করোনায় মৃত্যুঝুঁকি অর্ধেক কমাবে ‘মলনুপিরাভির’ ট্যাবলেট

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের চিকিৎসায় নতুন আশা জাগাচ্ছে বহুজাতিক মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি মার্ক-এর তৈরি ‘মলনুপিরাভির’ নামের ট্যাবলেট। অ্যান্টিভাইরাল এই ট্যাবলেট করোনা আক্রান্ত রোগীর মৃত্যু ও হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি অর্ধেক কমিয়ে দেয় বলে দাবি করা হয়েছে। খবর ব্লুমবার্গের।

ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল দুর্দান্ত। ‘মলনুপিরাভির’ নেওয়া রোগীদের মধ্যে ৭ দশমিক ৩ ভাগকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। অন্যদিকে যারা প্লাসেবো (ডামি পিল/ওষুধ নয়) নিয়েছে তাদের ১৪ দশমিক ১ ভাগকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। অন্যদিকে প্লাসেবো নেওয়া রোগীদের মধ্যে আটজনের মৃত্যু হলেও ‘মলনুপিরাভির’ নেওয়া রোগীদের কেউ মারা যায়নি।

বিজ্ঞাপন

ভাইরাসের জেনেটিক কোড-এ ত্রুটি সৃষ্টির বিষয়টি মাথায় রেখে এই ওষুধ তৈরি করা হয়েছে যাতে এটি শরীরে ছড়িয়ে পড়তে না পারে। এই ওষুধটি মূলত ইনফ্লুয়েঞ্জা চিকিৎসার জন্য উৎপাদন করা হয়।

ওষুধ প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা জানিয়েছে, তাদের তৈরি ওষুধ মলনুপিরাভির মারাত্মক ঝুঁকিতে থাকা করোনা রোগীদের হাসপাতালে ভর্তি হওয়া কিংবা গুরুতর অসুস্থ হয়ে পড়ার হার ৫০ শতাংশ কমাতে সক্ষম। আগামী দুই সপ্তাহের মধ্যেই ওষুধ হিসেবে যুক্তরাষ্ট্রে জরুরিভিত্তিতে ব্যবহারের জন্য আবেদন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

করোনার মুখে খাওয়ার ট্যাবলেট ব্যবহারিক দিক দিয়ে সুবিধা। কারণ ট্যাবলেট যে কোনও স্থানীয় ফার্মেসি বা ক্লিনিকে সহজেই সংরক্ষণ এবং বিতরণ করা যেতে পারে। ভ্যাকসিন এবং অ্যান্টিবডি থেরাপির সাথে তুলনা করলে ট্যাবলেট তৈরি করা সহজ এবং সস্তা।

করোনার মুখে খাওয়ার ট্যাবলেট অনুমোদন পেলে বৈশ্বিক বৈষম্য দূর হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসনের (এফডিএ) অনুমোদন পেলে মলনুপিরাভির করোনা চিকিৎসায় প্রথম মুখে খাওয়ার অ্যান্টিভাইরাল ওষুধ হিসেবে স্বীকৃতি পাবে।

চলতি বছরেই এক কোটি মলনুপিরাভির উৎপাদনের আশা করছে মার্ক। এফডিএর অনুমোদন পেলে মার্কের কাছ থেকে ১২০ কোটি ডলারের মলনুপিরাভির কেনার জন্য রাজি হয়েছে মার্কিন সরকার।