তাইওয়ানে হামলা হলেই এগিয়ে যাবে মার্কিন সেনারা: বাইডেন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত

তাইওয়ানের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেন বলেছেন, ‘চীন যদি তাইওয়ানে হামলা চালায়, তাহলে তাদের নিরাপত্তা রক্ষার জন্য মার্কি সেনারাও এগিয়ে যাবে।’

বিজ্ঞাপন

স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জোর বাইডেন এমন মন্তব্য করেন।

তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। তাইওয়ানের ওপর পরিপূর্ণ সার্বভৌমত্বও দাবি করে আসছে বেইজিং। বিশ্বের বেশিরভাগ দেশ চীনের এ নীতিকে সমর্থন করে আসছে।

বিজ্ঞাপন

আমেরিকাও সবসময় ‘এক চীন’ নীতিকে সমর্থন দিয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকা সেই অবস্থান থেকে সরে এসেছে। তাইওয়ানকে সামরিক শক্তিতে বলিয়ান করার পাশাপাশি মার্কিন প্রশাসন দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কও গভীর করছে।