ফাইজার-বায়োএনটেক করোনা টিকার ক্লিনিক্যাল ট্রায়াল অব্যাহত আছে। ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফলের ওপর ভিত্তি করে অক্টোবরের শেষের দিকে এই টিকা প্রদানের জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) কাছে জরুরি ব্যবহারের (ইইউএ) অনুমোদন চাওয়া হতে পারে।

আশা করা হচ্ছে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করে এফডিএ জমা দেওয়ার তিন সপ্তাহের মধ্যে টিকাটি বাচ্চাদের জন্য নিরাপদ ও কার্যকর কিনা সে বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে।

বিজ্ঞাপন