দরিদ্র দেশগুলোকে ২০ কোটি টিকা দেয়ার প্রতিশ্রুতি ট্রুডোর

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

বিশ্বের দরিদ্র দেশগুলোকে ২০ কোটি ডোজ করোনার ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শনিবার (৩০ অক্টোবর) জি২০ সম্মেলনে বক্তৃতাকালে ট্রুডো বিশ্বের এ সহযোগিতার প্রতিশ্রুতি দেন। খবর এএফপির।

জাস্টিন ট্রুডো বলেন, উন্নয়নশীল দেশগুলোতে যত দ্রুত সম্ভব মডার্নার এক কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করা হবে। ২০২২ সালের শেষের দিকে কোভ্যাক্সের আওতায় ২০ কোটি ডোজ করোনার ভ্যাকসিন দিয়ে দরিদ্র দেশগুলোকে সহায়তা দেবে কানাডা।

বিজ্ঞাপন

এসময় দক্ষিণ আফ্রিকায় ভ্যাকসিনের উৎপাদন বাড়াতে দেড় কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় রোমে সংবাদ সম্মেলন করে কানাডার উপ-প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ক্রিসটিয়া ফ্রিল্যান্ড এসব তথ্য তুলে ধরেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা উৎপাদন নিয়ন্ত্রণ করি না। তবে ২০২২ সালের মধ্যে আমরা এ নিশ্চয়তা দিচ্ছি যে, বিভিন্ন দেশকে ভ্যাকসিন সহায়তায় অংশগ্রহণ করা সম্ভব।’