সাহিত্যে নোবেল পেলেন আব্দুল রাজাক

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এবার সাহিত্যে নোবেল পেয়েছেন তানজানিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ঔপন্যাসিক আব্দুল রাজাক গুরনাহ।

বৃহস্পতিবার (০৭ অক্টোবর) সুইডিশ একাডেমি সাহিত্যে নোবেল বিজয়ী ১১৮তম লেখক হিসেবে তার নাম ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

তানজানিয়ায় জন্মগ্রহণ করলেও আবদুল রাজাক গুরনাহ ইংল্যান্ডে সাহিত্য চর্চা করছেন।

সুইডিশ একাডেমি বলছে, ঔপনিবেশিকতার প্রভাব নিয়ে তার আপসহীন ও সহানুভূতিশীল লেখনির জন্য তাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। সংস্কৃতি ও মহাদেশগুলোর শরণার্থীদের ভাগ্য নিয়েও লিখেছেন এই সাহিত্যিক।

বিজ্ঞাপন

১৯৪৮ সালে গুরনাহ জন্মগ্রহণ করেন তানজানিয়ায়।কিন্তু ১৯৬০-এর দশকের শেষ দিকে ইংল্যান্ডে আসেন শরণার্থী হয়ে।

তিনি ১০টি উপন্যাস লিখেছেন, যার মধ্যে অনেকগুলি উদ্বাস্তু নিয়ে।

এর আগে ২০২০ সালে সাহিত্যে নোবেল পেয়েছেন কবি অধ্যাপক লুইস গ্ল্যুক। নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়, লুইস হলেন অ্যামেরিকার বর্তমান সাহিত্যজগতের সেরাদের অন্যতম।