যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় একজন নিহত, গুলিবিদ্ধ ৭

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার ফোর্ট ভ্যালি স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসের কাছে বন্দুকধারীর হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ( ২৩ অক্টোবর) এ হামলার ঘটনা ঘটে। খবর এবিসি নিউজের।

জর্জিয়া পুলিশ জানিয়েছে, বন্দুকধারীর হামলায় মোট আটজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজন মারা গেছেন। তবে আহত অন্যদের অবস্থা স্থিতিশীল রয়েছে।

বিজ্ঞাপন

জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন (জিবিআই) ঘটনাটির তদন্ত করছে। জিবিআই জানিয়েছে, নিহত ওই ব্যক্তি ফোর্ট ভ্যালি স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী না। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে, হামলার ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে ক্যাম্পাসে চলাফেরা বন্ধ করে দেওয়া হয়। কিছুক্ষণ পরই এ বিধিনিষেধ তুলে নেওয়া হয়। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাবলিক ইভেন্টগুলো বাতিল করেছে।

বিজ্ঞাপন