ট্রাম্পের জামাতার কোম্পানিতে সৌদি যুবরাজের ২০০ কোটি ডলার বিনিয়োগ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সৌদি যুবরাজ ও জারেড কুশনারের বৈঠক। ছবি: সংগৃহীত

সৌদি যুবরাজ ও জারেড কুশনারের বৈঠক। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনারের ব্যক্তিগত প্রতিষ্ঠানে প্রায় ২০০ কোটি ডলারের তহবিল যোগান দিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। খবর আরব নিউজের।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, জারেড কুশনারের প্রতিষ্ঠানে সৌদি আরবের যে তহবিল থেকে এ অর্থ দেওয়া হচ্ছে, তার চেয়ারম্যান হচ্ছেন মোহাম্মদ বিন সালমান। সৌদি আরব থেকে তহবিল নেওয়ার পর সম্ভাব্য তীব্র প্রতিক্রিয়া কমানোর উপায় নিয়ে আলোচনা করছেন কুশনার।

বিজ্ঞাপন

barta24

বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এরমধ্যে জারেড কুশনারের ওই প্রতিষ্ঠানে ৫০০ কোটি ডলারের বিনিয়োগ এসেছে। তবে মোট কত কোটি ডলার সেখানে বিনিয়োগ করা হবে, তা এখনো স্পষ্ট নয়।

বিজ্ঞাপন

গত জুলাই মাসে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ডোনাল্ড ট্রাম্পের জামাতা কুশনার একটি আর্থিক প্রতিষ্ঠান করছেন, যার সদরদফতর হবে মিয়ামিতে।